মধুপুর প্রতিনিধি
মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্তে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা। গত রোববার রাতে নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি দেখানো, হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
জানা যায়, মধুপুর উপজেলার আটটি ইউপিতে নির্বাচনের দিন ধার্য ছিল আগামী ১৫ জুন। এর মধ্যে অরণখোলা ইউপি একটি। এই ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দলটির বিদ্রোহী প্রার্থী হাসান ইমাম মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত) মো. লস্কর আলী। এই তিনজনের মধ্যে বিদ্রোহী প্রার্থী হাসান ইমাম মিন্টু আওয়ামী লীগের নেতাদের অনুরোধে নির্বাচন থেকে কয়েক দিন আগে সরে দাঁড়ান। বর্তমানে এই ইউনিয়নে আব্দুর রহিম ও লস্কর আলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিয়ে ওঠার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ইউনিয়নের দলীয় প্রার্থীর নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় মির্জাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামকে। তিনি আমলীতলায় এক নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় বলেন, ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারা দিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দেবেন। যারা নৌকা মার্কায় ভোট দেবেন তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে দুই হাজার চার শ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’
তিনি আরও বলেন, ‘যে কোনো মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতেই হবে। এ জন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব।’
সাদিকুল ইসলামের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরপর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন। অপর আদেশে আমাকে সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।’
মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্তে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা। গত রোববার রাতে নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি দেখানো, হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
জানা যায়, মধুপুর উপজেলার আটটি ইউপিতে নির্বাচনের দিন ধার্য ছিল আগামী ১৫ জুন। এর মধ্যে অরণখোলা ইউপি একটি। এই ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দলটির বিদ্রোহী প্রার্থী হাসান ইমাম মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত) মো. লস্কর আলী। এই তিনজনের মধ্যে বিদ্রোহী প্রার্থী হাসান ইমাম মিন্টু আওয়ামী লীগের নেতাদের অনুরোধে নির্বাচন থেকে কয়েক দিন আগে সরে দাঁড়ান। বর্তমানে এই ইউনিয়নে আব্দুর রহিম ও লস্কর আলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিয়ে ওঠার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ইউনিয়নের দলীয় প্রার্থীর নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় মির্জাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামকে। তিনি আমলীতলায় এক নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় বলেন, ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারা দিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দেবেন। যারা নৌকা মার্কায় ভোট দেবেন তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে দুই হাজার চার শ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’
তিনি আরও বলেন, ‘যে কোনো মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতেই হবে। এ জন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব।’
সাদিকুল ইসলামের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরপর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন। অপর আদেশে আমাকে সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে