বিনোদন ডেস্ক
বিলি আইলিশ, ডেভ ম্যাথুস ব্যান্ড, জ্যাক জনসনের মতো কোল্ডপ্লেও পরিবেশ সচেতনতায় কাজ করে। জনপ্রিয় এই ব্রিটিশ ব্যান্ড ‘আ হেড ফুল অব ড্রিমস ট্যুর (২০১৬-১৭) ’-এর পর দীর্ঘদিন কনসার্টে বিরতি দিয়েছিল। কারণ একটাই—পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ। তাই ২০১৯ সালে ‘এভরিডে লাইফ’ নামে একটি সংগীতসফরের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে দেয় কোল্ডপ্লে। তারা এমন উপায় খুঁজছিল, কীভাবে একেকটি কনসার্টের কারণে যে মাত্রায় পরিবেশদূষণ হয়, তা কমিয়ে আনা যায়। অবশেষে উপায় খুঁজে বের করতে সফল হয় তারা। ২০২১ সালে কোল্ডপ্লে ১৭৭টি শো নিয়ে ‘মিউজিক অব স্পেয়ারস’ ট্যুরের ঘোষণা দেয়। ওই সময় তারা ১২ দফা পরিকল্পনার কথা জানিয়েছিল, যাতে কার্বন ফুটপ্রিন্ট ৫০ শতাংশ কমিয়ে আনা যাবে।
২০২২ সাল থেকে এই সংগীতসফর শুরু হয়েছে, শেষ হবে এ বছরের ১৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে সফরের অর্ধেকের বেশি কনসার্ট। সম্প্রতি ব্যান্ডটি জানিয়েছে, মিউজিক অব স্পেয়ারসের প্রথম দুই বছরে তাদের আগের সংগীতসফরের তুলনায় কার্বন ডাই-অক্সাইড নির্গমনের হার ৫৯ শতাংশ কমেছে। এই সাফল্য তাদের প্রত্যাশার চেয়ে বেশি।
এ জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল ব্যান্ডটি। প্রতিটি শোতে রাখা হয়েছিল কাইনেটিক ডান্সফ্লোরের ব্যবস্থা, যার ওপর কনসার্টে আগত ব্যক্তিরা নাচলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। কোল্ডপ্লের শর্ত ছিল, কনসার্টে যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেককে ন্যূনতম একটি গাছ লাগাতে হবে। ব্যান্ডটি জানিয়েছে, এই দুই বছরে কোল্ডপ্লের কনসার্টে আগতরা শর্ত অনুযায়ী ৭ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছেন।
এ ছাড়া প্রতিটি কনসার্ট থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হয়, সেগুলো নিয়েও বিশেষ পরিকল্পনা ছিল কোল্ডপ্লের। এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে কোল্ডপ্লের ভিনাইল অ্যালবাম তৈরি করা হয়েছে। ৭২ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার, সার তৈরি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হয়েছে। ব্যান্ডটি জানিয়েছে, কনসার্টে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান জ্বালানি থেকে সৃষ্ট দূষণ কমাতে বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করেছেন তারা।
মিউজিক অব স্পেয়ারস ট্যুরের প্রতিটি শোতে রাখা হয়েছিল সৌরবিদ্যুতের ব্যবস্থা। এ ছাড়া ট্যুর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যান্ডটি স্থাপন করেছে দুইটি সৌরচালিত সমুদ্র পরিচ্ছন্নতা প্রকল্প, যা সমুদ্র থেকে প্লাস্টিক আহরণ করে। সব মিলিয়ে শুধু গানের মাধ্যমেই যে পরিবেশদূষণ রোধে বড় অবদান রাখা যায়, তা মাত্র দুই বছরে দেখিয়ে দিয়েছে কোল্ডপ্লে।
আরও অনেক কিছু করার আছে জানিয়ে ব্যান্ডটির ভোকাল ক্রিস মার্টিন এক বিবৃতিতে বলেন, ‘একটি ব্যান্ড হিসেবে আমাদের যতটা করণীয়, তার থেকে আমরা এখনো অনেক দূরে। তবে এখন পর্যন্ত সবার কাছে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা কৃতজ্ঞ। সবাইকে অভিবাদন জানাই, যাঁরা আমাদের লক্ষ্যপূরণে কাজ করেছেন।’
বিলি আইলিশ, ডেভ ম্যাথুস ব্যান্ড, জ্যাক জনসনের মতো কোল্ডপ্লেও পরিবেশ সচেতনতায় কাজ করে। জনপ্রিয় এই ব্রিটিশ ব্যান্ড ‘আ হেড ফুল অব ড্রিমস ট্যুর (২০১৬-১৭) ’-এর পর দীর্ঘদিন কনসার্টে বিরতি দিয়েছিল। কারণ একটাই—পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ। তাই ২০১৯ সালে ‘এভরিডে লাইফ’ নামে একটি সংগীতসফরের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে দেয় কোল্ডপ্লে। তারা এমন উপায় খুঁজছিল, কীভাবে একেকটি কনসার্টের কারণে যে মাত্রায় পরিবেশদূষণ হয়, তা কমিয়ে আনা যায়। অবশেষে উপায় খুঁজে বের করতে সফল হয় তারা। ২০২১ সালে কোল্ডপ্লে ১৭৭টি শো নিয়ে ‘মিউজিক অব স্পেয়ারস’ ট্যুরের ঘোষণা দেয়। ওই সময় তারা ১২ দফা পরিকল্পনার কথা জানিয়েছিল, যাতে কার্বন ফুটপ্রিন্ট ৫০ শতাংশ কমিয়ে আনা যাবে।
২০২২ সাল থেকে এই সংগীতসফর শুরু হয়েছে, শেষ হবে এ বছরের ১৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে সফরের অর্ধেকের বেশি কনসার্ট। সম্প্রতি ব্যান্ডটি জানিয়েছে, মিউজিক অব স্পেয়ারসের প্রথম দুই বছরে তাদের আগের সংগীতসফরের তুলনায় কার্বন ডাই-অক্সাইড নির্গমনের হার ৫৯ শতাংশ কমেছে। এই সাফল্য তাদের প্রত্যাশার চেয়ে বেশি।
এ জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল ব্যান্ডটি। প্রতিটি শোতে রাখা হয়েছিল কাইনেটিক ডান্সফ্লোরের ব্যবস্থা, যার ওপর কনসার্টে আগত ব্যক্তিরা নাচলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। কোল্ডপ্লের শর্ত ছিল, কনসার্টে যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেককে ন্যূনতম একটি গাছ লাগাতে হবে। ব্যান্ডটি জানিয়েছে, এই দুই বছরে কোল্ডপ্লের কনসার্টে আগতরা শর্ত অনুযায়ী ৭ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছেন।
এ ছাড়া প্রতিটি কনসার্ট থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হয়, সেগুলো নিয়েও বিশেষ পরিকল্পনা ছিল কোল্ডপ্লের। এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে কোল্ডপ্লের ভিনাইল অ্যালবাম তৈরি করা হয়েছে। ৭২ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার, সার তৈরি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হয়েছে। ব্যান্ডটি জানিয়েছে, কনসার্টে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান জ্বালানি থেকে সৃষ্ট দূষণ কমাতে বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করেছেন তারা।
মিউজিক অব স্পেয়ারস ট্যুরের প্রতিটি শোতে রাখা হয়েছিল সৌরবিদ্যুতের ব্যবস্থা। এ ছাড়া ট্যুর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যান্ডটি স্থাপন করেছে দুইটি সৌরচালিত সমুদ্র পরিচ্ছন্নতা প্রকল্প, যা সমুদ্র থেকে প্লাস্টিক আহরণ করে। সব মিলিয়ে শুধু গানের মাধ্যমেই যে পরিবেশদূষণ রোধে বড় অবদান রাখা যায়, তা মাত্র দুই বছরে দেখিয়ে দিয়েছে কোল্ডপ্লে।
আরও অনেক কিছু করার আছে জানিয়ে ব্যান্ডটির ভোকাল ক্রিস মার্টিন এক বিবৃতিতে বলেন, ‘একটি ব্যান্ড হিসেবে আমাদের যতটা করণীয়, তার থেকে আমরা এখনো অনেক দূরে। তবে এখন পর্যন্ত সবার কাছে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা কৃতজ্ঞ। সবাইকে অভিবাদন জানাই, যাঁরা আমাদের লক্ষ্যপূরণে কাজ করেছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে