রংপুর প্রতিনিধি
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সাত দফা দাবিতে গণ-অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান সংগঠনগুলোর নেতারা।
গণ-অনশন কর্মসূচিতে তোলা দাবিগুলো হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গণ-অনশন কর্মসূচি করা হয়। এতে অংশ নেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন রায়, মহানগরের সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক অলোক নাথ প্রমুখ।
কুড়িগ্রাম: জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি হয়। এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যুগ্ম মহাসচিব উদয় শংকর চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ প্রমুখ।
নীলফামারী: জেলা শহরের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ওই কর্মসূচি হয়। বেলা ৪টার দিকে দাবির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। এ সময় তিনি জুস পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায় প্রমুখ।
ঠাকুরগাঁও : পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সামনে অনশন হয়। কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায় প্রমুখ।
দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে গণ-অনশন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং প্রমুখ।
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সাত দফা দাবিতে গণ-অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান সংগঠনগুলোর নেতারা।
গণ-অনশন কর্মসূচিতে তোলা দাবিগুলো হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গণ-অনশন কর্মসূচি করা হয়। এতে অংশ নেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন রায়, মহানগরের সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক অলোক নাথ প্রমুখ।
কুড়িগ্রাম: জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি হয়। এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যুগ্ম মহাসচিব উদয় শংকর চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ প্রমুখ।
নীলফামারী: জেলা শহরের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ওই কর্মসূচি হয়। বেলা ৪টার দিকে দাবির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। এ সময় তিনি জুস পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায় প্রমুখ।
ঠাকুরগাঁও : পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সামনে অনশন হয়। কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায় প্রমুখ।
দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে গণ-অনশন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে