মাদারীপুর প্রতিনিধি
শোয়ার ঘরে গলা কেটে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে হত্যার এক সপ্তাহেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারায় হতাশ বাদীপক্ষ। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে জহিরুলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই শাহীন সরদার। এই সময়েও আসামি শনাক্ত না হওয়ায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত নিহতের পরিবার।
মামলার বাদী শাহীন সরদার বলেন, ‘হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। কিন্তু পুলিশ এই সময়েও কাউকে শনাক্ত করতে পারেনি। তথ্যপ্রযুক্তির যুগে এত দিনে কাউকে শনাক্ত করতে না পারার বিষয়টি দুঃখজনক। বরং থানায় তাগাদা দিলে আমাদের শান্ত থাকার কথা বলা হচ্ছে। এতে ভবিষ্যতে কেমন বিচার পাব, সে নিয়ে সন্দিহান আমরা।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘চাইলেই কাউকে গ্রেপ্তার করা যায় না। সন্দেহজনকভাবে হয়রানি করাও ঠিক হবে না। তথ্যপ্রযুক্তি আর স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করা হবে। আশা রাখি, দ্রুতই অপরাধীকে শনাক্ত করা যাবে। এই হত্যার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে মূল ঘটনা উদ্ঘাটন করা যাবে। এর বাইরে কিছু করার সুযোগ নেই।’
জানা গেছে, সকালে জহিরুল ঘুম থেকে না উঠলে তাঁর মা ছেলের কক্ষে যান। এ সময় ছেলের গলাকাটা লাশ দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শোয়ার ঘরে গলা কেটে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে হত্যার এক সপ্তাহেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারায় হতাশ বাদীপক্ষ। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে জহিরুলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই শাহীন সরদার। এই সময়েও আসামি শনাক্ত না হওয়ায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত নিহতের পরিবার।
মামলার বাদী শাহীন সরদার বলেন, ‘হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। কিন্তু পুলিশ এই সময়েও কাউকে শনাক্ত করতে পারেনি। তথ্যপ্রযুক্তির যুগে এত দিনে কাউকে শনাক্ত করতে না পারার বিষয়টি দুঃখজনক। বরং থানায় তাগাদা দিলে আমাদের শান্ত থাকার কথা বলা হচ্ছে। এতে ভবিষ্যতে কেমন বিচার পাব, সে নিয়ে সন্দিহান আমরা।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘চাইলেই কাউকে গ্রেপ্তার করা যায় না। সন্দেহজনকভাবে হয়রানি করাও ঠিক হবে না। তথ্যপ্রযুক্তি আর স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করা হবে। আশা রাখি, দ্রুতই অপরাধীকে শনাক্ত করা যাবে। এই হত্যার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে মূল ঘটনা উদ্ঘাটন করা যাবে। এর বাইরে কিছু করার সুযোগ নেই।’
জানা গেছে, সকালে জহিরুল ঘুম থেকে না উঠলে তাঁর মা ছেলের কক্ষে যান। এ সময় ছেলের গলাকাটা লাশ দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে