আজকের পত্রিকাকে ডেস্ক
প্রতিদিনই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মাস্ক পরার পাশাপাশি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় সরকারের জারি করা ১১ দফা বিধি-নিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতাও রয়েছে। তবু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ হলেও সাধারণ মানুষদের মাঝে তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না।
জেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষই ইচ্ছা মতো চলাচল করছেন। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। অধিকাংশের মুখে নেই মাস্ক। হোটেল ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। বিশেষ করে উত্তরা ইপিজেডে প্রায় ৩৫ হাজার শ্রমিক গণপরিবহনে গাদাগাদি করে যাতায়াত করছেন। কোনো ক্ষেত্রেই নজরদারির বালাই নেই।
সিভিল সার্জন অফিস সূত্রমতে, জেলায় জনসংখ্যা প্রায় ২৩ লাখ। গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত করোনার টিকা প্রদান করা হয়েছে ২২ লাখ ২ হাজার ৮৫৯ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৪৫ জন। প্রথম ডোজ গ্রহীতার মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী রয়েছে। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৬২৪ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ৮ হাজার ১৯১ জন। অপরদিকে তৃতীয় বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৭৯০ জন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানান, সাধারণ মানুষেরা সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব না। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।’
গাইবান্ধা: গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম থেকে শহর এলাকায় প্রশাসনিকভাবে সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেও মাস্ক ব্যবহারে আগ্রহী করা যাচ্ছে না। পাড়া মহল্লা থেকে শুরু করে গণপরিবহনগুলোতে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার এখন নেই বললেই চলে।
গতকাল জেলা শহরের রাস্তা-ঘাট, হোটেল, মার্কেটে মানুষের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি। যাত্রী থেকে শুরু করে বাসচালক বা সহকারী, বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। যাঁদের কাছে ছিল, তারা সঠিকভাবে মাস্ক ব্যবহার না করে নাক-মুখ খোলা রেখেছেন।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বেশির ভাগ মানুষ সঠিকভাবে মাস্ক পরিধান করেননি। কেউ থুতনিতে মাস্ক পরেছেন, কেউ সাংবাদিক দেখে পকেট থেকে মাস্ক বের করেছেন। অনেকের কাছে মাস্কই ছিল না। কারও কারও মাস্ক ছিল পকেটে। মাস্ক না পরার জন্য নানা অজুহাত দেখিয়েছেন তাঁরা।
সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, গত ১৫ জানুয়ারি পর্যন্ত গাইবান্ধা জেলায় ১২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার জন স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। জেলার মোট ৪৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
প্রতিদিনই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মাস্ক পরার পাশাপাশি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় সরকারের জারি করা ১১ দফা বিধি-নিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতাও রয়েছে। তবু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ হলেও সাধারণ মানুষদের মাঝে তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না।
জেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষই ইচ্ছা মতো চলাচল করছেন। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। অধিকাংশের মুখে নেই মাস্ক। হোটেল ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। বিশেষ করে উত্তরা ইপিজেডে প্রায় ৩৫ হাজার শ্রমিক গণপরিবহনে গাদাগাদি করে যাতায়াত করছেন। কোনো ক্ষেত্রেই নজরদারির বালাই নেই।
সিভিল সার্জন অফিস সূত্রমতে, জেলায় জনসংখ্যা প্রায় ২৩ লাখ। গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত করোনার টিকা প্রদান করা হয়েছে ২২ লাখ ২ হাজার ৮৫৯ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৪৫ জন। প্রথম ডোজ গ্রহীতার মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী রয়েছে। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৬২৪ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ৮ হাজার ১৯১ জন। অপরদিকে তৃতীয় বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৭৯০ জন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানান, সাধারণ মানুষেরা সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব না। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।’
গাইবান্ধা: গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম থেকে শহর এলাকায় প্রশাসনিকভাবে সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেও মাস্ক ব্যবহারে আগ্রহী করা যাচ্ছে না। পাড়া মহল্লা থেকে শুরু করে গণপরিবহনগুলোতে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার এখন নেই বললেই চলে।
গতকাল জেলা শহরের রাস্তা-ঘাট, হোটেল, মার্কেটে মানুষের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি। যাত্রী থেকে শুরু করে বাসচালক বা সহকারী, বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। যাঁদের কাছে ছিল, তারা সঠিকভাবে মাস্ক ব্যবহার না করে নাক-মুখ খোলা রেখেছেন।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বেশির ভাগ মানুষ সঠিকভাবে মাস্ক পরিধান করেননি। কেউ থুতনিতে মাস্ক পরেছেন, কেউ সাংবাদিক দেখে পকেট থেকে মাস্ক বের করেছেন। অনেকের কাছে মাস্কই ছিল না। কারও কারও মাস্ক ছিল পকেটে। মাস্ক না পরার জন্য নানা অজুহাত দেখিয়েছেন তাঁরা।
সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, গত ১৫ জানুয়ারি পর্যন্ত গাইবান্ধা জেলায় ১২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার জন স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। জেলার মোট ৪৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে