বিনোদন ডেস্ক
রিয়াদে অবস্থিত সৌদি মিউজিক হাব থিয়েটারে ২৫ আগস্ট হয়ে গেল ‘জ্যাজ ইন অ্যাবাউট’ শিরোনামের সংগীতায়োজন। জ্যাজ সংগীতে বুঁদ হতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন গানপ্রেমীরা। সৌদির স্থানীয় শিল্পীদের নিয়েই মূলত ছিল এ আয়োজন। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন নুরাহ আল আম্মারি। কয়েক বছর ধরে সৌদি আরবে জ্যাজ সংগীতের অন্যতম মুখ হয়ে উঠেছেন নুরাহ। কখনো একাই, কখনো দুজন কিংবা চার-পাঁচজনের ব্যান্ড নিয়ে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল নুরাহর। তাঁর শৈশব সমৃদ্ধ করেছে ডিজনির ধ্রুপদি সব সাউন্ডট্র্যাক। ‘দ্য জঙ্গল বুক’-এর আই ওয়ানা বি লাইক ইউ কিংবা ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফস’-এর সাম ডে মাই প্রিন্স উইল কাম গানগুলো তিনি ঘরোয়া আড্ডায় শুনিয়েছেন শৈশবে। নুরাহ আল আম্মারি বলেন, ‘যখন একটু বড় হলাম, একটি সিডি কিনলাম, যাতে বিখ্যাত সব জ্যাজ শিল্পীর গান ছিল। যেমন বিলি হলিডে, এলা ফিটজেরাল্ড, বিং ক্রসবি ও ইটা জেমস। তাঁদের গানগুলো আমাকে এতটাই আকৃষ্ট করে যে মনে হয়েছিল, গানগুলো আমার অন্তরের কথা বলছে।’
সৌদি আরবে জ্যাজ সংগীত নিয়ে উন্মাদনা নতুন হলেও নুরাহ আল আম্মারি মনে করেন, এ প্রবণতা সৌদিতে আগে থেকেই ছিল। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদিতে আগে থেকেই এমন অনেক স্থানীয় শিল্পী ছিলেন, যাঁরা জ্যাজ সংগীতকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের জ্যাজ ব্যান্ড ছিল। এমনকি এখানকার শ্রোতাদের মধ্যে ক্লাসিক্যাল ও আধুনিক জ্যাজ গানের প্রতি আগ্রহ সব সময়ই ছিল।’
সৌদি আরবে দীর্ঘদিন ধরে সংগীতচর্চাসহ সাংস্কৃতিক কার্যকলাপে অনেকটাই কড়াকড়ি ছিল। তবে সৌদি যুবরাজের নতুন ভিশন ২০৩০ অনুসারে দেশটিতে এখন তৈরি হয়েছে সাংস্কৃতিক পরিবেশ। নেওয়া হয়েছে অনেক সরকারি-বেসরকারি উদ্যোগ। শিল্প ও সংগীতচর্চায় দেশটির শিল্পীরা জোর কদমে এগিয়ে এসেছেন। নুরাহ আল আম্মারি বলেন, ‘২০১৯ সালের পর থেকে এখানে সংগীতচর্চার চিত্র পুরোপুরি বদলে গেছে। আমরা অনেক অনুষ্ঠান করছি। অনেক নতুন-পুরোনো ব্যান্ড এবং শিল্পী এগিয়ে এসেছেন। তাঁরা পারফর্ম করছেন, মৌলিক গান তৈরি করছেন।’ নুরাহর প্রত্যাশা, সৌদি আরবের সংগীত একদিন সারা বিশ্বে ছড়িয়ে যাবে।
রিয়াদে অবস্থিত সৌদি মিউজিক হাব থিয়েটারে ২৫ আগস্ট হয়ে গেল ‘জ্যাজ ইন অ্যাবাউট’ শিরোনামের সংগীতায়োজন। জ্যাজ সংগীতে বুঁদ হতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন গানপ্রেমীরা। সৌদির স্থানীয় শিল্পীদের নিয়েই মূলত ছিল এ আয়োজন। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন নুরাহ আল আম্মারি। কয়েক বছর ধরে সৌদি আরবে জ্যাজ সংগীতের অন্যতম মুখ হয়ে উঠেছেন নুরাহ। কখনো একাই, কখনো দুজন কিংবা চার-পাঁচজনের ব্যান্ড নিয়ে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল নুরাহর। তাঁর শৈশব সমৃদ্ধ করেছে ডিজনির ধ্রুপদি সব সাউন্ডট্র্যাক। ‘দ্য জঙ্গল বুক’-এর আই ওয়ানা বি লাইক ইউ কিংবা ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফস’-এর সাম ডে মাই প্রিন্স উইল কাম গানগুলো তিনি ঘরোয়া আড্ডায় শুনিয়েছেন শৈশবে। নুরাহ আল আম্মারি বলেন, ‘যখন একটু বড় হলাম, একটি সিডি কিনলাম, যাতে বিখ্যাত সব জ্যাজ শিল্পীর গান ছিল। যেমন বিলি হলিডে, এলা ফিটজেরাল্ড, বিং ক্রসবি ও ইটা জেমস। তাঁদের গানগুলো আমাকে এতটাই আকৃষ্ট করে যে মনে হয়েছিল, গানগুলো আমার অন্তরের কথা বলছে।’
সৌদি আরবে জ্যাজ সংগীত নিয়ে উন্মাদনা নতুন হলেও নুরাহ আল আম্মারি মনে করেন, এ প্রবণতা সৌদিতে আগে থেকেই ছিল। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদিতে আগে থেকেই এমন অনেক স্থানীয় শিল্পী ছিলেন, যাঁরা জ্যাজ সংগীতকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের জ্যাজ ব্যান্ড ছিল। এমনকি এখানকার শ্রোতাদের মধ্যে ক্লাসিক্যাল ও আধুনিক জ্যাজ গানের প্রতি আগ্রহ সব সময়ই ছিল।’
সৌদি আরবে দীর্ঘদিন ধরে সংগীতচর্চাসহ সাংস্কৃতিক কার্যকলাপে অনেকটাই কড়াকড়ি ছিল। তবে সৌদি যুবরাজের নতুন ভিশন ২০৩০ অনুসারে দেশটিতে এখন তৈরি হয়েছে সাংস্কৃতিক পরিবেশ। নেওয়া হয়েছে অনেক সরকারি-বেসরকারি উদ্যোগ। শিল্প ও সংগীতচর্চায় দেশটির শিল্পীরা জোর কদমে এগিয়ে এসেছেন। নুরাহ আল আম্মারি বলেন, ‘২০১৯ সালের পর থেকে এখানে সংগীতচর্চার চিত্র পুরোপুরি বদলে গেছে। আমরা অনেক অনুষ্ঠান করছি। অনেক নতুন-পুরোনো ব্যান্ড এবং শিল্পী এগিয়ে এসেছেন। তাঁরা পারফর্ম করছেন, মৌলিক গান তৈরি করছেন।’ নুরাহর প্রত্যাশা, সৌদি আরবের সংগীত একদিন সারা বিশ্বে ছড়িয়ে যাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে