নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে
দুবাইয়ের আইসিসি একাডেমিতে ভারতীয় ও পাকিস্তানি সাংবাদিকদের হরভজন সিং বলছিলেন, ‘বাংলাদেশের মতো দলও ভারত-পাকিস্তানের পার্টি স্পয়েল করে দিতে পারে।’ পরে বাংলাদেশি সাংবাদিকদের আলাদা করে ভারতের সাবেক স্পিনার বাংলাদেশ দলকে নিয়ে বিস্তারিতই বললেন।
প্রশ্ন: বাংলাদেশ দলের সম্ভাবনা কেমন দেখছেন এশিয়া কাপে?
হরভজন সিং: বাংলাদেশ দল তীব্র লড়াই করে। ওরা ভালো ক্রিকেট খেলে আসছে। টি-টোয়েন্টি এমন এক সংস্করণ, যেখানে বাংলাদেশ দলও তাদের প্রতিভা মেলে ধরতে পারে। এই সংস্করণে যেকোনো দিন যে কেউ জিততে পারে। তবে শুরুটা ভালো হতে হবে। বাংলাদেশ দলে বেশ কজন বিশ্বমানের খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, শুধু ভারত-পাকিস্তান নয়; নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে ওদের।
প্রশ্ন: ভরত-পাকিস্তানের মতো বাংলাদেশ-ভারত ম্যাচও এখন প্রায় একই রকম উত্তেজনা ছড়ায়। আপনারও কি তা-ই মনে হয়?
হরভজন: ভারত-পাকিস্তান ম্যাচ সব কিছুর ঊর্ধ্বে। তবে বাংলাদেশও তেমন উত্তেজনা তৈরি করতে পারে। আমি নিজেও ওদের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। পুরো স্টেডিয়ামে দর্শকে পরিপূর্ণ থাকে। সবাই এটাই আশা করে, আজ বাংলাদেশ যেন ভারতকে হারাতে পারে। যেদিনই তারা হারিয়ে দেয়, এটা অনেক বড় অর্জন মনে করে। এটা ওদের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেয়। যে দিন ওরা আমাদের হারিয়ে দেয়, উদ্যাপন শেষই হতে চায় না। বাংলাদেশ এমন একটা দল, যারা প্রতিনিয়ত উন্নতি করছে। আশা করি, এখানেও (এশিয়া কাপেও) তারা এমন কিছু করার লক্ষ্য নিয়ে এসেছে। নিশ্চয় তারা খাওয়া-দাওয়া আর ফুর্তি করতে আসেনি।
প্রশ্ন: বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে সফল দল হওয়ায় ভারত চাপ অনুভব করছে কি না?
হরভজন: শীর্ষ দলের ওপর সব সময়ই চাপ থাকে। ভারতও এই চাপ অনুভব করবে। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। তবে ভারত এ ধরনের চাপ সামলাতে অভ্যস্ত।
প্রশ্ন: বাংলাদেশ সবচেয়ে এক্সাইটিং খেলোয়াড় কাকে মনে হয়?
হরভজন: ওই ছোট খেলোয়াড়ের নাম যেন কী? ওর নাম সব সময়ই ভুল যায়...হ্যাঁ, মুশফিকুর রহিম।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে ভারতীয় ও পাকিস্তানি সাংবাদিকদের হরভজন সিং বলছিলেন, ‘বাংলাদেশের মতো দলও ভারত-পাকিস্তানের পার্টি স্পয়েল করে দিতে পারে।’ পরে বাংলাদেশি সাংবাদিকদের আলাদা করে ভারতের সাবেক স্পিনার বাংলাদেশ দলকে নিয়ে বিস্তারিতই বললেন।
প্রশ্ন: বাংলাদেশ দলের সম্ভাবনা কেমন দেখছেন এশিয়া কাপে?
হরভজন সিং: বাংলাদেশ দল তীব্র লড়াই করে। ওরা ভালো ক্রিকেট খেলে আসছে। টি-টোয়েন্টি এমন এক সংস্করণ, যেখানে বাংলাদেশ দলও তাদের প্রতিভা মেলে ধরতে পারে। এই সংস্করণে যেকোনো দিন যে কেউ জিততে পারে। তবে শুরুটা ভালো হতে হবে। বাংলাদেশ দলে বেশ কজন বিশ্বমানের খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, শুধু ভারত-পাকিস্তান নয়; নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে ওদের।
প্রশ্ন: ভরত-পাকিস্তানের মতো বাংলাদেশ-ভারত ম্যাচও এখন প্রায় একই রকম উত্তেজনা ছড়ায়। আপনারও কি তা-ই মনে হয়?
হরভজন: ভারত-পাকিস্তান ম্যাচ সব কিছুর ঊর্ধ্বে। তবে বাংলাদেশও তেমন উত্তেজনা তৈরি করতে পারে। আমি নিজেও ওদের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। পুরো স্টেডিয়ামে দর্শকে পরিপূর্ণ থাকে। সবাই এটাই আশা করে, আজ বাংলাদেশ যেন ভারতকে হারাতে পারে। যেদিনই তারা হারিয়ে দেয়, এটা অনেক বড় অর্জন মনে করে। এটা ওদের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেয়। যে দিন ওরা আমাদের হারিয়ে দেয়, উদ্যাপন শেষই হতে চায় না। বাংলাদেশ এমন একটা দল, যারা প্রতিনিয়ত উন্নতি করছে। আশা করি, এখানেও (এশিয়া কাপেও) তারা এমন কিছু করার লক্ষ্য নিয়ে এসেছে। নিশ্চয় তারা খাওয়া-দাওয়া আর ফুর্তি করতে আসেনি।
প্রশ্ন: বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে সফল দল হওয়ায় ভারত চাপ অনুভব করছে কি না?
হরভজন: শীর্ষ দলের ওপর সব সময়ই চাপ থাকে। ভারতও এই চাপ অনুভব করবে। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। তবে ভারত এ ধরনের চাপ সামলাতে অভ্যস্ত।
প্রশ্ন: বাংলাদেশ সবচেয়ে এক্সাইটিং খেলোয়াড় কাকে মনে হয়?
হরভজন: ওই ছোট খেলোয়াড়ের নাম যেন কী? ওর নাম সব সময়ই ভুল যায়...হ্যাঁ, মুশফিকুর রহিম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে