রিক্তা রিচি, ঢাকা
টান টান উত্তেজনা নিয়ে ‘অ্যাসাসিনস ক্রিড’ খেলেছেন অনেকে। সিনেমাটিও দেখেছেন। একটু লক্ষ করে দেখুন, এই গেম বা ছবির মন্দ মানুষেরা হুডি ব্যবহার করছে। হলিউড মুভি ও বিদেশি সিরিয়ালেও মন্দ মানুষদের মধ্যে দেখা যায় হুডি পরার প্রচলন। শরীর, মাথা ও কান ঢেকে তারা কোনো এক ষড়যন্ত্র পাকাচ্ছে।
শীতপ্রধান দেশগুলোয় হুডি পরার প্রচলন বেশ পুরোনো। বিশেষ ধরনের হুডি তীব্র শীতের হাত থেকেও রক্ষা করে। আমাদের দেশে শীতের পোশাক হিসেবে শাল, হাতে বানানো সোয়েটার কিংবা জ্যাকেটের প্রচলন বেশি দেখা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে শীত ফ্যাশনে হুডির প্রাধান্যও লক্ষ করা যাচ্ছে; বিশেষ করে কয়েক বছর থেকে তরুণদের কাছে হুডি উল্লেখযোগ্য শীত-পোশাক হিসেবে স্থান করে নিয়েছে।
আগে হুডিকে কেবল পুরুষের পোশাক হিসেবে বিবেচনা করা হতো। এখন পোশাকটি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই। একে সাদরে গ্রহণ করছেন নারীরাও। জিনস ও টপসের ওপর হুডি জ্যাকেট বা সোয়েটার পরার চল এখন কয়েক বছরের পুরোনো হয়ে গেছে।
কনকনে ঠান্ডায় গলা ও কান ঢাকার জন্য অনেকে মাফলার ব্যবহার করেন। হুডি ব্যবহার করলে একসঙ্গে জ্যাকেট ও মাফলারের কাজ হয়। এক পোশাকে দুই কাজ, অর্থাৎ প্রথমত ঠান্ডার হাত থেকে মুক্তি মেলে, দ্বিতীয়ত ফ্যাশনে যোগ হয় নতুনত্ব। এ জন্য প্রায় প্রতিটি ফ্যাশন ব্র্যান্ড শীতের জন্য নতুন নতুন ডিজাইনের হুডি আনে বাজারে।
পোশাক ব্র্যান্ড সারা পুরুষ, নারী ও ছোটদের জন্য এনেছে হুডি জ্যাকেট। লাল, কালো, নেভি ব্লু, সাদা, ধূসর ইত্যাদি রঙের হুডি এসেছে সারায়। পাওয়া যাচ্ছে কনট্রাস্টের হুডি জ্যাকেটও।
সারার প্রধান ডিজাইনার শামীম রহমান বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের হুডি তৈরি করছি। যেমন হুডি জ্যাকেট, হুডি ডেনিম শার্ট, হুডি লং স্লিভ টি-শার্ট, হুডি ফ্ল্যানেল ক্যাজুয়াল শার্ট। এই পোশাক শীতকালে বেশ চলে।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে আমরা পোশাকের সঙ্গে সংযুক্ত হুডি ডিজাইন করি। আবার কখনো কখনো পোশাকের সঙ্গে হুডি এমনভাবে সংযুক্ত করা হয়, যেগুলো খুলে ফেলা যায়। প্রয়োজনে হুডি ব্যবহার করা যায়, আবার ইচ্ছে হলে খুলেও ফেলা যায়।’
হুডি ও জ্যাকেট তৈরিতে পলিয়েস্টার, ফ্ল্যানেল, সুতি, ডেনিম কাপড় ব্যবহার করা হয় বলেও জানান শামীম।
তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়ে অন্যান্য ফ্যাশন ব্র্যান্ড, যেমন এক্সটেসি, রিচম্যান, গ্রামীণ ইউনিক্লো, ডিওর, জেন্টল পার্ক, আর্ট, প্লাস পয়েন্ট, ইয়েলো, রাইজ, ইজি, র ন্যাশন, এম ব্রেলা, স্মার্টেক্স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের হুডি।
ফুল স্লিভ হুডি, ফুল স্লিভ স্পোর্টস হুডি, ফুল স্লিভ লুজ ফিটিং হুডি ইত্যাদি ধরনের হুডি নিয়ে এসেছে পোশাক ব্র্যান্ড ক্যাটস আই। ব্র্যান্ডটিতে রয়েছে এক রঙের হুডি, কনট্রাস্ট হুডি ইত্যাদি। পলিয়েস্টার, ডেনিম, কটন, স্প্যানডেক্স ইত্যাদি তন্তুর সংমিশ্রণে এসব হুডি তৈরি করা হয়েছে।
গ্রামীণ ইউনিক্লো, ইজি, স্পার্টেক্স, র ন্যাশনে লাল, গোলাপি, খয়েরি, ধূসর, জলপাই, পেস্ট, ছাই রঙের হুডি পাওয়া যাচ্ছে। এক রঙের হুডির পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে প্রিন্টের হুডি। ফুল হাতা হুডির পাশাপাশি হাফ হাতা হুডিও পাওয়া যাচ্ছে এক্সটেসিতে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে হুডির ডিজাইনে এসেছে নতুনত্ব। জ্যাকেট হুডির সঙ্গে মাস্কও যুক্ত করে দিয়েছে ব্র্যান্ডটি। নারীদের জন্যও বেশ কিছু হুডি ডিজাইন করেছে তারা। তরুণীদের চাহিদার কথা চিন্তা করে হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারি কাজ ফুটিয়ে তোলা হয়েছে।
সাধারণত হুডির পকেট থাকে নিচের দিকে দুই পাশে। আবার কিছু হুডিতে রয়েছে স্টাইলিশ পকেট। বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে, কিছু কিছু হুডির সামনের দিকে রয়েছে চেইন ও জিপার পকেট। কিছু কিছু হুডির হাতার উপরিভাগে রয়েছে জিপার ডিজাইন। গলার সামনের দিকে বাঁকা জিপারের ডিজাইনও রয়েছে।
হুডি সোয়েটার ও হুডি জ্যাকেটের নকশায় বিভিন্ন ধরনের মোটিফ দেখা যাচ্ছে এবার। সেগুলোর মধ্যে কেমো প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, অ্যানিমেল প্রিন্ট, হ্যান্ডপেইন্টের কাজ, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।
কিছু কিছু ফ্যাশন হাউসে হুডি জ্যাকেটের সঙ্গে পাওয়া যাচ্ছে একই কাপড়ের পায়জামা ও প্যান্ট। সে ক্ষেত্রে হুডি ও প্যান্টের মূল্য ভিন্ন। চাইলে দুটো একসঙ্গে কেনা যাবে আবার আলাদাও কেনা যাবে।
টান টান উত্তেজনা নিয়ে ‘অ্যাসাসিনস ক্রিড’ খেলেছেন অনেকে। সিনেমাটিও দেখেছেন। একটু লক্ষ করে দেখুন, এই গেম বা ছবির মন্দ মানুষেরা হুডি ব্যবহার করছে। হলিউড মুভি ও বিদেশি সিরিয়ালেও মন্দ মানুষদের মধ্যে দেখা যায় হুডি পরার প্রচলন। শরীর, মাথা ও কান ঢেকে তারা কোনো এক ষড়যন্ত্র পাকাচ্ছে।
শীতপ্রধান দেশগুলোয় হুডি পরার প্রচলন বেশ পুরোনো। বিশেষ ধরনের হুডি তীব্র শীতের হাত থেকেও রক্ষা করে। আমাদের দেশে শীতের পোশাক হিসেবে শাল, হাতে বানানো সোয়েটার কিংবা জ্যাকেটের প্রচলন বেশি দেখা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে শীত ফ্যাশনে হুডির প্রাধান্যও লক্ষ করা যাচ্ছে; বিশেষ করে কয়েক বছর থেকে তরুণদের কাছে হুডি উল্লেখযোগ্য শীত-পোশাক হিসেবে স্থান করে নিয়েছে।
আগে হুডিকে কেবল পুরুষের পোশাক হিসেবে বিবেচনা করা হতো। এখন পোশাকটি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই। একে সাদরে গ্রহণ করছেন নারীরাও। জিনস ও টপসের ওপর হুডি জ্যাকেট বা সোয়েটার পরার চল এখন কয়েক বছরের পুরোনো হয়ে গেছে।
কনকনে ঠান্ডায় গলা ও কান ঢাকার জন্য অনেকে মাফলার ব্যবহার করেন। হুডি ব্যবহার করলে একসঙ্গে জ্যাকেট ও মাফলারের কাজ হয়। এক পোশাকে দুই কাজ, অর্থাৎ প্রথমত ঠান্ডার হাত থেকে মুক্তি মেলে, দ্বিতীয়ত ফ্যাশনে যোগ হয় নতুনত্ব। এ জন্য প্রায় প্রতিটি ফ্যাশন ব্র্যান্ড শীতের জন্য নতুন নতুন ডিজাইনের হুডি আনে বাজারে।
পোশাক ব্র্যান্ড সারা পুরুষ, নারী ও ছোটদের জন্য এনেছে হুডি জ্যাকেট। লাল, কালো, নেভি ব্লু, সাদা, ধূসর ইত্যাদি রঙের হুডি এসেছে সারায়। পাওয়া যাচ্ছে কনট্রাস্টের হুডি জ্যাকেটও।
সারার প্রধান ডিজাইনার শামীম রহমান বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের হুডি তৈরি করছি। যেমন হুডি জ্যাকেট, হুডি ডেনিম শার্ট, হুডি লং স্লিভ টি-শার্ট, হুডি ফ্ল্যানেল ক্যাজুয়াল শার্ট। এই পোশাক শীতকালে বেশ চলে।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে আমরা পোশাকের সঙ্গে সংযুক্ত হুডি ডিজাইন করি। আবার কখনো কখনো পোশাকের সঙ্গে হুডি এমনভাবে সংযুক্ত করা হয়, যেগুলো খুলে ফেলা যায়। প্রয়োজনে হুডি ব্যবহার করা যায়, আবার ইচ্ছে হলে খুলেও ফেলা যায়।’
হুডি ও জ্যাকেট তৈরিতে পলিয়েস্টার, ফ্ল্যানেল, সুতি, ডেনিম কাপড় ব্যবহার করা হয় বলেও জানান শামীম।
তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়ে অন্যান্য ফ্যাশন ব্র্যান্ড, যেমন এক্সটেসি, রিচম্যান, গ্রামীণ ইউনিক্লো, ডিওর, জেন্টল পার্ক, আর্ট, প্লাস পয়েন্ট, ইয়েলো, রাইজ, ইজি, র ন্যাশন, এম ব্রেলা, স্মার্টেক্স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের হুডি।
ফুল স্লিভ হুডি, ফুল স্লিভ স্পোর্টস হুডি, ফুল স্লিভ লুজ ফিটিং হুডি ইত্যাদি ধরনের হুডি নিয়ে এসেছে পোশাক ব্র্যান্ড ক্যাটস আই। ব্র্যান্ডটিতে রয়েছে এক রঙের হুডি, কনট্রাস্ট হুডি ইত্যাদি। পলিয়েস্টার, ডেনিম, কটন, স্প্যানডেক্স ইত্যাদি তন্তুর সংমিশ্রণে এসব হুডি তৈরি করা হয়েছে।
গ্রামীণ ইউনিক্লো, ইজি, স্পার্টেক্স, র ন্যাশনে লাল, গোলাপি, খয়েরি, ধূসর, জলপাই, পেস্ট, ছাই রঙের হুডি পাওয়া যাচ্ছে। এক রঙের হুডির পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে প্রিন্টের হুডি। ফুল হাতা হুডির পাশাপাশি হাফ হাতা হুডিও পাওয়া যাচ্ছে এক্সটেসিতে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে হুডির ডিজাইনে এসেছে নতুনত্ব। জ্যাকেট হুডির সঙ্গে মাস্কও যুক্ত করে দিয়েছে ব্র্যান্ডটি। নারীদের জন্যও বেশ কিছু হুডি ডিজাইন করেছে তারা। তরুণীদের চাহিদার কথা চিন্তা করে হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারি কাজ ফুটিয়ে তোলা হয়েছে।
সাধারণত হুডির পকেট থাকে নিচের দিকে দুই পাশে। আবার কিছু হুডিতে রয়েছে স্টাইলিশ পকেট। বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে, কিছু কিছু হুডির সামনের দিকে রয়েছে চেইন ও জিপার পকেট। কিছু কিছু হুডির হাতার উপরিভাগে রয়েছে জিপার ডিজাইন। গলার সামনের দিকে বাঁকা জিপারের ডিজাইনও রয়েছে।
হুডি সোয়েটার ও হুডি জ্যাকেটের নকশায় বিভিন্ন ধরনের মোটিফ দেখা যাচ্ছে এবার। সেগুলোর মধ্যে কেমো প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, অ্যানিমেল প্রিন্ট, হ্যান্ডপেইন্টের কাজ, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।
কিছু কিছু ফ্যাশন হাউসে হুডি জ্যাকেটের সঙ্গে পাওয়া যাচ্ছে একই কাপড়ের পায়জামা ও প্যান্ট। সে ক্ষেত্রে হুডি ও প্যান্টের মূল্য ভিন্ন। চাইলে দুটো একসঙ্গে কেনা যাবে আবার আলাদাও কেনা যাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে