আজকের পত্রিকা ডেস্ক
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের ভরা ডুবি হয়েছে। অধিকাংশ ইউপিতেই স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ি ও নকলা উপজেলার ২১টি ইউপির মধ্যে আওয়ামী লীগ মনোনীত নয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলার ১৫টি ইউপিতে নৌকার ৯ প্রার্থী বিজীয় হয়েছেন। এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ২৫টি ইউনিয়নের মধ্যে মাত্র আটটিতে নৌকা মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। আর ১৭টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীরা। গত রোববার ইউপি নির্বাচনের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
নালিতাবাড়ী: উপজেলার ১২ ইউপিতে আওয়ামী লীগের (নৌকা প্রতীকের) প্রার্থীদের ভরাডুবি হয়েছে। পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, একটিতে বিদ্রোহী প্রার্থী এবং ছয়টি স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করেছে। এর মধ্যে দুটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী নির্বাচিত হন।
নকলা: উপজেলাতেও আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৯ ইউপির মধ্যে মাত্র চারটিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী। আর বাকি পাঁচটিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন তিনজন।
ইসলামপুর: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নিজ গ্রাম উপজেলার পলবান্ধা ইউপিতেও আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছেন। আনারস প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোস্তাফিজুর রহমান কমলের ভোটের ভারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদারের নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা পেয়েছে ২ হাজার ৮৫ ভোট এবং আনারস প্রতীক পেয়েছে ৫ হাজার ৮৪৭ ভোট।
এ ছাড়া ছয় ইউপির একটিতে ভোট স্থগিত হয়। দুইটিতে স্বতন্ত্র ও তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হন।
মেলান্দহ: উপজেলার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তিন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়।
দুর্গাপুর: উপজেলার সাত ইউপির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
পূর্বধলা: উপজেলার ১০ ইউপির মধ্যে আটটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ও দুইটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
কলমাকান্দা: উপজেলার আটটি ইউপির মধ্যে চারটিতে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনটিতে নৌকা আর একটি ইউপিতে হামলা ও বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউপিতে বর্তমান চেয়ারম্যানদের মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। যার মধ্যে ৪টিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। ভোটের ব্যবধানে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউপিতে নৌকার প্রার্থী তৃতীয় অবস্থানে, ৩ নম্বর রাজনগর ইউপিতে নৌকার প্রার্থী চতুর্থ অবস্থানে, মরিচপুরান ইউপিতে নৌকার প্রার্থী তৃতীয় অবস্থানে, কলসপাড় ইউপিতে নৌকার প্রার্থী চতুর্থ অবস্থানে রয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘ইউপি নির্বাচনে ভোটারেরা আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে ভোট দিয়ে থাকেন। এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে দল থেকে মনোনয়ন দেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।’
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের ভরা ডুবি হয়েছে। অধিকাংশ ইউপিতেই স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ি ও নকলা উপজেলার ২১টি ইউপির মধ্যে আওয়ামী লীগ মনোনীত নয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলার ১৫টি ইউপিতে নৌকার ৯ প্রার্থী বিজীয় হয়েছেন। এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ২৫টি ইউনিয়নের মধ্যে মাত্র আটটিতে নৌকা মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। আর ১৭টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীরা। গত রোববার ইউপি নির্বাচনের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
নালিতাবাড়ী: উপজেলার ১২ ইউপিতে আওয়ামী লীগের (নৌকা প্রতীকের) প্রার্থীদের ভরাডুবি হয়েছে। পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, একটিতে বিদ্রোহী প্রার্থী এবং ছয়টি স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করেছে। এর মধ্যে দুটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী নির্বাচিত হন।
নকলা: উপজেলাতেও আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৯ ইউপির মধ্যে মাত্র চারটিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী। আর বাকি পাঁচটিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন তিনজন।
ইসলামপুর: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নিজ গ্রাম উপজেলার পলবান্ধা ইউপিতেও আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছেন। আনারস প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোস্তাফিজুর রহমান কমলের ভোটের ভারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদারের নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা পেয়েছে ২ হাজার ৮৫ ভোট এবং আনারস প্রতীক পেয়েছে ৫ হাজার ৮৪৭ ভোট।
এ ছাড়া ছয় ইউপির একটিতে ভোট স্থগিত হয়। দুইটিতে স্বতন্ত্র ও তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হন।
মেলান্দহ: উপজেলার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তিন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়।
দুর্গাপুর: উপজেলার সাত ইউপির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
পূর্বধলা: উপজেলার ১০ ইউপির মধ্যে আটটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ও দুইটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
কলমাকান্দা: উপজেলার আটটি ইউপির মধ্যে চারটিতে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনটিতে নৌকা আর একটি ইউপিতে হামলা ও বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউপিতে বর্তমান চেয়ারম্যানদের মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। যার মধ্যে ৪টিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। ভোটের ব্যবধানে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউপিতে নৌকার প্রার্থী তৃতীয় অবস্থানে, ৩ নম্বর রাজনগর ইউপিতে নৌকার প্রার্থী চতুর্থ অবস্থানে, মরিচপুরান ইউপিতে নৌকার প্রার্থী তৃতীয় অবস্থানে, কলসপাড় ইউপিতে নৌকার প্রার্থী চতুর্থ অবস্থানে রয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘ইউপি নির্বাচনে ভোটারেরা আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে ভোট দিয়ে থাকেন। এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে দল থেকে মনোনয়ন দেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে