ক্রীড়া ডেস্ক
সান সিরোতে রোমাঞ্চকর ও ঐতিহাসিক মুহূর্ত কম রচিত হয়নি। ইতালিয়ান ফুটবল নিয়ে ইতিহাস লিখতে বসলে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের কথা আসবে নিশ্চিতভাবেই। দুই দলের একই মাঠ বা এক স্টেডিয়ামে তিন ড্রেসিংরুম—ইউরোপের ফুটবলে এমন বিরল কিছু শুধু সান সিরোরই।
আজ যখন ইতালিয়ান ফুটবলের এই দুই কুলীন ক্লাব লড়াইয়ে নামবে, মিলানবাসী স্বাভাবিকভাবে দুই ভাগ হয়ে যাবে। ভাইকে কাঁদিয়ে হাসতে চাইবে ভাই। আর যে-ই জিতুক না কেন, নিরপেক্ষরা খুশি হবেন ছয় বছর পর কোনো স্বদেশি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখে।
২০০৭ সালের পর আর ফাইনালে খেলা হয়নি মিলানের। দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শেষ শিরোপাটিও জিতেছে ১৬ বছর আগে। আজ সেই অপেক্ষার ইতি টানতে হলে অনন্য এক প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে স্তেফানো পিওলির শিষ্যদের। দ্বিতীয় লেগে জিততে হবে অন্তত ৩-০ গোলে। প্রথম লেগে স্বাগতিক হয়েও সমর্থকদের সামনে ২-০ গোলে হেরেছে মিলান।
ফাইনালে এক পা দিয়ে রাখা ইন্টারের জন্য কাজটা অবশ্য বেশ সহজ। ১-০ গোলে হারলেও ২০১০ সালের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা। গত ম্যাচের আগপর্যন্ত ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে চার ম্যাচ মুখোমুখি হয়েছিল, তাতে তিন জয় ছিল মিলানের। বাকিটা ড্র। তবে গত সপ্তাহে সেই গেরো খুলেছে ইন্টার। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচের প্রতিটিতে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে জিতেছে নেরাজ্জুরিরা। হজম করেনি একটিও গোলও।
সিমোনো ইনজাঘির শিষ্যরাও ঘরের সমর্থকদের সামনে মাঠে নামবে টানা ৭ জয়ে। তবে লিগে গত ম্যাচে হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাটাও শঙ্কার মুখে মিলানের। ডার্বিতে হারলে হয়তো চাকরিটাও যেতে পারে রোজোনেরিদের কোচ পিওলির। তবে ইনজাঘির ভাবনায় এখন কেবল ফাইনালের স্বপ্ন। গতকাল সংবাদ সম্মলনে এই মিলান ডার্বির গুরুত্বটাও বুঝিয়ে দিলেন ইন্টার কোচ, ‘ইন্টারের ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’
সান সিরোতে রোমাঞ্চকর ও ঐতিহাসিক মুহূর্ত কম রচিত হয়নি। ইতালিয়ান ফুটবল নিয়ে ইতিহাস লিখতে বসলে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের কথা আসবে নিশ্চিতভাবেই। দুই দলের একই মাঠ বা এক স্টেডিয়ামে তিন ড্রেসিংরুম—ইউরোপের ফুটবলে এমন বিরল কিছু শুধু সান সিরোরই।
আজ যখন ইতালিয়ান ফুটবলের এই দুই কুলীন ক্লাব লড়াইয়ে নামবে, মিলানবাসী স্বাভাবিকভাবে দুই ভাগ হয়ে যাবে। ভাইকে কাঁদিয়ে হাসতে চাইবে ভাই। আর যে-ই জিতুক না কেন, নিরপেক্ষরা খুশি হবেন ছয় বছর পর কোনো স্বদেশি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখে।
২০০৭ সালের পর আর ফাইনালে খেলা হয়নি মিলানের। দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শেষ শিরোপাটিও জিতেছে ১৬ বছর আগে। আজ সেই অপেক্ষার ইতি টানতে হলে অনন্য এক প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে স্তেফানো পিওলির শিষ্যদের। দ্বিতীয় লেগে জিততে হবে অন্তত ৩-০ গোলে। প্রথম লেগে স্বাগতিক হয়েও সমর্থকদের সামনে ২-০ গোলে হেরেছে মিলান।
ফাইনালে এক পা দিয়ে রাখা ইন্টারের জন্য কাজটা অবশ্য বেশ সহজ। ১-০ গোলে হারলেও ২০১০ সালের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা। গত ম্যাচের আগপর্যন্ত ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে চার ম্যাচ মুখোমুখি হয়েছিল, তাতে তিন জয় ছিল মিলানের। বাকিটা ড্র। তবে গত সপ্তাহে সেই গেরো খুলেছে ইন্টার। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচের প্রতিটিতে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে জিতেছে নেরাজ্জুরিরা। হজম করেনি একটিও গোলও।
সিমোনো ইনজাঘির শিষ্যরাও ঘরের সমর্থকদের সামনে মাঠে নামবে টানা ৭ জয়ে। তবে লিগে গত ম্যাচে হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাটাও শঙ্কার মুখে মিলানের। ডার্বিতে হারলে হয়তো চাকরিটাও যেতে পারে রোজোনেরিদের কোচ পিওলির। তবে ইনজাঘির ভাবনায় এখন কেবল ফাইনালের স্বপ্ন। গতকাল সংবাদ সম্মলনে এই মিলান ডার্বির গুরুত্বটাও বুঝিয়ে দিলেন ইন্টার কোচ, ‘ইন্টারের ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে