নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে গত দুই ম্যাচে চেনা ‘সাম্বা নৃত্য’ দেখা যায়নি সেলেসাওদের খেলায়। আজ লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে শিষ্যদের কাছ থেকে সুন্দর খেলাটাই দেখতে চাইবেন কোচ তিতে। এই ম্যাচ জিতলে গ্রুপ সেরাও হবে ব্রাজিলিয়ানরা।
যেহেতু আপাতত কঠিন কোনো সমীকরণ নেই, নির্ভার থাকতে পারছেন তিতে। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে বাঁচা-মরার ম্যাচ হওয়ায় সর্বশক্তি দিয়ে লড়তে চাইবে ক্যামেরুন।
এতেই বেশ সতর্ক থাকতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০ বছরের শিরোপাখরা ঘুচিয়ে ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল নকআউট পর্ব শুরুর আগে নিজেদের চেনা ছন্দ আর জয়ের ধারাটাও ধরে রাখতে চাইবে। ২০০৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ তাদের সামনে। কে চাই, অপরাজেয় থাকার সুযোগ হাতছাড়া করতে।
ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে ‘চমকে’ দিয়ে হেরে যায় আর সুইজারল্যান্ড জেতে, সার্বিয়ার বিপক্ষে ‘জি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারিত হবে গোল ব্যবধানের হিসেবে। সে ক্ষেত্রে জিতেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না ক্যামেরুনের। সুইসরা হেরে গেলে নিভু নিভু প্রদীপটা জ্বলে উঠবে ক্যামেরুনের। তখনো হিসাবটা হবে গোল ব্যবধানের।
পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকায় ক্যামেরুনকে তিতে কিছুতেই হালকাভাবে নিচ্ছেন না। তবে এসব না না ভেবে প্রতিটি ম্যাচের দিকেই আলাদা আলাদা মনোযোগ রাখতে চান ব্রাজিলিয়ান কোচ। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তিনি গতকাল বলেছেন, ‘সত্যি বলতে এসব নিয়ে ভাবছি না।
প্রতিটি ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। আমি শুধু মাঠের খেলা দেখে কোন খেলোয়াড়কে নামাব সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি।’
আজকের ম্যাচেও যে দলের প্রাণভোমরা নেইমার এবং ডিফেন্ডার দানিলোকে ব্রাজিল পাবে না, আগেই জানা গিয়েছিল। তবে নেইমারের অভাব সুইসদের বিপক্ষে কিছুটা হলেও টের পেয়েছিল সেলেসাওরা। সেদিন কোনো গোল আসেনি আক্রমণভাগের খেলোয়াড়ের কাছ থেকে। গোল করেছিলেন কাসেমিরো। এতে অবশ্য ইতিবাচক দিকও পাচ্ছেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের গোল পারতে পারেন যে কেউই।
তবু নেইমার তো নেইমারই। তাঁর ফেরার সংবাদ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য। অবশ্য গতকালও নেইমারের ফেরা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ব্রাজিলের সহকারি কোচ ক্লেবের হাভিয়ের এতটুকুই বলেছেন, ‘তারা (নেইমার-দানিলো) উন্নতির পথে। আপাতত আমরা ক্যামরুনের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ রাখছি। এরপর সিদ্ধান্ত নেব দুই খেলোয়াড়ের ব্যাপারে। ইতিমধ্যে আমরা তাদের ফেরার ব্যাপারে পরিকল্পনা করে ফেলেছি।’
নেইমারকে পাওয়া যাক কিংবা না পাওয়া যাক, ব্রাজিলের সামনে বাস্তবতা হচ্ছে, দুর্দান্ত খেলার মানসিকতা নিয়েই নামতে হবে তাদের।
দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে গত দুই ম্যাচে চেনা ‘সাম্বা নৃত্য’ দেখা যায়নি সেলেসাওদের খেলায়। আজ লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে শিষ্যদের কাছ থেকে সুন্দর খেলাটাই দেখতে চাইবেন কোচ তিতে। এই ম্যাচ জিতলে গ্রুপ সেরাও হবে ব্রাজিলিয়ানরা।
যেহেতু আপাতত কঠিন কোনো সমীকরণ নেই, নির্ভার থাকতে পারছেন তিতে। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে বাঁচা-মরার ম্যাচ হওয়ায় সর্বশক্তি দিয়ে লড়তে চাইবে ক্যামেরুন।
এতেই বেশ সতর্ক থাকতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০ বছরের শিরোপাখরা ঘুচিয়ে ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল নকআউট পর্ব শুরুর আগে নিজেদের চেনা ছন্দ আর জয়ের ধারাটাও ধরে রাখতে চাইবে। ২০০৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ তাদের সামনে। কে চাই, অপরাজেয় থাকার সুযোগ হাতছাড়া করতে।
ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে ‘চমকে’ দিয়ে হেরে যায় আর সুইজারল্যান্ড জেতে, সার্বিয়ার বিপক্ষে ‘জি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারিত হবে গোল ব্যবধানের হিসেবে। সে ক্ষেত্রে জিতেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না ক্যামেরুনের। সুইসরা হেরে গেলে নিভু নিভু প্রদীপটা জ্বলে উঠবে ক্যামেরুনের। তখনো হিসাবটা হবে গোল ব্যবধানের।
পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকায় ক্যামেরুনকে তিতে কিছুতেই হালকাভাবে নিচ্ছেন না। তবে এসব না না ভেবে প্রতিটি ম্যাচের দিকেই আলাদা আলাদা মনোযোগ রাখতে চান ব্রাজিলিয়ান কোচ। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তিনি গতকাল বলেছেন, ‘সত্যি বলতে এসব নিয়ে ভাবছি না।
প্রতিটি ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। আমি শুধু মাঠের খেলা দেখে কোন খেলোয়াড়কে নামাব সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি।’
আজকের ম্যাচেও যে দলের প্রাণভোমরা নেইমার এবং ডিফেন্ডার দানিলোকে ব্রাজিল পাবে না, আগেই জানা গিয়েছিল। তবে নেইমারের অভাব সুইসদের বিপক্ষে কিছুটা হলেও টের পেয়েছিল সেলেসাওরা। সেদিন কোনো গোল আসেনি আক্রমণভাগের খেলোয়াড়ের কাছ থেকে। গোল করেছিলেন কাসেমিরো। এতে অবশ্য ইতিবাচক দিকও পাচ্ছেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের গোল পারতে পারেন যে কেউই।
তবু নেইমার তো নেইমারই। তাঁর ফেরার সংবাদ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য। অবশ্য গতকালও নেইমারের ফেরা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ব্রাজিলের সহকারি কোচ ক্লেবের হাভিয়ের এতটুকুই বলেছেন, ‘তারা (নেইমার-দানিলো) উন্নতির পথে। আপাতত আমরা ক্যামরুনের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ রাখছি। এরপর সিদ্ধান্ত নেব দুই খেলোয়াড়ের ব্যাপারে। ইতিমধ্যে আমরা তাদের ফেরার ব্যাপারে পরিকল্পনা করে ফেলেছি।’
নেইমারকে পাওয়া যাক কিংবা না পাওয়া যাক, ব্রাজিলের সামনে বাস্তবতা হচ্ছে, দুর্দান্ত খেলার মানসিকতা নিয়েই নামতে হবে তাদের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে