গোলাম মোস্তফা, পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এবার বই উৎসব হয়নি। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মাত্র কয়েকটি করে বই দেওয়া হয়েছে। তা ছাড়া মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তির সংখ্যা কম বলে জানিয়েছেন শিক্ষকেরা।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪১টি নিম্ন মাধ্যমিক ও ১৭৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়েই বছরের প্রথম দিন ১ জানুয়ারি বই বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন সকল বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। তা ছাড়া এখনো পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি।
প্রাথমিক স্তরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল বই পাওয়া গেলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। অপর দিকে মাধ্যমিক স্তরের সপ্তম ও অষ্টম শ্রেণির অধিকাংশ বই সরবরাহ পাওয়া গেলেও ষষ্ঠ শ্রেণির মাত্র এক বিষয়ের ও নবম শ্রেণির দুই বিষয়ের বই পাওয়া গেছে। এতে যারা নতুন বই পেয়েছে তারা খুশি। তবে যাদের নতুন বই দেওয়া যায়নি তাদের মন খারাপ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২১ সালের ৩০ ডিসেম্বর জারি করা মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সংক্রান্ত এক পত্রে জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে শ্রেণি ভিত্তিক বই বিতরণ করতে হবে।
উপজেলার নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, গত বছর ষষ্ঠ শ্রেণিতে ৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত মাত্র ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে আগামী কয়েক দিনে আরও শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, এখনো সকল বিষয়ের বই পাওয়া যায়নি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে বই বিতরণ চলবে। তাই এর মধ্যে বাকি বইগুলো সরবরাহ পাওয়া যাবে। আর ততদিনের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে গমনোপযোগি সকল শিক্ষার্থীও ভর্তি হবে তিনি আশা করছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এবার বই উৎসব হয়নি। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মাত্র কয়েকটি করে বই দেওয়া হয়েছে। তা ছাড়া মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তির সংখ্যা কম বলে জানিয়েছেন শিক্ষকেরা।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪১টি নিম্ন মাধ্যমিক ও ১৭৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়েই বছরের প্রথম দিন ১ জানুয়ারি বই বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন সকল বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। তা ছাড়া এখনো পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি।
প্রাথমিক স্তরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল বই পাওয়া গেলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। অপর দিকে মাধ্যমিক স্তরের সপ্তম ও অষ্টম শ্রেণির অধিকাংশ বই সরবরাহ পাওয়া গেলেও ষষ্ঠ শ্রেণির মাত্র এক বিষয়ের ও নবম শ্রেণির দুই বিষয়ের বই পাওয়া গেছে। এতে যারা নতুন বই পেয়েছে তারা খুশি। তবে যাদের নতুন বই দেওয়া যায়নি তাদের মন খারাপ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২১ সালের ৩০ ডিসেম্বর জারি করা মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সংক্রান্ত এক পত্রে জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে শ্রেণি ভিত্তিক বই বিতরণ করতে হবে।
উপজেলার নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, গত বছর ষষ্ঠ শ্রেণিতে ৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত মাত্র ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে আগামী কয়েক দিনে আরও শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, এখনো সকল বিষয়ের বই পাওয়া যায়নি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে বই বিতরণ চলবে। তাই এর মধ্যে বাকি বইগুলো সরবরাহ পাওয়া যাবে। আর ততদিনের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে গমনোপযোগি সকল শিক্ষার্থীও ভর্তি হবে তিনি আশা করছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে