ফারিয়া রহমান খান
‘অগ্নি-পাটের শাড়ি কন্যা
যখন নাকি পরে
স্বর্গের তারা লাজ পায়
দেখিয়া কন্যারে।’ […]
‘অগ্নি-পাটের শাড়ি’ পরা কমলাকে দেখে আকাশের তারারাও নাকি লজ্জা পেত! দ্বিজ ঈশান সে রকমই লিখেছিলেন মৈমনসিংহ গীতিকার ‘কমলা’ পালায়।
‘অগ্নি-পাটের শাড়ি’ পরা কনে কমলা দেখতে কেমন ছিল, সে ভাবনায় না গিয়ে বরং ‘লক্ষ্মীবিলাস’ শাড়ির কথা শোনা যাক। ‘গোপী চন্দ্রের গান’-এ এই লক্ষ্মীবিলাস শাড়ির নকশার যে বর্ণনা দেওয়া হয়েছে, তা অত্যন্ত মনোরম। কবি আমাদের জানিয়েছেন, দরিয়ার যত মাছ আর পৃথিবীর যত পাখি, সবই ছিল সেই শাড়ির নকশায়। রাজহাঁস, বালিহাঁস, সরালি, চকোর, বুলবুলের নকশা তোলা সেই শাড়ি পরতেন রাজা গোপী চন্দ্রের বড় স্ত্রী ‘রদুনা রানি’ বা অদুনা।
এসব উদাহরণ থেকে জানা যায়, বিয়ের শাড়ি ছিল নকশাদার আর উজ্জ্বল রঙের। সেই পরম্পরার জন্যই হয়তো অনেক পরে বিয়ের শাড়ি হিসেবে লাল টুকটুকে বেনারসি পরার রেওয়াজ শুরু হয়েছিল। কনের জন্য লাল রঙের বেনারসি শাড়ি বেছে নেওয়ার অন্যতম কারণ এর ভারী ও অভিজাত নকশা। বিয়ের বেনারসি শাড়ির পাড় ও জমিনে জরির কাজ; ঘন নকশার আঁচলে সোনালি, রুপালি সুতার কাজ, বিভিন্ন মোটিফের ব্যবহার ইত্যাদি শাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কারুকাজপূর্ণ বেনারসিতে বিয়ের কনে হয়ে ওঠেন সবার মধ্যমণি!
কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে কনেরা ভারী ও জাঁকজমকপূর্ণ বেনারসিকে একপাশে সরিয়ে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের শাড়ি পরা শুরু করেছেন। বিয়ের দিন সহজ সাবলীল থাকতে এখন অনেকেই বেনারসির বদলে বেছে নিচ্ছেন কাঞ্জিভরম, জামদানি, জর্জেট, মসলিন, বালুচরি, কাতান, এমনকি সুতি শাড়িও।
জামদানির আবেদন
জামদানি আমাদের দেশি শাড়ি। বর্তমানে অনেক তরুণীই বিয়েতে পরার জন্য জামদানি শাড়িকে প্রাধান্য দেন। ঐতিহ্য আর নকশার কারণে এ শাড়ি নিজেই অনন্য। আর এটি পরবর্তী সময়েও বিভিন্ন অনুষ্ঠানে পরা যায় বলে উপযোগিতা অনেক বেশি। জামদানি শাড়ি তৈরি হয় সুতি ও হাফসিল্ক সুতার ব্যবহারে। ফলে এ শাড়ি সামলানো সহজ এবং দীর্ঘ সময় পরে থাকার জন্য অনেক আরামদায়ক। নকশাদার জামদানি বিয়েতে কনেকে দেয় স্নিগ্ধ লুক।
বিয়েতে পরার উপযোগী জামদানি শাড়ি নিয়ে কাজ করছে কারুতন্ত্র। কারুতন্ত্রের স্বত্বাধিকারী নুসরাত মার্জিয়া বলেন, ‘বিয়েতে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন তা নিয়ে সব নারীর পরিকল্পনা থাকে। পাশাপাশি বিয়ের দিন যে পোশাকটি পরবেন তা যেন আরামদায়ক হয়, সেটাও ভাবতে হয়। জামদানি এমন একটি শাড়ি, যা হালকা আবার একই সঙ্গে জমকালো এবং এটি আমাদের স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য।’
এ ছাড়াও বিয়ের শাড়ির রঙের ক্ষেত্রে যে লাল রংই বেছে নিতে হবে, এ ধারণা থেকেও এখন অনেক মেয়ে সরে এসেছেন। তাঁরা অন্য রঙের শাড়িও বেছে নিচ্ছেন। সেদিক থেকে জামদানিতে লালসহ বিভিন্ন রং দারুণভাবে ফুটো ওঠে—যোগ করেন নুসরাত মার্জিয়া।নকশার ওপর নির্ভর করে এই শাড়িগুলোর একেকটি তৈরি করতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস সময় লাগে। তা ছাড়া কেউ যদি বিয়েতে জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে ওড়না বানিয়ে নিতে চান তাহলে সেটাও কাস্টমাইজ করার সুযোগ রয়েছে কারুতন্ত্র থেকে।
দরদাম: জামদানি শাড়ির দাম নির্ভর করে নকশার ঘনত্বের ওপর। স্বাভাবিকভাবে বিয়ের জামদানির নকশা থাকে ভারী এবং এর দাম বেশি। বিয়ের জামদানির দাম সাধারণত ১৪ হাজার থেকে ৫০ হাজার টাকা। কেউ চাইলে কারুতন্ত্রের মহাখালী ডিওএইচএসের স্টুডিওতে গিয়ে পছন্দ করে শাড়ি কিনতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন।
বিয়েতে পরার জন্য জামদানি এমন একটি শাড়ি, যা হালকা আবার একই সঙ্গে জমকালো এবং এটি আমাদের স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য।
অন্যান্য শাড়ি
কাতান
কাতান শাড়ির অনেকগুলো ধরন আছে। যেমন অপেরা কাতান, সাউথ কাতান, ইন্ডিয়ান কাতান, সিল্ক কাতান, নেট কাতান, বেনারসি কাতান, স্বর্ণ কাতান ইত্যাদি। এর বাইরে আরও অন্তত ২০ রকমের কাতান শাড়ি বাজার খুঁজলে পাওয়া যায়। সবগুলো শাড়িরই নিজস্ব বৈশিষ্ট্য ও বিশেষ নকশা রয়েছে। ফলে যে কেউই নিজের পছন্দ অনুযায়ী এই শাড়ি বেছে নিতে পারেন।
কাঞ্জিভরম
দক্ষিণ ভারতের এই সিল্ক শাড়ি বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। উজ্জ্বল রং ও উন্নতমানের সিল্কের জন্য অনেকেই এখন বিয়েতে কাঞ্জিভরম শাড়ি পরতে পছন্দ করেন। জরির কারুকাজ থাকা সত্ত্বেও এই শাড়ি খুব বেশি ভারী হয় না। ফলে সামলানো সুবিধা। এর অনন্য কারুকাজ বিয়ের কনের সৌন্দর্য বিশেষভাবে ফুটিয়ে তোলে।
জর্জেট
অন্যান্য শাড়ির তুলনায় জর্জেট খুবই হালকা এবং আরামদায়ক। ফলে অনেকে আজকাল বিয়ের দিনের জন্য জর্জেট শাড়ি বেছে নিচ্ছেন। তা ছাড়া এখন বিভিন্ন নকশা ও কারুকাজের জর্জেট শাড়ি বাজারে পাওয়া যায়। শুধু বিয়েতেই নয়, পানচিনি বা বউভাতের মতো অনুষ্ঠানেও অনেকে জর্জেট শাড়ি পরেন।
মসলিন
বর্তমানে বাজারে মসলিন শাড়ির খুব চল। এর প্রভাব বিয়ের শাড়ি নির্বাচনের ক্ষেত্রেও দেখা যায়। এমব্রয়ডারি বা জারকন পাথরের কারুকাজ শাড়িগুলোকে অনন্য করে তোলে। এসব শাড়ি অনায়াসে বিয়ের কনের অসাধারণ রুচির পরিচয় দেয়।
বালুচরি
বালুচরি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলের প্রসিদ্ধ শাড়ি। এটি উজ্জ্বল রঙের হয়ে থাকে। এর আঁচল ও পাড়ে ফুটে ওঠে পৌরাণিক কাহিনি। উজ্জ্বল রঙের এই শাড়ি এখনকার সময়ে অনেকেই বিয়েতে পরে থাকেন।
সুতি শাড়ি
প্রথাগতভাবে, সুতির শাড়ি বিয়ের জন্য ব্যবহার করা হয় না। তবে এখন অনেকেই নিজের পছন্দমতো রং ও নকশায় তৈরি করে নেওয়া সুতি শাড়ি ব্যবহার করছেন। এখানে ঐতিহ্য বা পরম্পরার চেয়েও প্রাধান্য পায় পছন্দ ও আরামের বিষয়টি। ফুল কটন বা হাফসিল্ক শাড়ি এখন ইচ্ছেমতো তৈরি করে নেওয়া যায় বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে। ফলে আধুনিক সময়ে নিজের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে বেছে নিচ্ছেন নকশাদার সুতির শাড়ি।
‘অগ্নি-পাটের শাড়ি কন্যা
যখন নাকি পরে
স্বর্গের তারা লাজ পায়
দেখিয়া কন্যারে।’ […]
‘অগ্নি-পাটের শাড়ি’ পরা কমলাকে দেখে আকাশের তারারাও নাকি লজ্জা পেত! দ্বিজ ঈশান সে রকমই লিখেছিলেন মৈমনসিংহ গীতিকার ‘কমলা’ পালায়।
‘অগ্নি-পাটের শাড়ি’ পরা কনে কমলা দেখতে কেমন ছিল, সে ভাবনায় না গিয়ে বরং ‘লক্ষ্মীবিলাস’ শাড়ির কথা শোনা যাক। ‘গোপী চন্দ্রের গান’-এ এই লক্ষ্মীবিলাস শাড়ির নকশার যে বর্ণনা দেওয়া হয়েছে, তা অত্যন্ত মনোরম। কবি আমাদের জানিয়েছেন, দরিয়ার যত মাছ আর পৃথিবীর যত পাখি, সবই ছিল সেই শাড়ির নকশায়। রাজহাঁস, বালিহাঁস, সরালি, চকোর, বুলবুলের নকশা তোলা সেই শাড়ি পরতেন রাজা গোপী চন্দ্রের বড় স্ত্রী ‘রদুনা রানি’ বা অদুনা।
এসব উদাহরণ থেকে জানা যায়, বিয়ের শাড়ি ছিল নকশাদার আর উজ্জ্বল রঙের। সেই পরম্পরার জন্যই হয়তো অনেক পরে বিয়ের শাড়ি হিসেবে লাল টুকটুকে বেনারসি পরার রেওয়াজ শুরু হয়েছিল। কনের জন্য লাল রঙের বেনারসি শাড়ি বেছে নেওয়ার অন্যতম কারণ এর ভারী ও অভিজাত নকশা। বিয়ের বেনারসি শাড়ির পাড় ও জমিনে জরির কাজ; ঘন নকশার আঁচলে সোনালি, রুপালি সুতার কাজ, বিভিন্ন মোটিফের ব্যবহার ইত্যাদি শাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কারুকাজপূর্ণ বেনারসিতে বিয়ের কনে হয়ে ওঠেন সবার মধ্যমণি!
কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে কনেরা ভারী ও জাঁকজমকপূর্ণ বেনারসিকে একপাশে সরিয়ে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের শাড়ি পরা শুরু করেছেন। বিয়ের দিন সহজ সাবলীল থাকতে এখন অনেকেই বেনারসির বদলে বেছে নিচ্ছেন কাঞ্জিভরম, জামদানি, জর্জেট, মসলিন, বালুচরি, কাতান, এমনকি সুতি শাড়িও।
জামদানির আবেদন
জামদানি আমাদের দেশি শাড়ি। বর্তমানে অনেক তরুণীই বিয়েতে পরার জন্য জামদানি শাড়িকে প্রাধান্য দেন। ঐতিহ্য আর নকশার কারণে এ শাড়ি নিজেই অনন্য। আর এটি পরবর্তী সময়েও বিভিন্ন অনুষ্ঠানে পরা যায় বলে উপযোগিতা অনেক বেশি। জামদানি শাড়ি তৈরি হয় সুতি ও হাফসিল্ক সুতার ব্যবহারে। ফলে এ শাড়ি সামলানো সহজ এবং দীর্ঘ সময় পরে থাকার জন্য অনেক আরামদায়ক। নকশাদার জামদানি বিয়েতে কনেকে দেয় স্নিগ্ধ লুক।
বিয়েতে পরার উপযোগী জামদানি শাড়ি নিয়ে কাজ করছে কারুতন্ত্র। কারুতন্ত্রের স্বত্বাধিকারী নুসরাত মার্জিয়া বলেন, ‘বিয়েতে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন তা নিয়ে সব নারীর পরিকল্পনা থাকে। পাশাপাশি বিয়ের দিন যে পোশাকটি পরবেন তা যেন আরামদায়ক হয়, সেটাও ভাবতে হয়। জামদানি এমন একটি শাড়ি, যা হালকা আবার একই সঙ্গে জমকালো এবং এটি আমাদের স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য।’
এ ছাড়াও বিয়ের শাড়ির রঙের ক্ষেত্রে যে লাল রংই বেছে নিতে হবে, এ ধারণা থেকেও এখন অনেক মেয়ে সরে এসেছেন। তাঁরা অন্য রঙের শাড়িও বেছে নিচ্ছেন। সেদিক থেকে জামদানিতে লালসহ বিভিন্ন রং দারুণভাবে ফুটো ওঠে—যোগ করেন নুসরাত মার্জিয়া।নকশার ওপর নির্ভর করে এই শাড়িগুলোর একেকটি তৈরি করতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস সময় লাগে। তা ছাড়া কেউ যদি বিয়েতে জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে ওড়না বানিয়ে নিতে চান তাহলে সেটাও কাস্টমাইজ করার সুযোগ রয়েছে কারুতন্ত্র থেকে।
দরদাম: জামদানি শাড়ির দাম নির্ভর করে নকশার ঘনত্বের ওপর। স্বাভাবিকভাবে বিয়ের জামদানির নকশা থাকে ভারী এবং এর দাম বেশি। বিয়ের জামদানির দাম সাধারণত ১৪ হাজার থেকে ৫০ হাজার টাকা। কেউ চাইলে কারুতন্ত্রের মহাখালী ডিওএইচএসের স্টুডিওতে গিয়ে পছন্দ করে শাড়ি কিনতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন।
বিয়েতে পরার জন্য জামদানি এমন একটি শাড়ি, যা হালকা আবার একই সঙ্গে জমকালো এবং এটি আমাদের স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য।
অন্যান্য শাড়ি
কাতান
কাতান শাড়ির অনেকগুলো ধরন আছে। যেমন অপেরা কাতান, সাউথ কাতান, ইন্ডিয়ান কাতান, সিল্ক কাতান, নেট কাতান, বেনারসি কাতান, স্বর্ণ কাতান ইত্যাদি। এর বাইরে আরও অন্তত ২০ রকমের কাতান শাড়ি বাজার খুঁজলে পাওয়া যায়। সবগুলো শাড়িরই নিজস্ব বৈশিষ্ট্য ও বিশেষ নকশা রয়েছে। ফলে যে কেউই নিজের পছন্দ অনুযায়ী এই শাড়ি বেছে নিতে পারেন।
কাঞ্জিভরম
দক্ষিণ ভারতের এই সিল্ক শাড়ি বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। উজ্জ্বল রং ও উন্নতমানের সিল্কের জন্য অনেকেই এখন বিয়েতে কাঞ্জিভরম শাড়ি পরতে পছন্দ করেন। জরির কারুকাজ থাকা সত্ত্বেও এই শাড়ি খুব বেশি ভারী হয় না। ফলে সামলানো সুবিধা। এর অনন্য কারুকাজ বিয়ের কনের সৌন্দর্য বিশেষভাবে ফুটিয়ে তোলে।
জর্জেট
অন্যান্য শাড়ির তুলনায় জর্জেট খুবই হালকা এবং আরামদায়ক। ফলে অনেকে আজকাল বিয়ের দিনের জন্য জর্জেট শাড়ি বেছে নিচ্ছেন। তা ছাড়া এখন বিভিন্ন নকশা ও কারুকাজের জর্জেট শাড়ি বাজারে পাওয়া যায়। শুধু বিয়েতেই নয়, পানচিনি বা বউভাতের মতো অনুষ্ঠানেও অনেকে জর্জেট শাড়ি পরেন।
মসলিন
বর্তমানে বাজারে মসলিন শাড়ির খুব চল। এর প্রভাব বিয়ের শাড়ি নির্বাচনের ক্ষেত্রেও দেখা যায়। এমব্রয়ডারি বা জারকন পাথরের কারুকাজ শাড়িগুলোকে অনন্য করে তোলে। এসব শাড়ি অনায়াসে বিয়ের কনের অসাধারণ রুচির পরিচয় দেয়।
বালুচরি
বালুচরি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলের প্রসিদ্ধ শাড়ি। এটি উজ্জ্বল রঙের হয়ে থাকে। এর আঁচল ও পাড়ে ফুটে ওঠে পৌরাণিক কাহিনি। উজ্জ্বল রঙের এই শাড়ি এখনকার সময়ে অনেকেই বিয়েতে পরে থাকেন।
সুতি শাড়ি
প্রথাগতভাবে, সুতির শাড়ি বিয়ের জন্য ব্যবহার করা হয় না। তবে এখন অনেকেই নিজের পছন্দমতো রং ও নকশায় তৈরি করে নেওয়া সুতি শাড়ি ব্যবহার করছেন। এখানে ঐতিহ্য বা পরম্পরার চেয়েও প্রাধান্য পায় পছন্দ ও আরামের বিষয়টি। ফুল কটন বা হাফসিল্ক শাড়ি এখন ইচ্ছেমতো তৈরি করে নেওয়া যায় বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে। ফলে আধুনিক সময়ে নিজের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে বেছে নিচ্ছেন নকশাদার সুতির শাড়ি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে