বিনোদন ডেস্ক
ওয়েব সিরিজ ‘আরিয়া’র মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন সুস্মিতা সেন। সেই সিরিজের দ্বিতীয় সিজন দিয়েই পর্দায় ফিরলেন তিনি। ১০ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পেল এই হিন্দি সিরিজ। দ্বিতীয় সিজনে আরও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ আরিয়া, অর্থাৎ সুস্মিতা সেন। প্রথম সিজনের মতো চমক, অপ্রত্যাশিত মৃত্যু, থ্রিলারের টান টান উত্তেজনা, কী হয়, কী হয় ভাব এই সিজনে নেই। এই সিজন বরং আরও অনেক পারিবারিক, সম্পর্কের টানাপোড়েন, মাতৃত্বের টান–সব মিলিয়ে আরও একটু ঘরোয়া।
সিরিজের শুরুতে নিজের পরিবারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে আসে আরিয়া এবং শেষ মুহূর্তে বেঁকে বসে। একদিকে আরিয়ার নিজের ভাই সংগ্রাম, অন্যদিকে শাখাওয়াতের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া আরিয়ার বাবা, আবার ৩০০ কোটি টাকা ফিরে পেতে তৎপর রাশিয়ার একটি মাফিয়া–এই তিন পক্ষের সঙ্গে আরিয়ার লড়াই। তবে এই সিজনের অনেকটা জুড়ে মা হিসেবেই দেখা যায় আরিয়াকে।
সিরিজের শেষ দৃশ্যে আরিয়া যুদ্ধংদেহী মূর্তি ধারণ করে। যে দৃশ্যে সুস্মিতাকে দারুণ মানিয়েছে। সিরিজটি মূলত একজন মায়ের জীবনযুদ্ধের লড়াই। যেখানে সেই মা তাঁর পরিবারকে রক্ষার জন্য সব করতে প্রস্তুত।
দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার আগে রিভিউ করেছেন সুস্মিতার দুই মেয়ে রেনে ও আলিশা। এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘সিজন টু নিয়ে ওরা বেশ উত্তেজিত। কারণ ওরা জানে কী আসছে। ওরা জানে মা নিজের মতো করে ফিরতে পেরে কতটা খুশি। ওরাই আমার ভালো কাজের শক্তি।’
সুস্মিতা আরও বলেন, ‘এই সিরিজে অভিনয় করতে গিয়ে শুধু পেশাদার জগতে নয়, ব্যক্তিজীবনেও আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এই সিরিজের জন্য আমি যতটা পরিশ্রম করেছি, পুরো ক্যারিয়ারে কোনো ছবির জন্যও এত পরিশ্রম করিনি। একটি ভালো গল্পের অপেক্ষায় আমি দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলাম। এ চরিত্রটিতে তাই সাধ্যের পুরোটা দিয়ে অভিনয় করেছি।’
সিরিজে আরও অভিনয় করেছেন কিরণ খেরের ছেলে সিকান্দার খের, বিকাশ কুমার, মায়ো সারাও, অঙ্কুর ভাটিয়া, আকাশ খুরানা, দিলনাজ ইরানি প্রমুখ।
ওয়েব সিরিজ ‘আরিয়া’র মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন সুস্মিতা সেন। সেই সিরিজের দ্বিতীয় সিজন দিয়েই পর্দায় ফিরলেন তিনি। ১০ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পেল এই হিন্দি সিরিজ। দ্বিতীয় সিজনে আরও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ আরিয়া, অর্থাৎ সুস্মিতা সেন। প্রথম সিজনের মতো চমক, অপ্রত্যাশিত মৃত্যু, থ্রিলারের টান টান উত্তেজনা, কী হয়, কী হয় ভাব এই সিজনে নেই। এই সিজন বরং আরও অনেক পারিবারিক, সম্পর্কের টানাপোড়েন, মাতৃত্বের টান–সব মিলিয়ে আরও একটু ঘরোয়া।
সিরিজের শুরুতে নিজের পরিবারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে আসে আরিয়া এবং শেষ মুহূর্তে বেঁকে বসে। একদিকে আরিয়ার নিজের ভাই সংগ্রাম, অন্যদিকে শাখাওয়াতের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া আরিয়ার বাবা, আবার ৩০০ কোটি টাকা ফিরে পেতে তৎপর রাশিয়ার একটি মাফিয়া–এই তিন পক্ষের সঙ্গে আরিয়ার লড়াই। তবে এই সিজনের অনেকটা জুড়ে মা হিসেবেই দেখা যায় আরিয়াকে।
সিরিজের শেষ দৃশ্যে আরিয়া যুদ্ধংদেহী মূর্তি ধারণ করে। যে দৃশ্যে সুস্মিতাকে দারুণ মানিয়েছে। সিরিজটি মূলত একজন মায়ের জীবনযুদ্ধের লড়াই। যেখানে সেই মা তাঁর পরিবারকে রক্ষার জন্য সব করতে প্রস্তুত।
দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার আগে রিভিউ করেছেন সুস্মিতার দুই মেয়ে রেনে ও আলিশা। এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘সিজন টু নিয়ে ওরা বেশ উত্তেজিত। কারণ ওরা জানে কী আসছে। ওরা জানে মা নিজের মতো করে ফিরতে পেরে কতটা খুশি। ওরাই আমার ভালো কাজের শক্তি।’
সুস্মিতা আরও বলেন, ‘এই সিরিজে অভিনয় করতে গিয়ে শুধু পেশাদার জগতে নয়, ব্যক্তিজীবনেও আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এই সিরিজের জন্য আমি যতটা পরিশ্রম করেছি, পুরো ক্যারিয়ারে কোনো ছবির জন্যও এত পরিশ্রম করিনি। একটি ভালো গল্পের অপেক্ষায় আমি দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলাম। এ চরিত্রটিতে তাই সাধ্যের পুরোটা দিয়ে অভিনয় করেছি।’
সিরিজে আরও অভিনয় করেছেন কিরণ খেরের ছেলে সিকান্দার খের, বিকাশ কুমার, মায়ো সারাও, অঙ্কুর ভাটিয়া, আকাশ খুরানা, দিলনাজ ইরানি প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে