ক্রীড়া ডেস্ক
অ্যাওয়ে গোলের হিসাব থাকলে প্রথম লেগ শেষেই হয়তো অনেকে লিভারপুলকে জয়ী ঘোষণা করে দিত। প্রতিপক্ষ ইন্টার মিলানের মাঠে ২-০ গোলে জয়। দুই অ্যাওয়ে গোলের পাহাড় টপকে পরের রাউন্ডে যেতে হলে অলৌকিক কিছুই করে দেখাতে হতো ইন্টারকে। তবে লিভারপুল সে সুবিধা না পেলেও ইন্টারের কাজটা এখনো পাহাড় টপকানোর মতোই। লড়াইয়ে টিকে থাকতে হলে অ্যানফিল্ডে কোনো গোল হজম না করে অন্তত ৩-০ গোলে জিততে হবে ইন্টারকে।
নির্ভার লিভারপুলের সামনে ইন্টার যখন কঠিন পরীক্ষা দিতে নামবে, তখন ভিন্ন এক চ্যালেঞ্জ জিততে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ এরিনায় বায়ার্ন আতিথ্য দেবে সালজবুর্গকে। অস্ট্রিয়ান ক্লাবটির মাঠে প্রথম লেগে ১-১ গোল ড্র করেছে বায়ার্ন। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে পা ফসকালেই অঘটনের শিকার হয়ে বিদায় নিতে হতে পারে ‘বাভারিয়ান জায়ান্ট’দের।
এর আগে সান সিরোতে ইন্টারকে তেমন কোনো সুযোগই দেয়নি লিভারপুল। লম্বা সময় ঠেকিয়ে রাখার পরও দুই তারকা ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে ‘অল রেড’রা। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। ফল পাওয়ার পাশাপাশি গেগেনপ্রেসিংয়ের চিরায়ত সৌন্দর্যে সুবাস ছড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের শক্তি বাড়িয়েছে লুইস দিয়াজের মতো নতুন রিক্রুটরাও। আক্রমণভাগে সালাহ, মানে, ফিরমিনো, জোতা সবাই আছেন নিজেদের সেরা ছন্দে। সে সঙ্গে লিভারপুলকে বাড়তি শক্তি জোগাবে অ্যানফিল্ডে সমর্থকদের গর্জন। এই লিভারপুলকে তাদের মাঠে বড় ব্যবধানে হারাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ইন্টারকে।
তবে এমন নয় যে ইন্টার ছন্দ হারিয়ে ফেলা দল। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ইন্টার। লিগে নিজেদের শেষ ম্যাচে সালেরনিতানার বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের বড় ব্যবধানে। লিভারপুলকে নিশ্চয়ই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে চাইবে না তারাও। আজ রাতে আপাত মীমাংসিত ম্যাচটিও রূপ বদলে যেকোনো মুহূর্তে হয়ে উঠতে পারে ধ্রুপদি।
অ্যাওয়ে গোলের হিসাব থাকলে প্রথম লেগ শেষেই হয়তো অনেকে লিভারপুলকে জয়ী ঘোষণা করে দিত। প্রতিপক্ষ ইন্টার মিলানের মাঠে ২-০ গোলে জয়। দুই অ্যাওয়ে গোলের পাহাড় টপকে পরের রাউন্ডে যেতে হলে অলৌকিক কিছুই করে দেখাতে হতো ইন্টারকে। তবে লিভারপুল সে সুবিধা না পেলেও ইন্টারের কাজটা এখনো পাহাড় টপকানোর মতোই। লড়াইয়ে টিকে থাকতে হলে অ্যানফিল্ডে কোনো গোল হজম না করে অন্তত ৩-০ গোলে জিততে হবে ইন্টারকে।
নির্ভার লিভারপুলের সামনে ইন্টার যখন কঠিন পরীক্ষা দিতে নামবে, তখন ভিন্ন এক চ্যালেঞ্জ জিততে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ এরিনায় বায়ার্ন আতিথ্য দেবে সালজবুর্গকে। অস্ট্রিয়ান ক্লাবটির মাঠে প্রথম লেগে ১-১ গোল ড্র করেছে বায়ার্ন। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে পা ফসকালেই অঘটনের শিকার হয়ে বিদায় নিতে হতে পারে ‘বাভারিয়ান জায়ান্ট’দের।
এর আগে সান সিরোতে ইন্টারকে তেমন কোনো সুযোগই দেয়নি লিভারপুল। লম্বা সময় ঠেকিয়ে রাখার পরও দুই তারকা ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে ‘অল রেড’রা। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। ফল পাওয়ার পাশাপাশি গেগেনপ্রেসিংয়ের চিরায়ত সৌন্দর্যে সুবাস ছড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের শক্তি বাড়িয়েছে লুইস দিয়াজের মতো নতুন রিক্রুটরাও। আক্রমণভাগে সালাহ, মানে, ফিরমিনো, জোতা সবাই আছেন নিজেদের সেরা ছন্দে। সে সঙ্গে লিভারপুলকে বাড়তি শক্তি জোগাবে অ্যানফিল্ডে সমর্থকদের গর্জন। এই লিভারপুলকে তাদের মাঠে বড় ব্যবধানে হারাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ইন্টারকে।
তবে এমন নয় যে ইন্টার ছন্দ হারিয়ে ফেলা দল। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ইন্টার। লিগে নিজেদের শেষ ম্যাচে সালেরনিতানার বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের বড় ব্যবধানে। লিভারপুলকে নিশ্চয়ই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে চাইবে না তারাও। আজ রাতে আপাত মীমাংসিত ম্যাচটিও রূপ বদলে যেকোনো মুহূর্তে হয়ে উঠতে পারে ধ্রুপদি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে