বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু দুলকার সালমানের। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুলকার।
মালয়ালম ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে হাজির হয়েছেন তামিল, তেলুগু ও বলিউডে। তবে গত বছর থেকে হঠাৎ করেই কমতে থাকে তাঁর সিনেমা মুক্তির সংখ্যা।
২০২৩ সালে ‘কিং অব কথা’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় দুলকার সালমানের। বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। অথচ এর আগের বছরই তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি মিলিয়ে চারটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। সিনেমাগুলো আলোচিতও হয়েছিল।
গত বছরের মতো এ বছরও অনেকটা নিশ্চুপ তিনি। ‘কল্কি ২৮৯৮ এডি’তে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন। ৩১ অক্টোবর হলে আসবে চলতি বছর দুলকারের প্রথম সিনেমা ‘লাকি ভাস্কর’।অভিনয় থেকে দুলকারের হঠাৎ গুটিয়ে নেওয়াটা মানতে পারেনি ভক্তরা।
তাঁর বিরতি নিয়ে ভক্তদের মনে নানা সমীকরণ ছিল। নতুন সিনেমা মুক্তির আগে তাই বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই বিরতি নিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দুলকার সালমান বলেন, ‘বিরতির খুব দরকার ছিল।
আমার সর্বশেষ কয়েকটি সিনেমা ভালো করতে পারেনি। আমি শারীরিকভাবেও সুস্থ ছিলাম না। গত বছর মাত্র একটা সিনেমা করতে পেরেছি। এটা হয়তো আমারই দোষ যে, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারিনি।’
দুলকারের বাবা মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার মামুট্টি। নিজের ব্যর্থতার সময়ে বাবার কাছে অনেক বিষয়ে পরামর্শ নিয়েছেন দুলকার। এ বয়সেও মামুট্টি সমান আগ্রহ ও উদ্যম নিয়ে সিনেমা করে যাচ্ছেন, বিষয়টি অবাক করে দুলকারকেও। তিনি বলেন, ‘বাবা যখন বাসায় থাকেন তখনো সিনেমা নিয়ে ভাবেন। একদিন হঠাৎ ‘‘পেয়ে গেছি’’ বলে চিৎকার করে ওঠেন। জিজ্ঞাসা করতেই বললেন, ‘‘আমার চরিত্রটা পেয়ে গেছি’’। কয়েক দিন পরেই যে সিনেমার শুটিং শুরু হবে, সেটা নিয়েই ভাবছিলেন বাবা। এভাবেই তিনি সব সময় তাঁর কাজ নিয়ে ভাবেন।’
ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু দুলকার সালমানের। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুলকার।
মালয়ালম ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে হাজির হয়েছেন তামিল, তেলুগু ও বলিউডে। তবে গত বছর থেকে হঠাৎ করেই কমতে থাকে তাঁর সিনেমা মুক্তির সংখ্যা।
২০২৩ সালে ‘কিং অব কথা’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় দুলকার সালমানের। বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। অথচ এর আগের বছরই তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি মিলিয়ে চারটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। সিনেমাগুলো আলোচিতও হয়েছিল।
গত বছরের মতো এ বছরও অনেকটা নিশ্চুপ তিনি। ‘কল্কি ২৮৯৮ এডি’তে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন। ৩১ অক্টোবর হলে আসবে চলতি বছর দুলকারের প্রথম সিনেমা ‘লাকি ভাস্কর’।অভিনয় থেকে দুলকারের হঠাৎ গুটিয়ে নেওয়াটা মানতে পারেনি ভক্তরা।
তাঁর বিরতি নিয়ে ভক্তদের মনে নানা সমীকরণ ছিল। নতুন সিনেমা মুক্তির আগে তাই বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই বিরতি নিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দুলকার সালমান বলেন, ‘বিরতির খুব দরকার ছিল।
আমার সর্বশেষ কয়েকটি সিনেমা ভালো করতে পারেনি। আমি শারীরিকভাবেও সুস্থ ছিলাম না। গত বছর মাত্র একটা সিনেমা করতে পেরেছি। এটা হয়তো আমারই দোষ যে, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারিনি।’
দুলকারের বাবা মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার মামুট্টি। নিজের ব্যর্থতার সময়ে বাবার কাছে অনেক বিষয়ে পরামর্শ নিয়েছেন দুলকার। এ বয়সেও মামুট্টি সমান আগ্রহ ও উদ্যম নিয়ে সিনেমা করে যাচ্ছেন, বিষয়টি অবাক করে দুলকারকেও। তিনি বলেন, ‘বাবা যখন বাসায় থাকেন তখনো সিনেমা নিয়ে ভাবেন। একদিন হঠাৎ ‘‘পেয়ে গেছি’’ বলে চিৎকার করে ওঠেন। জিজ্ঞাসা করতেই বললেন, ‘‘আমার চরিত্রটা পেয়ে গেছি’’। কয়েক দিন পরেই যে সিনেমার শুটিং শুরু হবে, সেটা নিয়েই ভাবছিলেন বাবা। এভাবেই তিনি সব সময় তাঁর কাজ নিয়ে ভাবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে