দ্বিতীয় ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০৬: ৫৪

১১ মার্চ সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। ২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, আবহাওয়া, কৃষিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ২১ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এবার আজীবন সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাঁর পক্ষে পদক গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুরিবোর্ডের রায়ে নির্বাচিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রমুখ।

এ বছর সেরা নির্বাচিত হয়েছেন ওয়েব ফিল্মে সেরা অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক মিজানুর রহমান আরিয়ান, ওয়েব ফিল্ম খাঁচার ভিতর অচিন পাখি।

নাটকে সেরা অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহ্জাবীন, পরিচালক ভিকি জাহেদ, নাট্যকার মারুফ হোসেন সজীব।

ওয়েব সিরিজে সেরা অভিনেতা ইন্তেখাব দিনার, অভিনেত্রী তাসনিয়া ফারিন, পরিচালক আশফাক নিপুণ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত