বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে গত মঙ্গলবার রাতে ঘোষণা হলো ৯৫তম অস্কারের মনোনয়ন তালিকা। অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ মোট ২৩টি বিভাগের তালিকা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
এবার ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’ সিনেমাটি সবচেয়ে বেশি ১১ বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটি যৌথভাবে বানিয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত জার্মান ভাষার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। গোল্ডেন গ্লোবে সেরা গানের পুরস্কার জেতার পর ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি অস্কারেও সেরা মৌলিক গানের বিভাগে স্থান পেয়েছে।
সেরা সিনেমা ক্যাটাগরিতে লড়বে ১০টি সিনেমা। এই তালিকায় জায়গা করে নিয়েছে সদ্য ২ বিলিয়ন ডলার আয় করা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। অনেকের মতে, অস্কার দৌড়ে এগিয়ে থাকবে জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি। সর্বশেষ কান উৎসবে স্বর্ণপাম জেতা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ও রয়েছে এই তালিকায়।
সেরা অভিনেতা হওয়ার দৌড়ে রয়েছেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, ব্রেন্ডন ফ্রেজার, পল মেসকাল ও বিল নাই।
সেরা অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন কেট ব্ল্যানচেট, আনা দে আরমাস, আন্ড্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস ও মিশেল ইও।
সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন মার্টিন ম্যাকডোনা, ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট, স্টিভেন স্পিলবার্গ, টড ফিল্ড ও রুবেন অস্টলান্ড।
এ ছাড়া সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, অ্যানিমেটেড সিনেমা, চিত্রগ্রহণ, পোশাক পরিকল্পনা, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য, সম্পাদনা, আন্তর্জাতিক চলচ্চিত্র, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর, মৌলিক গান, শিল্প নির্দেশনাসহ মোট ২৩টি বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মার্কিন তারকা জিমি কিমেল।
সেরা সিনেমা
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, ‘এলভিস’, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’, ‘দ্য ফেবলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘উইমেন টকিং’।
সেরা অভিনেতা
অস্টিন বাটলার (এলভিস), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), পল মেসকাল (আফটারসান) ও বিল নাই (লিভিং)।
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার), আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।
সেরা পরিচালক
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে গত মঙ্গলবার রাতে ঘোষণা হলো ৯৫তম অস্কারের মনোনয়ন তালিকা। অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ মোট ২৩টি বিভাগের তালিকা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
এবার ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’ সিনেমাটি সবচেয়ে বেশি ১১ বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটি যৌথভাবে বানিয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত জার্মান ভাষার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। গোল্ডেন গ্লোবে সেরা গানের পুরস্কার জেতার পর ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি অস্কারেও সেরা মৌলিক গানের বিভাগে স্থান পেয়েছে।
সেরা সিনেমা ক্যাটাগরিতে লড়বে ১০টি সিনেমা। এই তালিকায় জায়গা করে নিয়েছে সদ্য ২ বিলিয়ন ডলার আয় করা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। অনেকের মতে, অস্কার দৌড়ে এগিয়ে থাকবে জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি। সর্বশেষ কান উৎসবে স্বর্ণপাম জেতা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ও রয়েছে এই তালিকায়।
সেরা অভিনেতা হওয়ার দৌড়ে রয়েছেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, ব্রেন্ডন ফ্রেজার, পল মেসকাল ও বিল নাই।
সেরা অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন কেট ব্ল্যানচেট, আনা দে আরমাস, আন্ড্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস ও মিশেল ইও।
সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন মার্টিন ম্যাকডোনা, ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট, স্টিভেন স্পিলবার্গ, টড ফিল্ড ও রুবেন অস্টলান্ড।
এ ছাড়া সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, অ্যানিমেটেড সিনেমা, চিত্রগ্রহণ, পোশাক পরিকল্পনা, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য, সম্পাদনা, আন্তর্জাতিক চলচ্চিত্র, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর, মৌলিক গান, শিল্প নির্দেশনাসহ মোট ২৩টি বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মার্কিন তারকা জিমি কিমেল।
সেরা সিনেমা
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, ‘এলভিস’, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’, ‘দ্য ফেবলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘উইমেন টকিং’।
সেরা অভিনেতা
অস্টিন বাটলার (এলভিস), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), পল মেসকাল (আফটারসান) ও বিল নাই (লিভিং)।
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার), আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।
সেরা পরিচালক
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে