ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কেহুরভাংগা খাল রক্ষা বাঁধটি শত বছরের বেশি পুরোনো। কনেশ্বর ইউনিয়ন ও আশপাশের আরও ৫-৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে এই বাঁধটি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ১ কিলোমিটার দীর্ঘ স্থায়ী এ রক্ষাবাঁধটি এ বছরের মধ্যে শেষ হলে এ অঞ্চলের মানুষ স্থায়ীভাবে ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশনের পাশ দিয়ে কেহুরভাংগা খালটি বয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে এ খালটির ডান তীরের অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে যায়। বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হলেও খালপাড়ের সড়ক বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীসহ ৫-৬টি ইউনিয়নের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পরে এখানে ২০১৯ সালে ৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধের নির্মাণকাজ শুরু করে পাউবো।
কনেশ্বর স্কুলের ছাত্র তামিম হাসান বলে, ‘বেড়িবাঁধটি নির্মিত হওয়ায় আমরা সুন্দরভাবে স্কুলে যেতে পারছি। এর আগে আমোদের অনেক রাস্তা ঘুরে তারপর স্কুলে আসতে হতো।’
কনেশ্বর স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জুলাস বলেন, ‘তীর রক্ষা বাঁধ নির্মিত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারছে। এর পাশাপাশি নদীর পাড়ে বসবাসকারী মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
পাউবোর উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘বাঁধটির কাজ ২০১৯ সালে ৩২০ মিটার ও ২০২১ সালে ২৯০ মিটার শেষ হয়েছে। কাজের বাকি অংশ এ বছর শেষ হবে বলে আশা করছি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘কেহুরভাঙ্গা খালে ভাঙন দেখা দিলে, আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করি। বাকি কাজ সম্পন্ন হলে এ বছর থেকে সম্পূর্ণ সুবিধা পাবেন এলাকাবাসী।’
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কেহুরভাংগা খাল রক্ষা বাঁধটি শত বছরের বেশি পুরোনো। কনেশ্বর ইউনিয়ন ও আশপাশের আরও ৫-৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে এই বাঁধটি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ১ কিলোমিটার দীর্ঘ স্থায়ী এ রক্ষাবাঁধটি এ বছরের মধ্যে শেষ হলে এ অঞ্চলের মানুষ স্থায়ীভাবে ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশনের পাশ দিয়ে কেহুরভাংগা খালটি বয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে এ খালটির ডান তীরের অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে যায়। বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হলেও খালপাড়ের সড়ক বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীসহ ৫-৬টি ইউনিয়নের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পরে এখানে ২০১৯ সালে ৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধের নির্মাণকাজ শুরু করে পাউবো।
কনেশ্বর স্কুলের ছাত্র তামিম হাসান বলে, ‘বেড়িবাঁধটি নির্মিত হওয়ায় আমরা সুন্দরভাবে স্কুলে যেতে পারছি। এর আগে আমোদের অনেক রাস্তা ঘুরে তারপর স্কুলে আসতে হতো।’
কনেশ্বর স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জুলাস বলেন, ‘তীর রক্ষা বাঁধ নির্মিত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারছে। এর পাশাপাশি নদীর পাড়ে বসবাসকারী মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
পাউবোর উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘বাঁধটির কাজ ২০১৯ সালে ৩২০ মিটার ও ২০২১ সালে ২৯০ মিটার শেষ হয়েছে। কাজের বাকি অংশ এ বছর শেষ হবে বলে আশা করছি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘কেহুরভাঙ্গা খালে ভাঙন দেখা দিলে, আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করি। বাকি কাজ সম্পন্ন হলে এ বছর থেকে সম্পূর্ণ সুবিধা পাবেন এলাকাবাসী।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে