আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
সরু আঁকাবাঁকা মেঠোপথ। গ্রামের কোল ঘেঁষে বয়ে গেছে কালীগঙ্গা নদী। ঘন সবুজের ছায়াঘেরা পথ যেখানে থেমেছে সেই জায়গাটা খুবই সুন্দর। সেখানে গাছের কাণ্ড ফুঁড়ে বেরিয়েছে থোকা থোকা ফুল। কমলা আর লালে মেশানো ফুলগুলো খুবই ঝলমলে। এর নাম অশোক।
অশোক প্রাচীন একটি ফুল, কামদেবের পঞ্চশরের অন্যতম শর। এই ফুলের রং লেগে আছে রবীন্দ্রনাথের গানেও। ‘তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রং লাগল আমার, অকারণের সুখে’—লিখেছেন কবিগুরু।
অশোকে বর্ণশোভা মিলবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রত্যন্ত সাইংজুরী গ্রামে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল মতিন দেওয়ানের বাড়িতে থাকা এই ফুল দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করে বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়।
সেখানে কথা হয় শিক্ষক আব্দুল মতিন দেওয়ানের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বাড়িতে তিন দশক ধরে অশোক ফুল ফুটছে। মানুষ বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছে, ছবি তুলছে। সবার আনন্দ দেখলে আমারও ভালো লাগে।’
দুই দশক আগেও উপজেলার বিভিন্ন স্থানে প্রচুর অশোকগাছ দেখা যেত। সময়ের সঙ্গে সঙ্গে এ গাছের সংখ্যা কমে এসেছে। তবে এখনো উপজেলার রামদিয়া নালী, জাবরা, সাইংজুরী, বড়টিয়া, সিংজুরী এলাকায় এখনো কিছু আশোকগাছ দেখা যায়।
অশোকের গাঢ়-সবুজ পাতাগুলো দীর্ঘ, চওড়া ও বর্শাফলাকৃতির। কচিপাতা কোমল, নমনীয়, ঝুলন্ত ও তামাটে। ফুল ফোটার প্রধান মৌসুম বসন্তকাল। তবে হেমন্ত অবধি প্রস্ফুটন প্রাচুর্য চোখে পড়ে। শীতকালে ফুল ফোটলেও সংখ্যায় খুব একটা বেশি হয় না।
লাল, হলুদ, গোলাপি আর সাদা রঙের মিশেল রয়েছে অশোকে। ফুলের মুকুট শত শত ছোট ফুলের সমন্বয়ে গঠিত। গড়ে ৩০ ফুট উচ্চতার অশোকগাছকে হেমাপুষ্প, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প ইত্যাদি বাহারি নামে ডাকা হয়। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। অর্থাৎ আইনের ৬ ধারা মোতাবেক এই প্রজাতির উদ্ভিদ ইচ্ছাকৃতভাবে ওঠানো, ওপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করা যাবে না।
পরিবেশ ও প্রকৃতি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘অশোক দিনে দিনে বিলুপ্তির পথে। সরকারি ও বেসরকারিভাবে অশোকের বংশবিস্তারে উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায়, এ জাতের ফুল হারিয়ে যাবে।’
প্রকৃতি, প্রেম, ঔষধি গুণ আর কাব্যের বাইরেও অশোকের খ্যাতি আছে। হিন্দু ও বৌদ্ধদের কাছে এ বৃক্ষ অত্যন্ত পবিত্র। কথিত আছে, এ তরুতলেই মহামতি গৌতমবুদ্ধের জন্ম। হিন্দু পৌরাণিক অনুযায়ী, গৌরী দেবী এই বৃক্ষের নিচে তপস্যা করে সিদ্ধি লাভ করে শোক থেকে মুক্তি পেয়েছিলেন। রামায়ণে বলে সীতাকে অপহরণ করে অশোক বনে রাখা হয়েছিল। এমন সব গুণ অশোককে বাড়তি খ্যাতি এনে দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশবাদী লেখিকা লক্ষ্মী চ্যাটার্জি। মানিকগঞ্জ সাধনা ঔষধালয়ের হেকিম উত্তম কুমার পালিত বলেন, ‘স্ত্রীরোগ, রক্তক্ষরণ এবং আমাশয়ে অশোকের ছালের রস কার্যকর। শুষ্ক ফল সিফিলিস ও ডায়াবেটিস নিরাময়ে ব্যবহার হয়।’
সরু আঁকাবাঁকা মেঠোপথ। গ্রামের কোল ঘেঁষে বয়ে গেছে কালীগঙ্গা নদী। ঘন সবুজের ছায়াঘেরা পথ যেখানে থেমেছে সেই জায়গাটা খুবই সুন্দর। সেখানে গাছের কাণ্ড ফুঁড়ে বেরিয়েছে থোকা থোকা ফুল। কমলা আর লালে মেশানো ফুলগুলো খুবই ঝলমলে। এর নাম অশোক।
অশোক প্রাচীন একটি ফুল, কামদেবের পঞ্চশরের অন্যতম শর। এই ফুলের রং লেগে আছে রবীন্দ্রনাথের গানেও। ‘তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রং লাগল আমার, অকারণের সুখে’—লিখেছেন কবিগুরু।
অশোকে বর্ণশোভা মিলবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রত্যন্ত সাইংজুরী গ্রামে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল মতিন দেওয়ানের বাড়িতে থাকা এই ফুল দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করে বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়।
সেখানে কথা হয় শিক্ষক আব্দুল মতিন দেওয়ানের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বাড়িতে তিন দশক ধরে অশোক ফুল ফুটছে। মানুষ বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছে, ছবি তুলছে। সবার আনন্দ দেখলে আমারও ভালো লাগে।’
দুই দশক আগেও উপজেলার বিভিন্ন স্থানে প্রচুর অশোকগাছ দেখা যেত। সময়ের সঙ্গে সঙ্গে এ গাছের সংখ্যা কমে এসেছে। তবে এখনো উপজেলার রামদিয়া নালী, জাবরা, সাইংজুরী, বড়টিয়া, সিংজুরী এলাকায় এখনো কিছু আশোকগাছ দেখা যায়।
অশোকের গাঢ়-সবুজ পাতাগুলো দীর্ঘ, চওড়া ও বর্শাফলাকৃতির। কচিপাতা কোমল, নমনীয়, ঝুলন্ত ও তামাটে। ফুল ফোটার প্রধান মৌসুম বসন্তকাল। তবে হেমন্ত অবধি প্রস্ফুটন প্রাচুর্য চোখে পড়ে। শীতকালে ফুল ফোটলেও সংখ্যায় খুব একটা বেশি হয় না।
লাল, হলুদ, গোলাপি আর সাদা রঙের মিশেল রয়েছে অশোকে। ফুলের মুকুট শত শত ছোট ফুলের সমন্বয়ে গঠিত। গড়ে ৩০ ফুট উচ্চতার অশোকগাছকে হেমাপুষ্প, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প ইত্যাদি বাহারি নামে ডাকা হয়। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। অর্থাৎ আইনের ৬ ধারা মোতাবেক এই প্রজাতির উদ্ভিদ ইচ্ছাকৃতভাবে ওঠানো, ওপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করা যাবে না।
পরিবেশ ও প্রকৃতি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘অশোক দিনে দিনে বিলুপ্তির পথে। সরকারি ও বেসরকারিভাবে অশোকের বংশবিস্তারে উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায়, এ জাতের ফুল হারিয়ে যাবে।’
প্রকৃতি, প্রেম, ঔষধি গুণ আর কাব্যের বাইরেও অশোকের খ্যাতি আছে। হিন্দু ও বৌদ্ধদের কাছে এ বৃক্ষ অত্যন্ত পবিত্র। কথিত আছে, এ তরুতলেই মহামতি গৌতমবুদ্ধের জন্ম। হিন্দু পৌরাণিক অনুযায়ী, গৌরী দেবী এই বৃক্ষের নিচে তপস্যা করে সিদ্ধি লাভ করে শোক থেকে মুক্তি পেয়েছিলেন। রামায়ণে বলে সীতাকে অপহরণ করে অশোক বনে রাখা হয়েছিল। এমন সব গুণ অশোককে বাড়তি খ্যাতি এনে দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশবাদী লেখিকা লক্ষ্মী চ্যাটার্জি। মানিকগঞ্জ সাধনা ঔষধালয়ের হেকিম উত্তম কুমার পালিত বলেন, ‘স্ত্রীরোগ, রক্তক্ষরণ এবং আমাশয়ে অশোকের ছালের রস কার্যকর। শুষ্ক ফল সিফিলিস ও ডায়াবেটিস নিরাময়ে ব্যবহার হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে