আয়নাল হোসেন, ঢাকা
বাজারে স্বস্তির কোনো খবর নেই। বিশ্ববাজারের দোহাই দিয়ে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, আটা, ময়দার দাম অস্বাভাবিক বেড়েছে। এর মধ্যে হঠাৎ করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষ নতুন করে বিপাকে পড়তে চলেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিনির শুল্ক কমলেও শিগগির এটির দাম কমবে না বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্যতেলের দাম যৌক্তিকভাবে বাড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দাবি করেছে, সরকার আমদানি শুল্ক কমিয়ে দিলেও যেন নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখে। ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার নিত্যপণ্যের ট্রেডিং করলে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। সরকার নিত্যপণ্যের ২০-২৫ শতাংশ মার্কেট শেয়ার নিতে পারে। যাতে সরকারি কোষাগার লোকসান দিয়ে নয়, বরং যৌক্তিক দামে বিক্রি করবে। তাহলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না বলে মনে করছেন তিনি।
গতকাল নিত্যপণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে পরিশোধনকারী ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় পরিশোধনকারী মিলগুলো প্রতি লিটার বোতলের দাম ১৬৮ টাকা করার প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। ওই চিঠির বিষয়ে ট্যারিফ কমিশনকে দাম হিসাব করার দায়িত্ব দেওয়া হয়। ট্যারিফ কমিশন হিসাব করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬২ টাকা নির্ধারণ করে একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দাম ১৬০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই বর্ধিত দাম বাণিজ্যসচিব ও বাণিজ্যমন্ত্রীর অনুমোদনের পরই ঘোষণা করা হবে।
সফিকুজ্জামান বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা ও পাম তেল ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম নির্ধারণ রয়েছে ১৫৩ টাকা। অর্থাৎ প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ছে।
গত ১৫ সেপ্টেম্বর বৈঠকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা, বোতল ১৫৩ টাকা, পাম তেল ১১৬ টাকা ও ৫ লিটারের বোতল ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে তা ১২৯ থেকে বেড়ে ১৩৬ টাকা, পাম ১১৬ থেকে ১১৯ টাকা, এক লিটারের বোতল ১৫৩ থেকে ১৬০ টাকা এবং ৭২৮ টাকার ৫ লিটারের বোতল ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চিনির মূল্য না কমার বিষয়ে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চিনির দাম কমতে একটু সময় লাগবে। কারণ, দেশে যে চিনি রয়েছে তা বর্তমানে ধার্য করা শুল্কে আমদানি করা। এ জন্য এই পণ্যটির দাম কমতে আরও এক মাসের মতো সময় লাগবে। তবে গতকাল বৈঠকে চিনির দাম নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
পরিশোধনকারী মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দাম অনুমোদন হওয়ার পর সেটি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। সেখানে মিল গেট, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম দেওয়া থাকবে বলে জানানো হয়।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৩৫-১৪০ টাকায়, যা এক মাস আগে ছিল ১৩০-১৩৬ টাকা। প্রতি ৫ লিটারের বোতল ৬৮০-৭২০ টাকায়। এক মাস আগে ছিল ৬৭০-৭১০ টাকা। ১ লিটারের বোতল ১৪৫-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ১৪০-১৫০ টাকা এবং প্রতি লিটার পাম তেল বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকা, যা মাসখানেক আগে ছিল ১২০-১২৬ টাকা।
১১ অক্টোবর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ২ লাখ ৩ হাজার টন।
বাজারে স্বস্তির কোনো খবর নেই। বিশ্ববাজারের দোহাই দিয়ে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, আটা, ময়দার দাম অস্বাভাবিক বেড়েছে। এর মধ্যে হঠাৎ করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষ নতুন করে বিপাকে পড়তে চলেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিনির শুল্ক কমলেও শিগগির এটির দাম কমবে না বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্যতেলের দাম যৌক্তিকভাবে বাড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দাবি করেছে, সরকার আমদানি শুল্ক কমিয়ে দিলেও যেন নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখে। ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার নিত্যপণ্যের ট্রেডিং করলে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। সরকার নিত্যপণ্যের ২০-২৫ শতাংশ মার্কেট শেয়ার নিতে পারে। যাতে সরকারি কোষাগার লোকসান দিয়ে নয়, বরং যৌক্তিক দামে বিক্রি করবে। তাহলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না বলে মনে করছেন তিনি।
গতকাল নিত্যপণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে পরিশোধনকারী ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় পরিশোধনকারী মিলগুলো প্রতি লিটার বোতলের দাম ১৬৮ টাকা করার প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। ওই চিঠির বিষয়ে ট্যারিফ কমিশনকে দাম হিসাব করার দায়িত্ব দেওয়া হয়। ট্যারিফ কমিশন হিসাব করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬২ টাকা নির্ধারণ করে একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দাম ১৬০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই বর্ধিত দাম বাণিজ্যসচিব ও বাণিজ্যমন্ত্রীর অনুমোদনের পরই ঘোষণা করা হবে।
সফিকুজ্জামান বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা ও পাম তেল ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম নির্ধারণ রয়েছে ১৫৩ টাকা। অর্থাৎ প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ছে।
গত ১৫ সেপ্টেম্বর বৈঠকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা, বোতল ১৫৩ টাকা, পাম তেল ১১৬ টাকা ও ৫ লিটারের বোতল ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে তা ১২৯ থেকে বেড়ে ১৩৬ টাকা, পাম ১১৬ থেকে ১১৯ টাকা, এক লিটারের বোতল ১৫৩ থেকে ১৬০ টাকা এবং ৭২৮ টাকার ৫ লিটারের বোতল ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চিনির মূল্য না কমার বিষয়ে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চিনির দাম কমতে একটু সময় লাগবে। কারণ, দেশে যে চিনি রয়েছে তা বর্তমানে ধার্য করা শুল্কে আমদানি করা। এ জন্য এই পণ্যটির দাম কমতে আরও এক মাসের মতো সময় লাগবে। তবে গতকাল বৈঠকে চিনির দাম নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
পরিশোধনকারী মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দাম অনুমোদন হওয়ার পর সেটি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। সেখানে মিল গেট, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম দেওয়া থাকবে বলে জানানো হয়।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৩৫-১৪০ টাকায়, যা এক মাস আগে ছিল ১৩০-১৩৬ টাকা। প্রতি ৫ লিটারের বোতল ৬৮০-৭২০ টাকায়। এক মাস আগে ছিল ৬৭০-৭১০ টাকা। ১ লিটারের বোতল ১৪৫-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ১৪০-১৫০ টাকা এবং প্রতি লিটার পাম তেল বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকা, যা মাসখানেক আগে ছিল ১২০-১২৬ টাকা।
১১ অক্টোবর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ২ লাখ ৩ হাজার টন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে