বিনোদন ডেস্ক
জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান হোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিক্যুয়েল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার গল্প। এতে হোয়াকিনের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
হলিউড রিপোর্টার গতকাল জানিয়েছে, জোকারের মুক্তি উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছেন লেডি গাগা। প্রকাশ করছেন পুরো একটি অ্যালবাম। লেডি গাগা অ্যালবামটির নামও দিয়েছেন জোকারে তাঁর অভিনীত চরিত্রের নামে—‘হার্লে কুইন’। ১৩টি গান নিয়ে এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। ক্যারিয়ারের সপ্তম অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লেডি গাগা। এর মধ্যেই হার্লে কুইনের ঘোষণা গাগাভক্তদের কাছে বাড়তি পাওনা হিসেবেই ধরা দিল।
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এলোমেলো বিভিন্ন লাইন পোস্ট করছিলেন গায়িকা। কখনো লেখেন, ‘আই অ্যাম রেডি ফর মাই ইন্টারভিউ’, এরপর ‘ডোন্ট টেল মি হোয়াট টু ওয়্যার’, ‘নো ডাক্ট টেপ নো মিশন’, ‘মুনডাস্ট গেটস এভরিহোয়্যার’ ও ‘স্টিল নট অক্টোবর’ লেখেন পৃথক পোস্টে। তখন ভক্তরা এসব পোস্টের উদ্দেশ্য বুঝতে না পারলেও এখন সবার কাছে স্পষ্ট, এসব তাঁর হার্লে কুইন অ্যালবামের গানের শিরোনাম। এগুলো ছাড়াও অ্যালবামে থাকবে ‘গুড মর্নিং’, ‘গেট হ্যাপি’, ‘ওহ, হোয়েন দ্য সেইন্টস’, ‘ওয়ার্ল্ড অন আ স্ট্রিং’, ‘দ্যাটস এন্টারটেইনমেন্ট’, ‘স্মাইল’, ‘দ্য জোকার’ ও ‘ফোলি আ ডিউক্স’ শিরোনামের গানগুলো।
টড ফিলিপস পরিচালিত জোকারের প্রথম পর্বটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার। তবে জোকার: ফোলি আ ডিউক্স অনেকটা মিউজিক্যাল ঘরানার। ভ্যারাইটি জানিয়েছে, ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে, সঙ্গে কিছু মৌলিক গানও থাকবে।
জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান হোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিক্যুয়েল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার গল্প। এতে হোয়াকিনের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
হলিউড রিপোর্টার গতকাল জানিয়েছে, জোকারের মুক্তি উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছেন লেডি গাগা। প্রকাশ করছেন পুরো একটি অ্যালবাম। লেডি গাগা অ্যালবামটির নামও দিয়েছেন জোকারে তাঁর অভিনীত চরিত্রের নামে—‘হার্লে কুইন’। ১৩টি গান নিয়ে এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। ক্যারিয়ারের সপ্তম অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লেডি গাগা। এর মধ্যেই হার্লে কুইনের ঘোষণা গাগাভক্তদের কাছে বাড়তি পাওনা হিসেবেই ধরা দিল।
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এলোমেলো বিভিন্ন লাইন পোস্ট করছিলেন গায়িকা। কখনো লেখেন, ‘আই অ্যাম রেডি ফর মাই ইন্টারভিউ’, এরপর ‘ডোন্ট টেল মি হোয়াট টু ওয়্যার’, ‘নো ডাক্ট টেপ নো মিশন’, ‘মুনডাস্ট গেটস এভরিহোয়্যার’ ও ‘স্টিল নট অক্টোবর’ লেখেন পৃথক পোস্টে। তখন ভক্তরা এসব পোস্টের উদ্দেশ্য বুঝতে না পারলেও এখন সবার কাছে স্পষ্ট, এসব তাঁর হার্লে কুইন অ্যালবামের গানের শিরোনাম। এগুলো ছাড়াও অ্যালবামে থাকবে ‘গুড মর্নিং’, ‘গেট হ্যাপি’, ‘ওহ, হোয়েন দ্য সেইন্টস’, ‘ওয়ার্ল্ড অন আ স্ট্রিং’, ‘দ্যাটস এন্টারটেইনমেন্ট’, ‘স্মাইল’, ‘দ্য জোকার’ ও ‘ফোলি আ ডিউক্স’ শিরোনামের গানগুলো।
টড ফিলিপস পরিচালিত জোকারের প্রথম পর্বটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার। তবে জোকার: ফোলি আ ডিউক্স অনেকটা মিউজিক্যাল ঘরানার। ভ্যারাইটি জানিয়েছে, ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে, সঙ্গে কিছু মৌলিক গানও থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে