ড. এ এন এম মাসউদুর রহমান
মানুষের মনের ভাব আদান-প্রদানের মাধ্যমই ভাষা। ভাষা মনের বাহক। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, তার মধ্যে মানুষই বোধগম্য ভাষায় কথা বলতে পারে। আর সব ভাষার স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা। তিনি মানুষকে বিভিন্ন ভাষাভাষী করে সৃষ্টি করেছেন এ উদ্দেশ্যে যেন, তারা মনের ভাব প্রকাশ করতে পারে। এটি মহান আল্লাহর নিদর্শন।
এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে জ্ঞানীদের জন্য।’ (সুরা রুম: ২২) ইবনুল জাওযি (রহ.) বলেন, ‘বিভিন্ন ভাষা দ্বারা উদ্দেশ্য হলো, আরব-অনারবের রকমারি ভাষা এবং ভিন্ন ভিন্ন স্বর। কেননা সহোদর ভাইয়ের ভাষা এক হলেও তাদের স্বর ভিন্ন হয়ে থাকে—অথচ তাদের বাবা-মা এক। ভাষার এমন বৈচিত্র্যের স্রষ্টা স্বয়ং আল্লাহ।’ (যাদুল মাসির)
কথা বলার ক্ষমতা আল্লাহ প্রদত্ত নেয়ামত। যার বাক্শক্তি নেই, সে-ই তার কষ্ট অনুভব করতে পারে এবং কথার মাধ্যমে ভাব আদান-প্রদানের গুরুত্ব বুঝতে পারে। তাই আল্লাহ তাআলা মানবজাতিকে ভাষা শিক্ষা দিয়ে ধন্য করেছেন। আল্লাহ বলেন, ‘তিনি মানুষকে শিখিয়েছেন ভাষা।’ (সুরা রহমান: ৪)
সুদ্দি (রহ.) বলেন, ‘আল্লাহ প্রত্যেক জাতিগোষ্ঠীকে ভাষা দান করেছেন এবং রাসুলদের নিজ জাতির ভাষায় প্রেরণ করেছেন।’ আল্লাহ বলেন, ‘আর আমি প্রত্যেক রাসুলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে ব্যাখ্যা দেয়।’ (সুরা ইবরাহিম: ৪)
মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষার বিকল্প নেই। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মানুষের মনের ভাব আদান-প্রদানের মাধ্যমই ভাষা। ভাষা মনের বাহক। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, তার মধ্যে মানুষই বোধগম্য ভাষায় কথা বলতে পারে। আর সব ভাষার স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা। তিনি মানুষকে বিভিন্ন ভাষাভাষী করে সৃষ্টি করেছেন এ উদ্দেশ্যে যেন, তারা মনের ভাব প্রকাশ করতে পারে। এটি মহান আল্লাহর নিদর্শন।
এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে জ্ঞানীদের জন্য।’ (সুরা রুম: ২২) ইবনুল জাওযি (রহ.) বলেন, ‘বিভিন্ন ভাষা দ্বারা উদ্দেশ্য হলো, আরব-অনারবের রকমারি ভাষা এবং ভিন্ন ভিন্ন স্বর। কেননা সহোদর ভাইয়ের ভাষা এক হলেও তাদের স্বর ভিন্ন হয়ে থাকে—অথচ তাদের বাবা-মা এক। ভাষার এমন বৈচিত্র্যের স্রষ্টা স্বয়ং আল্লাহ।’ (যাদুল মাসির)
কথা বলার ক্ষমতা আল্লাহ প্রদত্ত নেয়ামত। যার বাক্শক্তি নেই, সে-ই তার কষ্ট অনুভব করতে পারে এবং কথার মাধ্যমে ভাব আদান-প্রদানের গুরুত্ব বুঝতে পারে। তাই আল্লাহ তাআলা মানবজাতিকে ভাষা শিক্ষা দিয়ে ধন্য করেছেন। আল্লাহ বলেন, ‘তিনি মানুষকে শিখিয়েছেন ভাষা।’ (সুরা রহমান: ৪)
সুদ্দি (রহ.) বলেন, ‘আল্লাহ প্রত্যেক জাতিগোষ্ঠীকে ভাষা দান করেছেন এবং রাসুলদের নিজ জাতির ভাষায় প্রেরণ করেছেন।’ আল্লাহ বলেন, ‘আর আমি প্রত্যেক রাসুলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে ব্যাখ্যা দেয়।’ (সুরা ইবরাহিম: ৪)
মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষার বিকল্প নেই। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে