নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফুয়াদ আল মতিন (৩৮) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলার পাল্লা বাজারে ফুয়াদ আল মতিনের ব্যক্তিগত একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন এক সিএনজিচালিত অটোরিকশাচালক। অভিযুক্ত ফুয়াদ আল মতিন পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, তাঁর দুই বছরের একটি সন্তান রয়েছে। পারিবারিক সমস্যা থাকায় এক বছর আগে পরিচয়ের সুবাদে ফুয়াদের কাছে চাকরি চান তিনি। ফুয়াদ গৃহবধূর কাছ থেকে একটি জীবনবৃত্তান্ত চেয়ে নেন। এর সূত্র ধরে গতকাল সকালে পাল্লা বাজারে ফুয়াদের কার্যালয়ে আসেন তিনি।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ফুয়াদ একটি এনজিওতে চাকরি করেন। ওই এনজিওর হিসাব বিভাগে তাঁকে চাকরি দেবেন বলে জানান। এ কথা সে কথা বলে শুরু থেকে সময়ক্ষেপণ করেন ফুয়াদ। কিছুক্ষণ পর তাঁকে নাশতা দেওয়া হয়। পরে কোমল পানীয় দেওয়া হয়। তাতে নেশাদ্রব্য মেশানো ছিল। তা পান করার পর তাঁর শরীরের নিস্তেজ হতে থাকে। এর পর ফুয়াদ তাঁর পাশে এসে বসে হিজাব ধরে টানাহেঁচড়া করেন। তাতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ফুয়াদ আল মতিন। এ সময় তাঁর এক সহকারী এই দৃশ্য মোবাইলে ধারণ করেন। কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়। পরে তারা তাঁকে একটি অটোরিকশায় তুলে দিলে রিকশাচালক তাঁকে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি জায়গায় নামিয়ে দেয়। ওই স্থান থেকে এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি চাটখিল থানা ও হাসপাতালে যাননি। কারণ চাটখিলের রাজনৈতিক নেতা ও প্রশাসন তাঁর কথায় চলে বলেও হুমকি দেন ফুয়াদ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি আমার জানা নেই। এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে ফুয়াদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীর চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফুয়াদ আল মতিন (৩৮) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলার পাল্লা বাজারে ফুয়াদ আল মতিনের ব্যক্তিগত একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন এক সিএনজিচালিত অটোরিকশাচালক। অভিযুক্ত ফুয়াদ আল মতিন পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, তাঁর দুই বছরের একটি সন্তান রয়েছে। পারিবারিক সমস্যা থাকায় এক বছর আগে পরিচয়ের সুবাদে ফুয়াদের কাছে চাকরি চান তিনি। ফুয়াদ গৃহবধূর কাছ থেকে একটি জীবনবৃত্তান্ত চেয়ে নেন। এর সূত্র ধরে গতকাল সকালে পাল্লা বাজারে ফুয়াদের কার্যালয়ে আসেন তিনি।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ফুয়াদ একটি এনজিওতে চাকরি করেন। ওই এনজিওর হিসাব বিভাগে তাঁকে চাকরি দেবেন বলে জানান। এ কথা সে কথা বলে শুরু থেকে সময়ক্ষেপণ করেন ফুয়াদ। কিছুক্ষণ পর তাঁকে নাশতা দেওয়া হয়। পরে কোমল পানীয় দেওয়া হয়। তাতে নেশাদ্রব্য মেশানো ছিল। তা পান করার পর তাঁর শরীরের নিস্তেজ হতে থাকে। এর পর ফুয়াদ তাঁর পাশে এসে বসে হিজাব ধরে টানাহেঁচড়া করেন। তাতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ফুয়াদ আল মতিন। এ সময় তাঁর এক সহকারী এই দৃশ্য মোবাইলে ধারণ করেন। কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়। পরে তারা তাঁকে একটি অটোরিকশায় তুলে দিলে রিকশাচালক তাঁকে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি জায়গায় নামিয়ে দেয়। ওই স্থান থেকে এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি চাটখিল থানা ও হাসপাতালে যাননি। কারণ চাটখিলের রাজনৈতিক নেতা ও প্রশাসন তাঁর কথায় চলে বলেও হুমকি দেন ফুয়াদ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি আমার জানা নেই। এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে ফুয়াদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে