নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ছুটিতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও পুরো কোচিং স্টাফ। বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা, কোচদের চুক্তি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাপ কমানো, আগামী বিপিএল, নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের জন্য বিশেষ সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় আলোচনা হবে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়েও।
বিশেষ সভার আলোচ্যসূচি নিয়ে বিসিবির এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিশেষ করে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন নিয়ে আলোচনা হবে। স্টেডিয়াম নির্মাণ খরচের টাকাপয়সা চূড়ান্ত করা। যেহেতু বিশ্বকাপের পরই সভা, বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এখানে। দলের পারফরম্যান্স পর্যালোচনা হবে।’
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে আগেই চূড়ান্ত করেছে বিসিবি। নির্মাণ খরচের চূড়ান্ত হিসাব-নিকাশ প্রকাশ ও অনুমোদন পাবে বোর্ড সভায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩টি জয় পেলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থেকে গেছে। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ মেলানোর সাহস না দেখিয়ে উল্টো হেরে যাওয়ায় দল তুমুল সমালোচিত।
ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্ষমাও চেয়েছেন। দলের এই পারফরম্যান্স নিয়ে আবার সন্তুষ্ট বিসিবি। দুই দিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের একটা লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ড কোয়ালিফাই করা। সেদিক দিয়ে আমরা কোয়ালিফাই করেছি। অবশ্যই এটা ইতিবাচক দিক। এদিক থেকে লক্ষ্যে পৌঁছাতে পারায় সবাই খুশি।’
বোলিংটা দুর্দান্ত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যাটিং-ব্যর্থতার প্রভাব ছিল স্পষ্ট। ব্যাট হাতে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, জাকের আলী, শান্ত, সাকিব, মাহমুদউল্লাহরা ছিলেন ফ্লপ। প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়া দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার—৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ ও ৩৭ বছর বয়সী সাকিবকে টি-টোয়েন্টি সংস্করণে সামনে বিবেচনায় রাখা হবে কি না, এ ব্যাপারেও আলোচনা হবে সভায়। সাকিব থাকলেও মাহমুদউল্লাহ অবশ্য এ বছর টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে নেই।
ক্যারিয়ারে বয়সও এখন সাকিব-মাহমুদউল্লাহর বাধা। এবারের বিশ্বকাপে বোলিংয়ে নিজের কোটাও পূরণ করা হয়নি সাকিবের। বিশ্বকাপ জিতে রোহিত শর্মা-বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজার অবসরের ঘটনার পর বাংলাদেশে দুই অভিজ্ঞ তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত। সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারও নাম উল্লেখ করে বলছি না, যারা পারফর্ম করবে তারাই খেলবে।’
প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে। দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তি বিসিবির। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বছর চলছে তাঁর। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ হওয়ার কথা মেয়াদ। অধিনায়কত্ব পাওয়ায় ব্যাটিংয়ে ছন্দ হারিয়েছেন শান্ত। কোচদের চুক্তির মেয়াদ ও শান্তর চাপ কমানো প্রসঙ্গে জালাল বলেছেন, ‘কোচ নিয়োগ, অধিনায়কত্ব—এগুলো নিয়ে বোর্ড সভায় আলোচনা হবে।’
নির্বাচক প্যানেলের সদস্যরা বলছেন, অভিজ্ঞ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে বোর্ড সভা শেষে পরের নির্দেশনার অপেক্ষায় তাঁরা। এক নির্বাচক বললেন, ‘বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প চলছে। আগস্টে বাংলাদেশ সফরে দুটি টেস্ট রয়েছে। সামনে নির্দেশনা আসবে বিসিবির বোর্ড সভা থেকে। যারা ব্যর্থ হয়েছে, তাদের সমস্যা কী ছিল, টিম ম্যানেজমেন্ট বা কোচিং নিয়েও আলোচনা হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ছুটিতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও পুরো কোচিং স্টাফ। বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা, কোচদের চুক্তি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাপ কমানো, আগামী বিপিএল, নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের জন্য বিশেষ সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় আলোচনা হবে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়েও।
বিশেষ সভার আলোচ্যসূচি নিয়ে বিসিবির এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিশেষ করে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন নিয়ে আলোচনা হবে। স্টেডিয়াম নির্মাণ খরচের টাকাপয়সা চূড়ান্ত করা। যেহেতু বিশ্বকাপের পরই সভা, বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এখানে। দলের পারফরম্যান্স পর্যালোচনা হবে।’
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে আগেই চূড়ান্ত করেছে বিসিবি। নির্মাণ খরচের চূড়ান্ত হিসাব-নিকাশ প্রকাশ ও অনুমোদন পাবে বোর্ড সভায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩টি জয় পেলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থেকে গেছে। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ মেলানোর সাহস না দেখিয়ে উল্টো হেরে যাওয়ায় দল তুমুল সমালোচিত।
ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্ষমাও চেয়েছেন। দলের এই পারফরম্যান্স নিয়ে আবার সন্তুষ্ট বিসিবি। দুই দিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের একটা লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ড কোয়ালিফাই করা। সেদিক দিয়ে আমরা কোয়ালিফাই করেছি। অবশ্যই এটা ইতিবাচক দিক। এদিক থেকে লক্ষ্যে পৌঁছাতে পারায় সবাই খুশি।’
বোলিংটা দুর্দান্ত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যাটিং-ব্যর্থতার প্রভাব ছিল স্পষ্ট। ব্যাট হাতে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, জাকের আলী, শান্ত, সাকিব, মাহমুদউল্লাহরা ছিলেন ফ্লপ। প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়া দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার—৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ ও ৩৭ বছর বয়সী সাকিবকে টি-টোয়েন্টি সংস্করণে সামনে বিবেচনায় রাখা হবে কি না, এ ব্যাপারেও আলোচনা হবে সভায়। সাকিব থাকলেও মাহমুদউল্লাহ অবশ্য এ বছর টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে নেই।
ক্যারিয়ারে বয়সও এখন সাকিব-মাহমুদউল্লাহর বাধা। এবারের বিশ্বকাপে বোলিংয়ে নিজের কোটাও পূরণ করা হয়নি সাকিবের। বিশ্বকাপ জিতে রোহিত শর্মা-বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজার অবসরের ঘটনার পর বাংলাদেশে দুই অভিজ্ঞ তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত। সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারও নাম উল্লেখ করে বলছি না, যারা পারফর্ম করবে তারাই খেলবে।’
প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে। দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তি বিসিবির। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বছর চলছে তাঁর। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ হওয়ার কথা মেয়াদ। অধিনায়কত্ব পাওয়ায় ব্যাটিংয়ে ছন্দ হারিয়েছেন শান্ত। কোচদের চুক্তির মেয়াদ ও শান্তর চাপ কমানো প্রসঙ্গে জালাল বলেছেন, ‘কোচ নিয়োগ, অধিনায়কত্ব—এগুলো নিয়ে বোর্ড সভায় আলোচনা হবে।’
নির্বাচক প্যানেলের সদস্যরা বলছেন, অভিজ্ঞ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে বোর্ড সভা শেষে পরের নির্দেশনার অপেক্ষায় তাঁরা। এক নির্বাচক বললেন, ‘বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প চলছে। আগস্টে বাংলাদেশ সফরে দুটি টেস্ট রয়েছে। সামনে নির্দেশনা আসবে বিসিবির বোর্ড সভা থেকে। যারা ব্যর্থ হয়েছে, তাদের সমস্যা কী ছিল, টিম ম্যানেজমেন্ট বা কোচিং নিয়েও আলোচনা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে