নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাখি দেখতে আমরা সবাই ভালোবাসি। কী সুন্দর রঙিন পালক! নীল আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের গায়ে লাগে সোনালি রোদ। তোমারও ইচ্ছে করে তেমন করে উড়তে? মানুষের পক্ষে আকাশে ওড়া সম্ভব না হলেও পাখিদের বিচিত্র গল্প শুনতে তোমার ভালো লাগবে।
বইমেলায় নতুন বই এসেছে পাখি নিয়ে। লিখেছেন আমাদের দেশের বরেণ্য পাখিবিশারদ ইনাম আল হক। বইটির নাম ‘রূপসী বাংলার পাখি’। ইনাম আল হক মানেই পাখির গল্প, পাখির সঙ্গে পরিবেশ আর তোমারও গল্প। বউ কথা কও, পাপিয়া, শালিক, দোয়েল, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, শকুন, ইগল, ডাহুক, ময়ূর, শঙ্খচিল, বুলবুল, লক্ষ্মীপ্যাঁচা এই পাখিগুলো আমাদের কীভাবে উপকার করে, জানো?
যে মাছের রোগ হয় সেগুলোই ধরে ধরে খায় কুরা ইগল। তাই সুস্থ মাছের মধ্যে রোগ ছড়ায় না। মাছ ছাড়াও সাপ, ইঁদুর, গিরগিটি কিংবা ব্যাঙও খায় কুরা ঈগল।
গাছের ডালে কখনো হলুদ রঙের পাখি দেখেছ? কালো ও হলুদ রঙের পাখিটির নাম হলো বেনেবউ। এরা বর্ষাকালে ডাকে। দোয়েল পাখি তো অনেক দেখো, কখনো খেয়াল করেছ কি, এটা নিজেদের ডানা খুলে আবার বন্ধ করে একটা খেলা খেলে। এই খেলা তুমি দেখলে তুমিও মজা পাবে।
মেছো প্যাঁচা কত দিন বাঁচে? ৩০ বছর। জেনে মজা পাবে, এ পাখিটি যুগ যুগ ধরে একই জায়গায় থাকে। শ্যামা ঘুঘুর ঠোঁট টুকটুকে লাল। এই পাখি কিন্তু বাঁশঝাড় থেকেই খাবার পায়, বাঁশঝাড়ের খাবার ছাড়া তারা বাঁচতেও পারবে না।
বইটি প্রকাশ করেছে টুনটুনি প্রকাশন। দাম ৩০০ টাকা।
পাখি দেখতে আমরা সবাই ভালোবাসি। কী সুন্দর রঙিন পালক! নীল আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের গায়ে লাগে সোনালি রোদ। তোমারও ইচ্ছে করে তেমন করে উড়তে? মানুষের পক্ষে আকাশে ওড়া সম্ভব না হলেও পাখিদের বিচিত্র গল্প শুনতে তোমার ভালো লাগবে।
বইমেলায় নতুন বই এসেছে পাখি নিয়ে। লিখেছেন আমাদের দেশের বরেণ্য পাখিবিশারদ ইনাম আল হক। বইটির নাম ‘রূপসী বাংলার পাখি’। ইনাম আল হক মানেই পাখির গল্প, পাখির সঙ্গে পরিবেশ আর তোমারও গল্প। বউ কথা কও, পাপিয়া, শালিক, দোয়েল, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, শকুন, ইগল, ডাহুক, ময়ূর, শঙ্খচিল, বুলবুল, লক্ষ্মীপ্যাঁচা এই পাখিগুলো আমাদের কীভাবে উপকার করে, জানো?
যে মাছের রোগ হয় সেগুলোই ধরে ধরে খায় কুরা ইগল। তাই সুস্থ মাছের মধ্যে রোগ ছড়ায় না। মাছ ছাড়াও সাপ, ইঁদুর, গিরগিটি কিংবা ব্যাঙও খায় কুরা ঈগল।
গাছের ডালে কখনো হলুদ রঙের পাখি দেখেছ? কালো ও হলুদ রঙের পাখিটির নাম হলো বেনেবউ। এরা বর্ষাকালে ডাকে। দোয়েল পাখি তো অনেক দেখো, কখনো খেয়াল করেছ কি, এটা নিজেদের ডানা খুলে আবার বন্ধ করে একটা খেলা খেলে। এই খেলা তুমি দেখলে তুমিও মজা পাবে।
মেছো প্যাঁচা কত দিন বাঁচে? ৩০ বছর। জেনে মজা পাবে, এ পাখিটি যুগ যুগ ধরে একই জায়গায় থাকে। শ্যামা ঘুঘুর ঠোঁট টুকটুকে লাল। এই পাখি কিন্তু বাঁশঝাড় থেকেই খাবার পায়, বাঁশঝাড়ের খাবার ছাড়া তারা বাঁচতেও পারবে না।
বইটি প্রকাশ করেছে টুনটুনি প্রকাশন। দাম ৩০০ টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে