জাহীদ রেজা নূর
১৩ ডিসেম্বর ছিল অশান্ত একটি দিন। যৌথ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তান বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। তবে যেকোনো সময় বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর চলে আসতে পারে, এ রকম খবরে মানুষের মনে উদ্বেগ দেখা দেয়। তবে সে সময়ই খবর আসে, সোভিয়েত ইউনিয়নের ষষ্ঠ নৌবহর নিঃশব্দে মার্কিন সপ্তম নৌবহরকে অনুসরণ করছে, এতে কিছুটা স্বস্তি পায় সবাই।
এ দিন মানিকগঞ্জ মুক্ত হয়। ময়মনসিংহ ও টাঙ্গাইল মুক্ত হয়েছিল আগেই। যৌথ বাহিনী ওই দিক থেকে ঢাকার ২০ মাইলের মধ্যে পৌঁছে যায়। কামানের গোলার শব্দে ঢাকার আশপাশ প্রকম্পিত হতে থাকে। ভারতীয় বাহিনীর প্রধান জেনারেল মানেক শ বারবার পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। তিনি বলেন, যৌথ বাহিনী এখন ঢাকাকে ঘিরে ধরেছে। ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু।
ঢাকার চারপাশে অনেক পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করলেও ঢাকায় নিয়াজী তখনো আত্মসমর্পণে রাজি হলেন না। রাও ফরমান আলী জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, পাকিস্তানের সৈন্যদের স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও সে প্রস্তাবে ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সে প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। যুদ্ধ চলতেই থাকবে।’ নিয়াজী বলেন, ‘ঢাকার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমার সৈন্যরা শেষ পর্যন্ত লড়াই করে যাবে।’
এই বীরত্ব দেখানোর কারণ হলো, তারা তখন নিশ্চিত ছিল যে, মার্কিন সপ্তম নৌবহর সময়মতো যুদ্ধে যোগ দেবে। এই দিন দিবাগত রাত ২টায় প্রেসিডেন্ট নিক্সন ফোন করেন ইয়াহিয়া খানকে। তিনি পাকিস্তানের প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তাদের গুরুত্বপূর্ণ বন্ধু বলে মনে করে। তিনি বলেন, ভারত মহাসাগরে অবস্থিত সপ্তম নৌবহরকে অবিলম্বে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে ইয়াহিয়া আশ্বস্ত হন।
এই দিন হটলাইনের মাধ্যমে সোভিয়েত নেতা ব্রেজনেভ মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে জানান, ভারতের সঙ্গে তাঁরা কথা চালিয়ে যাচ্ছেন। ব্রেজনেভের বার্তায় কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল না। যুদ্ধবিরতি বা অস্ত্রসংবরণের কোনো চিহ্নও তখন দেখা যাচ্ছিল না।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এ দিন যুক্ত বিবৃতি দেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশ থেকে জাতিসংঘের যেসব কর্মী, কূটনীতিক ও বিদেশি নাগরিক নিরাপদে সরে আসতে চান, বাংলাদেশ সরকার তাদের সম্ভাব্য সব রকম সুযোগ-সুবিধা দেবে।
ডেইলি টেলিগ্রাফের ঢাকা সংবাদদাতা ক্লেয়ার হোলিংওয়ার্থের বরাত দিয়ে এ দিন বিবিসি জানায়, পাকিস্তানি সেনাদের হাতেই পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী বন্দী হয়েছেন। খবরটা ছাপা হয় আনন্দবাজার পত্রিকায়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দিন জাতিসংঘের মহাসচিব উ থান্টকে লেখা এক চিঠিতে বলেন, মহাসচিব মহোদয় যদি ভারতীয় উপমহাদেশে শান্তির পুনঃপ্রতিষ্ঠা সত্যিই কামনা করেন, তাহলে তাঁকে বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতের মূল কারণ কী, তা খোলা চোখে দেখতে হবে। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে অর্থাৎ আক্রান্ত ও আক্রমণকারীকে এই কাতারে ফেলা হয়েছে, যা আপত্তিকর। তিনি এ ব্যাপারে একটি শর্ত দেন। বলেন, ভারত বাহিনী ফিরে আসবে একটি শর্তে। তা হলো, বাংলাদেশ থেকে পাকিস্তানি ফৌজ হটিয়ে দিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তানি শাসক চক্রকে আলোচনায় বসতে হবে।
সূত্র: মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগ, যুদ্ধদিনের কথা ১৯৭১,। হাসান ফেরদৌস, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা। ১৪ ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকা।
১৩ ডিসেম্বর ছিল অশান্ত একটি দিন। যৌথ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তান বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। তবে যেকোনো সময় বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর চলে আসতে পারে, এ রকম খবরে মানুষের মনে উদ্বেগ দেখা দেয়। তবে সে সময়ই খবর আসে, সোভিয়েত ইউনিয়নের ষষ্ঠ নৌবহর নিঃশব্দে মার্কিন সপ্তম নৌবহরকে অনুসরণ করছে, এতে কিছুটা স্বস্তি পায় সবাই।
এ দিন মানিকগঞ্জ মুক্ত হয়। ময়মনসিংহ ও টাঙ্গাইল মুক্ত হয়েছিল আগেই। যৌথ বাহিনী ওই দিক থেকে ঢাকার ২০ মাইলের মধ্যে পৌঁছে যায়। কামানের গোলার শব্দে ঢাকার আশপাশ প্রকম্পিত হতে থাকে। ভারতীয় বাহিনীর প্রধান জেনারেল মানেক শ বারবার পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। তিনি বলেন, যৌথ বাহিনী এখন ঢাকাকে ঘিরে ধরেছে। ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু।
ঢাকার চারপাশে অনেক পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করলেও ঢাকায় নিয়াজী তখনো আত্মসমর্পণে রাজি হলেন না। রাও ফরমান আলী জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, পাকিস্তানের সৈন্যদের স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও সে প্রস্তাবে ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সে প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। যুদ্ধ চলতেই থাকবে।’ নিয়াজী বলেন, ‘ঢাকার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমার সৈন্যরা শেষ পর্যন্ত লড়াই করে যাবে।’
এই বীরত্ব দেখানোর কারণ হলো, তারা তখন নিশ্চিত ছিল যে, মার্কিন সপ্তম নৌবহর সময়মতো যুদ্ধে যোগ দেবে। এই দিন দিবাগত রাত ২টায় প্রেসিডেন্ট নিক্সন ফোন করেন ইয়াহিয়া খানকে। তিনি পাকিস্তানের প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তাদের গুরুত্বপূর্ণ বন্ধু বলে মনে করে। তিনি বলেন, ভারত মহাসাগরে অবস্থিত সপ্তম নৌবহরকে অবিলম্বে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে ইয়াহিয়া আশ্বস্ত হন।
এই দিন হটলাইনের মাধ্যমে সোভিয়েত নেতা ব্রেজনেভ মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে জানান, ভারতের সঙ্গে তাঁরা কথা চালিয়ে যাচ্ছেন। ব্রেজনেভের বার্তায় কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল না। যুদ্ধবিরতি বা অস্ত্রসংবরণের কোনো চিহ্নও তখন দেখা যাচ্ছিল না।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এ দিন যুক্ত বিবৃতি দেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশ থেকে জাতিসংঘের যেসব কর্মী, কূটনীতিক ও বিদেশি নাগরিক নিরাপদে সরে আসতে চান, বাংলাদেশ সরকার তাদের সম্ভাব্য সব রকম সুযোগ-সুবিধা দেবে।
ডেইলি টেলিগ্রাফের ঢাকা সংবাদদাতা ক্লেয়ার হোলিংওয়ার্থের বরাত দিয়ে এ দিন বিবিসি জানায়, পাকিস্তানি সেনাদের হাতেই পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী বন্দী হয়েছেন। খবরটা ছাপা হয় আনন্দবাজার পত্রিকায়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দিন জাতিসংঘের মহাসচিব উ থান্টকে লেখা এক চিঠিতে বলেন, মহাসচিব মহোদয় যদি ভারতীয় উপমহাদেশে শান্তির পুনঃপ্রতিষ্ঠা সত্যিই কামনা করেন, তাহলে তাঁকে বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতের মূল কারণ কী, তা খোলা চোখে দেখতে হবে। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে অর্থাৎ আক্রান্ত ও আক্রমণকারীকে এই কাতারে ফেলা হয়েছে, যা আপত্তিকর। তিনি এ ব্যাপারে একটি শর্ত দেন। বলেন, ভারত বাহিনী ফিরে আসবে একটি শর্তে। তা হলো, বাংলাদেশ থেকে পাকিস্তানি ফৌজ হটিয়ে দিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তানি শাসক চক্রকে আলোচনায় বসতে হবে।
সূত্র: মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগ, যুদ্ধদিনের কথা ১৯৭১,। হাসান ফেরদৌস, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা। ১৪ ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে