তাসনীম হাসান, চট্টগ্রাম
জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।
জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে