মো. হুমায়ূন কবীর, ঢাকা
উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। প্রস্তাবিত খসড়া বিধিমালায় সিটি করপোরেশনের মেয়রদের জামানত ২ লাখ আর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৭৫ লাখ টাকা; সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের জামানত ১ লাখ টাকা এবং সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়াটি কমিশন বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। বৈঠকে তোলার পর কমিশন একমত হলে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানতে চাইলে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি খসড়া করা হয়েছে। কমিশন না পাস করলে তো সেটি চূড়ান্ত হয় না। খসড়া প্রস্তাবনাটি কমিশনে তোলা হবে।’
ইসি কর্মকর্তারা জানান, সিটি আইন অনুযায়ী অনধিক ৫ লাখ ভোটার আছে এমন নির্বাচনী এলাকার জন্য বর্তমানে মেয়র পদপ্রার্থীর জামানত ২০ হাজার। একইভাবে ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে জামানত ৩০ হাজার, ভোটার ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ৫০ হাজার এবং ভোটার ২০ লাখের বেশি হলে ১ লাখ টাকা জামানত নির্ধারিত রয়েছে।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের ক্ষেত্রে ভোটার অনধিক ১৫ হাজার হলে ১০ হাজার টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২০ হাজার টাকা; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৩০ হাজার টাকা এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকার জামানত জমা দিতে হয়। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ হাজার টাকা জামানত দিতে হয়।
বিদ্যমান বিধিমালায় ভোটে মেয়র প্রার্থীর ব্যক্তিগত খরচ অনধিক ৫ লাখ ভোটারের নির্বাচনী এলাকার জন্য সর্বোচ্চ ৭৫ হাজার; ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে ১ লাখ; ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ১ লাখ ৫০ হাজার; ২০ লাখ ১ ও তদূর্ধ্ব ভোটারসংবলিত নির্বাচনী এলাকার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা নির্ধারিত রয়েছে।
আর মেয়র প্রার্থীর নির্বাচনী ব্যয় অনধিক ৫ লাখ ভোটারের নির্বাচনী এলাকার জন্য ১৫ লাখ; ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে ২০ লাখ; ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ৩০ লাখ; এবং ২০ লাখ ১ ও তদূর্ধ্ব ভোটারসংবলিত নির্বাচনী এলাকার জন্য ৫০ লাখ টাকা নির্ধারিত রয়েছে।
আর কাউন্সিলর প্রার্থীর ব্যক্তিগত খরচ ভোটার অনধিক ১৫ হাজার হলে ১০ হাজার টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২০ হাজার; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৩০ হাজার টাকা; এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। আর নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ভোটার অনধিক ১৫ হাজার হলে ১ লাখ টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২ লাখ; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৪ লাখ; এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য সর্বোচ্চ ৬ লাখ টাকা ব্যয় করা যাবে।
খসড়া বিধিমালায় যেসব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব রাখা হয়েছে—উপজেলা পরিষদের মতো সিটি করপোরেশনেও অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা বাধ্যতামূলক করা হবে। কোনো ভোটকেন্দ্রে বলপ্রয়োগ, ভয়ভীতি দেখানো বা কারসাজির কারণে ফলাফল পক্ষপাতদুষ্ট মনে হলে ওই ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত দিতে পারবে ইসি। সিটি করপোরেশন নির্বাচনেও ভোটকেন্দ্রে অনিয়ম হলে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত বা বাতিলে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে ৩০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান বাতিল। প্রতীক বরাদ্দের আগে মনোনয়নপত্র দাখিলের পর থেকে সর্বোচ্চ ৫ জন লোক নিয়ে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা। কোনো পদে সমান ভোট পেলে পুনরায় ভোটের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ।
এ ছাড়া প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রদত্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। পোস্টারে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার ব্যবহার বন্ধ, শব্দদূষণ কমানোর লক্ষ্যে মাইকের সাউন্ড ৬০ ডেসিবেলের নিচে রাখা, পোস্টার, ব্যানার সাদা-কালো অথবা রঙিন করা যাবে। মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্ত; নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক ও সাংবাদিকদের হুমকি ও কাজে বাধা দেওয়া বা ভয় দেখালে তা ‘নির্বাচনী অপরাধ’ হিসেবে নির্বাচনবিধিতে সংযোজন করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ ফেব্রুয়ারি। ডিএনসিসির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ জুন। ডিএসসিসির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সেই হিসাবে ডিএনসিসিতে চলতি বছরের ৫ ডিসেম্বর নির্বাচনী ক্ষণগণনা শুরু হবে। আর ভোট করতে হবে আগামী বছর ২ জুনের মধ্যে। ঢাকা দক্ষিণ সিটিতে ৪ ডিসেম্বর ক্ষণগণনা শুরু হবে। ভোট করতে হবে আগামী বছরের ১ জুনের মধ্যে। তাই এই নির্বাচনের আগে বিধিমালা সংশোধন করতে চায় কমিশন।
উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। প্রস্তাবিত খসড়া বিধিমালায় সিটি করপোরেশনের মেয়রদের জামানত ২ লাখ আর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৭৫ লাখ টাকা; সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের জামানত ১ লাখ টাকা এবং সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়াটি কমিশন বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। বৈঠকে তোলার পর কমিশন একমত হলে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানতে চাইলে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি খসড়া করা হয়েছে। কমিশন না পাস করলে তো সেটি চূড়ান্ত হয় না। খসড়া প্রস্তাবনাটি কমিশনে তোলা হবে।’
ইসি কর্মকর্তারা জানান, সিটি আইন অনুযায়ী অনধিক ৫ লাখ ভোটার আছে এমন নির্বাচনী এলাকার জন্য বর্তমানে মেয়র পদপ্রার্থীর জামানত ২০ হাজার। একইভাবে ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে জামানত ৩০ হাজার, ভোটার ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ৫০ হাজার এবং ভোটার ২০ লাখের বেশি হলে ১ লাখ টাকা জামানত নির্ধারিত রয়েছে।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের ক্ষেত্রে ভোটার অনধিক ১৫ হাজার হলে ১০ হাজার টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২০ হাজার টাকা; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৩০ হাজার টাকা এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকার জামানত জমা দিতে হয়। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ হাজার টাকা জামানত দিতে হয়।
বিদ্যমান বিধিমালায় ভোটে মেয়র প্রার্থীর ব্যক্তিগত খরচ অনধিক ৫ লাখ ভোটারের নির্বাচনী এলাকার জন্য সর্বোচ্চ ৭৫ হাজার; ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে ১ লাখ; ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ১ লাখ ৫০ হাজার; ২০ লাখ ১ ও তদূর্ধ্ব ভোটারসংবলিত নির্বাচনী এলাকার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা নির্ধারিত রয়েছে।
আর মেয়র প্রার্থীর নির্বাচনী ব্যয় অনধিক ৫ লাখ ভোটারের নির্বাচনী এলাকার জন্য ১৫ লাখ; ভোটার ৫ লাখ ১ থেকে ১০ লাখ হলে ২০ লাখ; ১০ লাখ ১ থেকে ২০ লাখ হলে ৩০ লাখ; এবং ২০ লাখ ১ ও তদূর্ধ্ব ভোটারসংবলিত নির্বাচনী এলাকার জন্য ৫০ লাখ টাকা নির্ধারিত রয়েছে।
আর কাউন্সিলর প্রার্থীর ব্যক্তিগত খরচ ভোটার অনধিক ১৫ হাজার হলে ১০ হাজার টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২০ হাজার; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৩০ হাজার টাকা; এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। আর নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ভোটার অনধিক ১৫ হাজার হলে ১ লাখ টাকা; ১৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে ২ লাখ; ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার হলে ৪ লাখ; এবং ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব ভোটারের ওয়ার্ডের জন্য সর্বোচ্চ ৬ লাখ টাকা ব্যয় করা যাবে।
খসড়া বিধিমালায় যেসব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব রাখা হয়েছে—উপজেলা পরিষদের মতো সিটি করপোরেশনেও অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা বাধ্যতামূলক করা হবে। কোনো ভোটকেন্দ্রে বলপ্রয়োগ, ভয়ভীতি দেখানো বা কারসাজির কারণে ফলাফল পক্ষপাতদুষ্ট মনে হলে ওই ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত দিতে পারবে ইসি। সিটি করপোরেশন নির্বাচনেও ভোটকেন্দ্রে অনিয়ম হলে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত বা বাতিলে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে ৩০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান বাতিল। প্রতীক বরাদ্দের আগে মনোনয়নপত্র দাখিলের পর থেকে সর্বোচ্চ ৫ জন লোক নিয়ে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা। কোনো পদে সমান ভোট পেলে পুনরায় ভোটের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ।
এ ছাড়া প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রদত্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। পোস্টারে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার ব্যবহার বন্ধ, শব্দদূষণ কমানোর লক্ষ্যে মাইকের সাউন্ড ৬০ ডেসিবেলের নিচে রাখা, পোস্টার, ব্যানার সাদা-কালো অথবা রঙিন করা যাবে। মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্ত; নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক ও সাংবাদিকদের হুমকি ও কাজে বাধা দেওয়া বা ভয় দেখালে তা ‘নির্বাচনী অপরাধ’ হিসেবে নির্বাচনবিধিতে সংযোজন করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ ফেব্রুয়ারি। ডিএনসিসির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ জুন। ডিএসসিসির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সেই হিসাবে ডিএনসিসিতে চলতি বছরের ৫ ডিসেম্বর নির্বাচনী ক্ষণগণনা শুরু হবে। আর ভোট করতে হবে আগামী বছর ২ জুনের মধ্যে। ঢাকা দক্ষিণ সিটিতে ৪ ডিসেম্বর ক্ষণগণনা শুরু হবে। ভোট করতে হবে আগামী বছরের ১ জুনের মধ্যে। তাই এই নির্বাচনের আগে বিধিমালা সংশোধন করতে চায় কমিশন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে