জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৯৪ হাজার ১৫০ জন। মোট ৪৮টি কেন্দ্রে ২৬৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
পাঁচ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ২৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে নির্বাচন কমিশন প্রায় সব প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করতে উপজেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হককে সব প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়।
পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
দুই নম্বর জৈন্তাপুর ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন, সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়নে ভোটার ১৯ হাজার ২৩১ জন।
তিন নম্বর চারিকাটা ইউপিতে চেয়ারম্যান পদে আটজন, সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৪ হাজার ৮২২ জন।
চার নম্বর দরবস্ত ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার ২৮ হাজার ২১৬ জন।
পাঁচ নম্বর ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন, সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১৬৯ জন।
ছয় নম্বর চিকনাগুল ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সদস্য পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ১৫ হাজার ৭১২ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, অতীতের মতো জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে এটাই প্রত্যাশা। ইতিমধ্যে প্রাথমিকভাবে নির্বাচনের সব প্রস্তুতি শেষের পথে।
জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৯৪ হাজার ১৫০ জন। মোট ৪৮টি কেন্দ্রে ২৬৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
পাঁচ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ২৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে নির্বাচন কমিশন প্রায় সব প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করতে উপজেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হককে সব প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়।
পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
দুই নম্বর জৈন্তাপুর ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন, সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়নে ভোটার ১৯ হাজার ২৩১ জন।
তিন নম্বর চারিকাটা ইউপিতে চেয়ারম্যান পদে আটজন, সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৪ হাজার ৮২২ জন।
চার নম্বর দরবস্ত ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার ২৮ হাজার ২১৬ জন।
পাঁচ নম্বর ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন, সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১৬৯ জন।
ছয় নম্বর চিকনাগুল ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সদস্য পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ১৫ হাজার ৭১২ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, অতীতের মতো জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে এটাই প্রত্যাশা। ইতিমধ্যে প্রাথমিকভাবে নির্বাচনের সব প্রস্তুতি শেষের পথে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে