মো. মাহবুব-উল-আহসান উল্লাস, খোকসা (কুষ্টিয়া)
ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তীব্র এ শীতে কুষ্টিয়ার খোকসায় পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। খোকসার বিভিন্ন হাটবাজারে ও ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে পুরোনো কাপড় বেচাকেনা।
হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের দোকানগুলো থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছেন। ক্রেতারা জানান, নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরোনো কাপড় দোকানের দিকে তাঁরা ছুটছেন। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে থাকে উপচেপড়া ভিড়।
সরেজমিনে দেখা যায়, খোকসা পৌর মার্কেটের সামনে ও থানা রোডের ফুটপাতের দোকানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো শীতের গরম পোশাক বিক্রি হচ্ছে। কম দামে শীতের পোশাক কিনতে এসব দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতা।
পৌর মার্কেটের সামনের ফুটপাতে শীতের পুরনো কাপড়ের দোকান ঘুরে জানা গেছে, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ১৫০ টাকা, বড়দের সোয়েটার ১৫০ থেকে ৩০০, ছোটদের জ্যাকেট ১৫০ থেকে ৫০০, বড়দের জ্যাকেট ২০০ থেকে ১০০০, ব্লেজার ১০০ থেকে ৫০০, ফ্রক জ্যাকেট ২০০ থেকে ৪০০, উলের তৈরি ছোটদের পায়জামা ১০০ থেকে ২০০ ও বড়দের পায়জামা ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর এলাকার প্রধান সড়কের পোস্ট অফিসের সামনের ফুটপাত থেকে শীতের পোশাক কিনছেন কমলাপুর গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, নতুন সোয়েটারের দাম বেশি হাওয়ার জন্য তা কিনতে পারলাম না। তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ২৩০ টাকা দিয়ে পুরনো সোয়েটার কিনলাম।
একই এলাকায় শীতের কাপড় কিনতে আসা ভ্যানচালক রিয়াজ উদ্দিন বলেন, অনেক রাত ধরে ভ্যান চালাই। এ জন্য মোটা কাপড় ছাড়া শীত নিবারণ করা যাচ্ছে না। এখানে কম দামে ভালো জ্যাকেট পাওয়ার আশায় এসেছি। তবে এ বছর দাম তুলনামূলক বেশি।
থানা রোডের পাশের ফুটপাতে শীতের পোশাক কিনতে এসেন বিলজানি গ্রামের জাহানারা বেগম। তিনি বলেন, কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় তাই প্রতিবছর এখান থেকে কাপড় কিনি।
থানা রোডের ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতা মিলন শেখ বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ পুরোনো কাপড়ের দোকানে বেশি আসেন। গত বছরের তুলনায় পুরনো কাপড়ের দাম এ বছর কিছুটা বেশি বলে জানান তিনি।
ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তীব্র এ শীতে কুষ্টিয়ার খোকসায় পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। খোকসার বিভিন্ন হাটবাজারে ও ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে পুরোনো কাপড় বেচাকেনা।
হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের দোকানগুলো থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছেন। ক্রেতারা জানান, নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরোনো কাপড় দোকানের দিকে তাঁরা ছুটছেন। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে থাকে উপচেপড়া ভিড়।
সরেজমিনে দেখা যায়, খোকসা পৌর মার্কেটের সামনে ও থানা রোডের ফুটপাতের দোকানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো শীতের গরম পোশাক বিক্রি হচ্ছে। কম দামে শীতের পোশাক কিনতে এসব দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতা।
পৌর মার্কেটের সামনের ফুটপাতে শীতের পুরনো কাপড়ের দোকান ঘুরে জানা গেছে, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ১৫০ টাকা, বড়দের সোয়েটার ১৫০ থেকে ৩০০, ছোটদের জ্যাকেট ১৫০ থেকে ৫০০, বড়দের জ্যাকেট ২০০ থেকে ১০০০, ব্লেজার ১০০ থেকে ৫০০, ফ্রক জ্যাকেট ২০০ থেকে ৪০০, উলের তৈরি ছোটদের পায়জামা ১০০ থেকে ২০০ ও বড়দের পায়জামা ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর এলাকার প্রধান সড়কের পোস্ট অফিসের সামনের ফুটপাত থেকে শীতের পোশাক কিনছেন কমলাপুর গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, নতুন সোয়েটারের দাম বেশি হাওয়ার জন্য তা কিনতে পারলাম না। তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ২৩০ টাকা দিয়ে পুরনো সোয়েটার কিনলাম।
একই এলাকায় শীতের কাপড় কিনতে আসা ভ্যানচালক রিয়াজ উদ্দিন বলেন, অনেক রাত ধরে ভ্যান চালাই। এ জন্য মোটা কাপড় ছাড়া শীত নিবারণ করা যাচ্ছে না। এখানে কম দামে ভালো জ্যাকেট পাওয়ার আশায় এসেছি। তবে এ বছর দাম তুলনামূলক বেশি।
থানা রোডের পাশের ফুটপাতে শীতের পোশাক কিনতে এসেন বিলজানি গ্রামের জাহানারা বেগম। তিনি বলেন, কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় তাই প্রতিবছর এখান থেকে কাপড় কিনি।
থানা রোডের ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতা মিলন শেখ বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ পুরোনো কাপড়ের দোকানে বেশি আসেন। গত বছরের তুলনায় পুরনো কাপড়ের দাম এ বছর কিছুটা বেশি বলে জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে