রংপুর প্রতিনিধি
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী রোকেয়া দিবস। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রংপুর: দিবসটি উপলক্ষে গতকাল সকালে নগরীর শালবন ইন্দিরা মোড়ে বেগম রোকেয়ার ম্যুরালে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পৃথক আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা করে নিপীড়নবিরোধী নারীমঞ্চ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন নিপীড়নবিরোধী নারীমঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, সদস্যসচিব সানজিদা আক্তার, মহিলা ফোরাম রংপুর জেলার সংগঠক গোলাপী বেগম, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ নারীমুক্তি রংপুর জেলার সংগঠক ও কেন্দ্রীয় সদস্য কামরুন্নাহার খানম শিখা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহীয়সী বেগম রোকেয়ার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান। বেগম রোকেয়া দিবসের চেতনাকে ধারণ করে ঘরে-বাইরে সর্বত্র নারীর ওপর নির্যাতন, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নারীর জাগতিক মুক্তির লক্ষ্যে শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার স্বপ্নের নারী-পুরুষের সমমর্যাদার সমাজ আজও প্রতিষ্ঠিত হয়নি। এখনো সমাজে নারীরা পুরুষের লালসার শিকার। শিশু থেকে শুরু করে বৃদ্ধা-সবাই আজ পুরুষশাসিত দৃষ্টিভঙ্গির বলি হচ্ছে। নারীরা সম্পত্তিতে সম অধিকার পায়নি। সমকাজে সম মজুরি নারীরা পায় না। এভাবে ঘরে-বাইরে সর্বত্র নারীরা শোষণ ও বঞ্চনার শিকার হয়। তাই রোকেয়ার স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী চেতনাকে ধারণ করে লড়াই অব্যাহত রাখতে হবে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে স্থাপিত রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আগামী বছর থেকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত লেখক ও গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বেগম রোকেয়া সম্পর্কিত প্রবন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপন করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
উপাচার্য বলেন, ‘ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে।’
অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় অংশ নেন।
গঙ্গাচড়া: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাজু আহমেদ লাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার প্রমুখ।
সভায় সফল জননী হিসেবে কল্পনা বেগম ও রাহিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল আরডিআরএস বাংলাদেশ ও পল্লীশ্রী। এ ছাড়া ব্র্যাক নিজস্ব ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পীরগাছা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল চারজন সফল জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এই সম্মাননা জানানো হয়েছে।
দিনের কার্যক্রমের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। পরে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. সেলোয়ারা বেগম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হাছিনা বেগম, সফল জননী অফুজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া আক্তারুন নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নাছিমা বেগমকে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী রোকেয়া দিবস। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রংপুর: দিবসটি উপলক্ষে গতকাল সকালে নগরীর শালবন ইন্দিরা মোড়ে বেগম রোকেয়ার ম্যুরালে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পৃথক আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা করে নিপীড়নবিরোধী নারীমঞ্চ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন নিপীড়নবিরোধী নারীমঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, সদস্যসচিব সানজিদা আক্তার, মহিলা ফোরাম রংপুর জেলার সংগঠক গোলাপী বেগম, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ নারীমুক্তি রংপুর জেলার সংগঠক ও কেন্দ্রীয় সদস্য কামরুন্নাহার খানম শিখা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহীয়সী বেগম রোকেয়ার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান। বেগম রোকেয়া দিবসের চেতনাকে ধারণ করে ঘরে-বাইরে সর্বত্র নারীর ওপর নির্যাতন, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নারীর জাগতিক মুক্তির লক্ষ্যে শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার স্বপ্নের নারী-পুরুষের সমমর্যাদার সমাজ আজও প্রতিষ্ঠিত হয়নি। এখনো সমাজে নারীরা পুরুষের লালসার শিকার। শিশু থেকে শুরু করে বৃদ্ধা-সবাই আজ পুরুষশাসিত দৃষ্টিভঙ্গির বলি হচ্ছে। নারীরা সম্পত্তিতে সম অধিকার পায়নি। সমকাজে সম মজুরি নারীরা পায় না। এভাবে ঘরে-বাইরে সর্বত্র নারীরা শোষণ ও বঞ্চনার শিকার হয়। তাই রোকেয়ার স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী চেতনাকে ধারণ করে লড়াই অব্যাহত রাখতে হবে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে স্থাপিত রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আগামী বছর থেকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত লেখক ও গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বেগম রোকেয়া সম্পর্কিত প্রবন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপন করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
উপাচার্য বলেন, ‘ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে।’
অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় অংশ নেন।
গঙ্গাচড়া: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাজু আহমেদ লাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার প্রমুখ।
সভায় সফল জননী হিসেবে কল্পনা বেগম ও রাহিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল আরডিআরএস বাংলাদেশ ও পল্লীশ্রী। এ ছাড়া ব্র্যাক নিজস্ব ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পীরগাছা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল চারজন সফল জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এই সম্মাননা জানানো হয়েছে।
দিনের কার্যক্রমের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। পরে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. সেলোয়ারা বেগম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হাছিনা বেগম, সফল জননী অফুজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া আক্তারুন নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নাছিমা বেগমকে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে