বিশেষ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র এবং অর্থনীতি একে অপরের সম্পূরক ও পরিপূরক উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেছেন, রাষ্ট্রের কয়েকটি প্রাতিষ্ঠানিক জায়গায় সংস্কার শেষে ভোটের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এক ব্যবসায়ী সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।
‘দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই ব্যবসায়ী সম্মেলনে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। সম্মেলনের আহ্বায়ক ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ। এতে দেশের সব খাত ও চেম্বার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বিজিএমইএ নেতারা।
পাশে থাকার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের
সম্মেলনে ব্যবসায়ী নেতারা ব্যাংক খাতে লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। তাঁরা ব্যবসায়ীদের অভীষ্ট লক্ষ্য অর্জনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তাঁরা সব রকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসা উচিত বলেও মনে করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আইসিবি সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
সম্মেলনের শুরুতেই ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তাঁদের রক্তের বিনিময়েই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। এই বিজয় যেন নস্যাৎ না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই। ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা এই সরকারের পাশে আছে এবং থাকবে। দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বিদেশি ক্রেতারা চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। আইনশৃঙ্খলা এখনো স্বাভাবিক হয়নি। অনেকের কারখানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত করণীয় নির্ধারণের পরামর্শ দেন তিনি।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই রিফর্ম হওয়া প্রয়োজন। সংগঠনটির সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের সমস্যা বাড়ছে। এগুলো আগে সমাধান করা প্রয়োজন। শুধু ইসলামী ব্যাংকেরই ৫০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে উল্লেখ করে এফবিসিসিআইয়ের উপদেষ্টা আব্দুল হক প্রশ্ন করেন, তাহলে অন্যান্য ব্যাংকের অবস্থা কী? বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, সাবেক পরিচালক আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট আশরাফ খান এবং সাবেক প্রেসিডেন্ট সবুর খান প্রমুখ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর জন্য বিজিএমইএ নেতাদের পরামর্শ দিয়েছেন। সংগঠনটি মনে করছে, আগামী তিন বছরের মধ্যে তৈরি পোশাক খাত ১০০ বিলিয়নের শিল্পে পরিণত হবে।
গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন কে এম রফিকুল ইসলাম।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বিদেশি ক্রেতাদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তিনি বলেন, ‘উনি নিজেই একটা ব্র্যান্ড নেম। উনি আসাতে ক্রেতাদের মধ্যে চরম আস্থা ফিরে এসেছে। সেই আস্থা কাজে লাগিয়ে আমরা আমাদের রপ্তানি আদেশ বাড়াতে চাই। উনি কথা দিয়েছেন, এ ব্যাপারে কিছু টুইট করে আমাদের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকবেন।’
শোভন ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের পরিস্থিতি দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের গার্মেন্টস সেক্টর একটা চালিকা শক্তি। এই শক্তি যেন সচল থাকে। আমাদের প্রতি ওনার আস্থা আছে। আমরা যেন সম্পূর্ণভাবে চেষ্টা করি। রপ্তানি বাড়াতে ওনার যে ব্র্যান্ড ইমেজ, সেটাকে কাজে লাগাই। আমরাও একই কথা বলেছি।’
নিজেদের তেমন দাবিদাওয়া ছিল না জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘তাঁর ওপর আমরা আস্থা জ্ঞাপন করার জন্য এখানে এসেছিলাম। আমাদের সেক্টরটি বহুদিন পর সচল হয়েছে। এত দিন আমরা লসের সম্মুখীন হয়েছিলাম। সেক্টরটি যে সচল হলো, সেটিই তাঁকে জানাতে এসেছিলাম।’
গণতন্ত্র এবং অর্থনীতি একে অপরের সম্পূরক ও পরিপূরক উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেছেন, রাষ্ট্রের কয়েকটি প্রাতিষ্ঠানিক জায়গায় সংস্কার শেষে ভোটের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এক ব্যবসায়ী সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।
‘দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই ব্যবসায়ী সম্মেলনে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। সম্মেলনের আহ্বায়ক ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ। এতে দেশের সব খাত ও চেম্বার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বিজিএমইএ নেতারা।
পাশে থাকার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের
সম্মেলনে ব্যবসায়ী নেতারা ব্যাংক খাতে লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। তাঁরা ব্যবসায়ীদের অভীষ্ট লক্ষ্য অর্জনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তাঁরা সব রকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসা উচিত বলেও মনে করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আইসিবি সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
সম্মেলনের শুরুতেই ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তাঁদের রক্তের বিনিময়েই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। এই বিজয় যেন নস্যাৎ না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই। ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা এই সরকারের পাশে আছে এবং থাকবে। দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বিদেশি ক্রেতারা চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। আইনশৃঙ্খলা এখনো স্বাভাবিক হয়নি। অনেকের কারখানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত করণীয় নির্ধারণের পরামর্শ দেন তিনি।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই রিফর্ম হওয়া প্রয়োজন। সংগঠনটির সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের সমস্যা বাড়ছে। এগুলো আগে সমাধান করা প্রয়োজন। শুধু ইসলামী ব্যাংকেরই ৫০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে উল্লেখ করে এফবিসিসিআইয়ের উপদেষ্টা আব্দুল হক প্রশ্ন করেন, তাহলে অন্যান্য ব্যাংকের অবস্থা কী? বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, সাবেক পরিচালক আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট আশরাফ খান এবং সাবেক প্রেসিডেন্ট সবুর খান প্রমুখ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর জন্য বিজিএমইএ নেতাদের পরামর্শ দিয়েছেন। সংগঠনটি মনে করছে, আগামী তিন বছরের মধ্যে তৈরি পোশাক খাত ১০০ বিলিয়নের শিল্পে পরিণত হবে।
গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন কে এম রফিকুল ইসলাম।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বিদেশি ক্রেতাদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তিনি বলেন, ‘উনি নিজেই একটা ব্র্যান্ড নেম। উনি আসাতে ক্রেতাদের মধ্যে চরম আস্থা ফিরে এসেছে। সেই আস্থা কাজে লাগিয়ে আমরা আমাদের রপ্তানি আদেশ বাড়াতে চাই। উনি কথা দিয়েছেন, এ ব্যাপারে কিছু টুইট করে আমাদের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকবেন।’
শোভন ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের পরিস্থিতি দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের গার্মেন্টস সেক্টর একটা চালিকা শক্তি। এই শক্তি যেন সচল থাকে। আমাদের প্রতি ওনার আস্থা আছে। আমরা যেন সম্পূর্ণভাবে চেষ্টা করি। রপ্তানি বাড়াতে ওনার যে ব্র্যান্ড ইমেজ, সেটাকে কাজে লাগাই। আমরাও একই কথা বলেছি।’
নিজেদের তেমন দাবিদাওয়া ছিল না জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘তাঁর ওপর আমরা আস্থা জ্ঞাপন করার জন্য এখানে এসেছিলাম। আমাদের সেক্টরটি বহুদিন পর সচল হয়েছে। এত দিন আমরা লসের সম্মুখীন হয়েছিলাম। সেক্টরটি যে সচল হলো, সেটিই তাঁকে জানাতে এসেছিলাম।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে