মির্জাগঞ্জে প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০৯: ০৪

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউপিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই গত শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন।

কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁরা মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও সভা–সমাবেশ শুরু করেছেন। গত শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কাকড়াবুনিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী থেকে ৪ জন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ওই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুব আলম স্বপন নির্বাচিত হয়েছেন।

আমড়াগাছিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বাবুল মল্লিকের মনোনয়নপত্র নৌকার প্রার্থীর আপিলের প্রেক্ষিতে জটিলতার কারণে জেলা নির্বাচন কার্যালয় থেকে বাতিল করা হয়েছে। এখন ৫ ইউপিতে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৩ জন ও সাধারণ সদস্য পদে ১৮২ জন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা প্রতীক পেয়েছেন তাঁরা হলেন–মাধবখালী ইউপিতে কাজী মিজানুর রহমান লাভলু, মনিরুল ইসলাম তালুকদার, আব্দুল মালেক আকন, কাজী মিজান ও শহিদুল ইসলাম।

মির্জাগঞ্জ ইউপিতে মনিরুল হক লিটন সিকদার, আবুল বশার নাসির ও হারুন অর রশিদ। আমড়াগাছিয়া ইউপিতে সুলতান আহমেদ ও মিজানুর রহমান। দেউলী সুবিদখালী ইউপিতে মোহাম্মদ আনোয়ার হোসেন খান, আজিজ হাওলাদার ও সত্তার মৃধা। মজিদবাড়িয়া ইউপিতে গোলাম সরোয়ার কিসলু, শহিদুল্লাহ শানু মোল্লা, মো. উজ্জল ও লতিফ হাওলাদার।

উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ‘উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার বা গণসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। তবে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত