বিনোদন ডেস্ক
২০২১ সালে নেটফ্লিক্সের একটি সিরিজ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। কোরিয়ান ওই সিরিজ মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। তিন বছর পর সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। সোহমের দাবি, তাঁর নির্মিত ‘লাক’ সিনেমার গল্প টুকে স্কুইড গেম বানিয়েছেন কোরিয়ান নির্মাতা হোয়াং ডং-হিউক। তবে ভারতীয় নির্মাতার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেটফ্লিক্স।
স্কুইড গেম সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে। এতে ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত, ছয়টি ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই প্রতিযোগী পাবে বিপুল পরিমাণ টাকা। গেমগুলো খুব সাধারণ—মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি-টানাটানি ইত্যাদি। এই খেলায় যখন কেউ হেরে যাবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
নির্মাতা সোহম শাহের দাবি, ২০০৯ সালেই লাক সিনেমায় এমন গল্প দেখিয়েছিলেন তিনি। লাক সিনেমায় দেখা যায়, মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবদলের সুযোগ করে দেয়। তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায়, যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ, আর হারলে নিশ্চিত মৃত্যু। এতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান, শ্রুতি হাসান প্রমুখ।
সোহম জানান, গল্পটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। সিনেমাটি মুক্তির পর ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পায়।
অন্যদিকে, হোয়াং ডং-হিউক স্কুইড সিরিজের গল্প লেখেন ২০০৯ সালে, যে বছর লাক মুক্তি পায়। সোহমের আশঙ্কা, হোয়াং ডং-হিউক হয়তো লাক দেখেছেন এবং সেটার আদলে স্কুইড গেমের গল্প লিখেছেন। তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন সোহম শাহ। তবে হিন্দুস্তান টাইমসকে এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেম সম্পূর্ণ হোয়াং ডং-হিউকের সৃষ্টি। তাঁর পক্ষেই আমাদের অবস্থান অটল থাকবে।’
জানা গেছে, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার তিন বছর পরের গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে। ‘স্কুইড গেম টু’র প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর।
২০২১ সালে নেটফ্লিক্সের একটি সিরিজ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। কোরিয়ান ওই সিরিজ মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। তিন বছর পর সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। সোহমের দাবি, তাঁর নির্মিত ‘লাক’ সিনেমার গল্প টুকে স্কুইড গেম বানিয়েছেন কোরিয়ান নির্মাতা হোয়াং ডং-হিউক। তবে ভারতীয় নির্মাতার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেটফ্লিক্স।
স্কুইড গেম সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে। এতে ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত, ছয়টি ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই প্রতিযোগী পাবে বিপুল পরিমাণ টাকা। গেমগুলো খুব সাধারণ—মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি-টানাটানি ইত্যাদি। এই খেলায় যখন কেউ হেরে যাবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
নির্মাতা সোহম শাহের দাবি, ২০০৯ সালেই লাক সিনেমায় এমন গল্প দেখিয়েছিলেন তিনি। লাক সিনেমায় দেখা যায়, মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবদলের সুযোগ করে দেয়। তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায়, যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ, আর হারলে নিশ্চিত মৃত্যু। এতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান, শ্রুতি হাসান প্রমুখ।
সোহম জানান, গল্পটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। সিনেমাটি মুক্তির পর ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পায়।
অন্যদিকে, হোয়াং ডং-হিউক স্কুইড সিরিজের গল্প লেখেন ২০০৯ সালে, যে বছর লাক মুক্তি পায়। সোহমের আশঙ্কা, হোয়াং ডং-হিউক হয়তো লাক দেখেছেন এবং সেটার আদলে স্কুইড গেমের গল্প লিখেছেন। তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন সোহম শাহ। তবে হিন্দুস্তান টাইমসকে এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেম সম্পূর্ণ হোয়াং ডং-হিউকের সৃষ্টি। তাঁর পক্ষেই আমাদের অবস্থান অটল থাকবে।’
জানা গেছে, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার তিন বছর পরের গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে। ‘স্কুইড গেম টু’র প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে