ওমর ফারুক মুছা, লংগদু (রাঙামাটি)
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদ অধ্যুষিত কাট্টলী বিলে মাছের অভাবে কমে যাচ্ছে শুঁটকি উৎপাদন। এর সঙ্গে যোগ হয়েছে ব্যবসায়ীদের দাদনপ্রথা। এতে পেশা নিয়ে হুমকিতে পড়েছেন শুঁটকি উৎপাদনেরসঙ্গে জড়িতরা।
শুঁটকি উৎপাদনকারীরা বলছেন, হ্রদে শুঁটকি তৈরির মাছের স্বল্পতা, ব্যবসায়ীদের দাদন প্রথা ও মাছের দাম বৃদ্ধির কারণে শুঁটকি উৎপাদন কমে গেছে।
রাঙামাটির ব্যাপক এলাকাজুড়ে কাপ্তাই হ্রদবেষ্টিত হলেও বেশি শুঁটকি উৎপাদন হয়ে থাকে জেলার লংগদু উপজেলার কাট্টলীবিল, ঝরনাটিলা ও গাঁথাছড়া এলাকায়। কাট্টলী বিলের মাছ ও শুঁটকি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যায়। মাছ আহরণ ছাড়াও শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন এখানকার জেলে ব্যবসায়ীসহ শুঁটকি শ্রমিকেরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল ও লংগদু উপজেলায় শুঁটকি উৎপাদন হয়। এর বেশির ভাগই হয় কাট্টলীবিলের মাছ থেকে। কাপ্তাই হ্রদে কমবেশি বিভিন্ন প্রজাতির মাছ থাকলেও শুঁটকি উৎপাদন হয় প্রায় ১০-১২ প্রজাতির মাছের। স্থানীয় চাহিদা কম থাকায় বেশির ভাগ বাজারজাতকরণ করা হয় দেশের উত্তরাঞ্চলে।
বিএফডিসির তথ্য মতে, ২০১২-১৩ অর্থবছরে বিএফডিসি রাঙামাটি অবতরণ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির মাছের ৭৮৩ টন শুঁটকি অবতরণ করা হয়। কিন্তু ২০২০-২১ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৯ টনে। এ অনুযায়ী উৎপাদন কমেছে অর্ধেকের চেয়েও বেশি।
শুঁটকির বার্ষিক উৎপাদনের তথ্যে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৭২০ টন, ২০১৪-১৫ অর্থবছরে ৬৩৯ টন, ২০১৫-১৬ অর্থবছরে ৫৩৩ টন, ২০১৬-১৭ অর্থবছরে ৬৩৬ টন, ২০১৭-১৮ অর্থবছরে ৪৯৭ টন, ২০১৮-১৯ অর্থবছরে ৪০৯ টন, ২০১৯-২০ অর্থবছরে ৪৫৮ টন শুঁটকি উৎপাদিত হয়েছে।
স্থানীয় শুঁটকি উৎপাদনকারীরা মূলত কাট্টলী বিল থেকে আহরিত ১০-১২ প্রজাতির মাছের শুঁটকি করে থাকেন। এর মধ্যে কাঁচকি, চাপিলা, মলা, ছোট চিংড়ি, বড় চিংড়ি, বাইন, শোল, টাকি, টুইটটা, আইর, গজার, পাঁচমিশালি মাছ অন্যতম। তবে কাঁচকি, চাপিলা ও পাঁচমিশালি মাছ থেকে বেশি শুঁটকি হয়ে থাকে।
লংগদুতে কাট্টলী বিলের মধ্যখানে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ কাট্টলী বাজার। এখানে এক যুগেরও বেশি সময় ধরে পেশাদার শুঁটকি উৎপাদন করছেন স্থানীয় ১২-১৫ জন। তাঁদের একজন মো. শাহ আলম বলেন, ‘আমরা এখানে কাঁচা মাছ কিনে শুঁটকি উৎপাদন করে থাকি। মূলত ৪ কেজি কাঁচামাছ থেকে এক কেজি শুঁটকি করা হয়। যে কারণে মাছের চেয়ে শুঁটকির দাম অনেক বেশি।’
এক দশক ধরে শুঁটকি উৎপাদনকারী মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমার মতো আরও অনেকেই শুঁটকি উৎপাদন করছেন। তবে দিন দিন মাছের দর বৃদ্ধি ও বাজার দর গরমিল, জেলেদের দাদন প্রথার প্রভাবে অনেকেই শুঁটকি উৎপাদন কমিয়ে দিয়েছেন।’
শুঁটকি উৎপাদনকারী লালু সরকার জানান, ‘শুঁটকি থেকে সরকারকে প্রতি কেজি ৫৫ টাকা রাজস্ব, কোনো মাছে তারও অধিক রাজস্ব দিয়ে চট্টগ্রামে বিক্রয় করে থাকি। সেখান থেকে পাইকার ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুঁটকি বাজারজাত করে থাকেন। এখন আগের মতো শুঁটকি উৎপাদিত হচ্ছে না; এর অন্যতম কারণ মাছের সংকট ও দাম বৃদ্ধি।’
বিএফডিসি রাঙামাটি বিপণনকেন্দ্রের সহকারী মার্কেটিং কর্মকর্তা মো. শোয়েব সালেহীন জানান, কাপ্তাই হ্রদ সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। মাছের পাশাপাশি বিএফডিসি এখানে শুঁটকি থেকে রাজস্ব আহরণ করে থাকে। তবে উৎপাদিত শুঁটকির বেশির ভাগই কাঁচকি, চাপিলা ও মিশালি মাছ। হ্রদকেন্দ্রিক মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে লক্ষাধিক মানুষ। এশিয়ার বৃহত্তম এ কৃত্রিম হ্রদ থেকে সরকার প্রতি বছরই মৎস্য সম্পদ হতে রাজস্ব আয় করছে।’
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদ অধ্যুষিত কাট্টলী বিলে মাছের অভাবে কমে যাচ্ছে শুঁটকি উৎপাদন। এর সঙ্গে যোগ হয়েছে ব্যবসায়ীদের দাদনপ্রথা। এতে পেশা নিয়ে হুমকিতে পড়েছেন শুঁটকি উৎপাদনেরসঙ্গে জড়িতরা।
শুঁটকি উৎপাদনকারীরা বলছেন, হ্রদে শুঁটকি তৈরির মাছের স্বল্পতা, ব্যবসায়ীদের দাদন প্রথা ও মাছের দাম বৃদ্ধির কারণে শুঁটকি উৎপাদন কমে গেছে।
রাঙামাটির ব্যাপক এলাকাজুড়ে কাপ্তাই হ্রদবেষ্টিত হলেও বেশি শুঁটকি উৎপাদন হয়ে থাকে জেলার লংগদু উপজেলার কাট্টলীবিল, ঝরনাটিলা ও গাঁথাছড়া এলাকায়। কাট্টলী বিলের মাছ ও শুঁটকি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যায়। মাছ আহরণ ছাড়াও শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন এখানকার জেলে ব্যবসায়ীসহ শুঁটকি শ্রমিকেরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল ও লংগদু উপজেলায় শুঁটকি উৎপাদন হয়। এর বেশির ভাগই হয় কাট্টলীবিলের মাছ থেকে। কাপ্তাই হ্রদে কমবেশি বিভিন্ন প্রজাতির মাছ থাকলেও শুঁটকি উৎপাদন হয় প্রায় ১০-১২ প্রজাতির মাছের। স্থানীয় চাহিদা কম থাকায় বেশির ভাগ বাজারজাতকরণ করা হয় দেশের উত্তরাঞ্চলে।
বিএফডিসির তথ্য মতে, ২০১২-১৩ অর্থবছরে বিএফডিসি রাঙামাটি অবতরণ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির মাছের ৭৮৩ টন শুঁটকি অবতরণ করা হয়। কিন্তু ২০২০-২১ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৯ টনে। এ অনুযায়ী উৎপাদন কমেছে অর্ধেকের চেয়েও বেশি।
শুঁটকির বার্ষিক উৎপাদনের তথ্যে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৭২০ টন, ২০১৪-১৫ অর্থবছরে ৬৩৯ টন, ২০১৫-১৬ অর্থবছরে ৫৩৩ টন, ২০১৬-১৭ অর্থবছরে ৬৩৬ টন, ২০১৭-১৮ অর্থবছরে ৪৯৭ টন, ২০১৮-১৯ অর্থবছরে ৪০৯ টন, ২০১৯-২০ অর্থবছরে ৪৫৮ টন শুঁটকি উৎপাদিত হয়েছে।
স্থানীয় শুঁটকি উৎপাদনকারীরা মূলত কাট্টলী বিল থেকে আহরিত ১০-১২ প্রজাতির মাছের শুঁটকি করে থাকেন। এর মধ্যে কাঁচকি, চাপিলা, মলা, ছোট চিংড়ি, বড় চিংড়ি, বাইন, শোল, টাকি, টুইটটা, আইর, গজার, পাঁচমিশালি মাছ অন্যতম। তবে কাঁচকি, চাপিলা ও পাঁচমিশালি মাছ থেকে বেশি শুঁটকি হয়ে থাকে।
লংগদুতে কাট্টলী বিলের মধ্যখানে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ কাট্টলী বাজার। এখানে এক যুগেরও বেশি সময় ধরে পেশাদার শুঁটকি উৎপাদন করছেন স্থানীয় ১২-১৫ জন। তাঁদের একজন মো. শাহ আলম বলেন, ‘আমরা এখানে কাঁচা মাছ কিনে শুঁটকি উৎপাদন করে থাকি। মূলত ৪ কেজি কাঁচামাছ থেকে এক কেজি শুঁটকি করা হয়। যে কারণে মাছের চেয়ে শুঁটকির দাম অনেক বেশি।’
এক দশক ধরে শুঁটকি উৎপাদনকারী মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমার মতো আরও অনেকেই শুঁটকি উৎপাদন করছেন। তবে দিন দিন মাছের দর বৃদ্ধি ও বাজার দর গরমিল, জেলেদের দাদন প্রথার প্রভাবে অনেকেই শুঁটকি উৎপাদন কমিয়ে দিয়েছেন।’
শুঁটকি উৎপাদনকারী লালু সরকার জানান, ‘শুঁটকি থেকে সরকারকে প্রতি কেজি ৫৫ টাকা রাজস্ব, কোনো মাছে তারও অধিক রাজস্ব দিয়ে চট্টগ্রামে বিক্রয় করে থাকি। সেখান থেকে পাইকার ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুঁটকি বাজারজাত করে থাকেন। এখন আগের মতো শুঁটকি উৎপাদিত হচ্ছে না; এর অন্যতম কারণ মাছের সংকট ও দাম বৃদ্ধি।’
বিএফডিসি রাঙামাটি বিপণনকেন্দ্রের সহকারী মার্কেটিং কর্মকর্তা মো. শোয়েব সালেহীন জানান, কাপ্তাই হ্রদ সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। মাছের পাশাপাশি বিএফডিসি এখানে শুঁটকি থেকে রাজস্ব আহরণ করে থাকে। তবে উৎপাদিত শুঁটকির বেশির ভাগই কাঁচকি, চাপিলা ও মিশালি মাছ। হ্রদকেন্দ্রিক মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে লক্ষাধিক মানুষ। এশিয়ার বৃহত্তম এ কৃত্রিম হ্রদ থেকে সরকার প্রতি বছরই মৎস্য সম্পদ হতে রাজস্ব আয় করছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে