মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
দেশের মানুষের অন্যতম প্রধান খাবার মাছ। এখন বাজারে মাছ কেনার পর দোকানিরাই আঁশ পরিষ্কার করে দিয়ে থাকেন। সেই আঁশ সাধারণত ফেলে দেওয়া হলেও দিনাজপুরের ফুলবাড়ীতে তা থেকে মিলছে বাড়তি আয়। রপ্তানি করা হচ্ছে বিদেশে।
মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে প্রতিদিন দুই থেকে আড়াই মণ ভেজা আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে চীন, জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
ফুলবাড়ী পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, তাঁরা আগে মাছ কাটার পর আঁশগুলো ফেলে দিতেন। এখন তা জমা করে রাখছেন। উপজেলায় বর্তমানে মাছের ফেলে দেওয়া আঁশ সংগ্রহ ও কেনাবেচার কাজ করছেন ৫০ জনের মতো ব্যবসায়ী। এ ব্যক্তিরা হাটবাজার থেকে আঁশ সংগ্রহ করেন। এরপর সেগুলো বাড়িতে নিয়ে রোদে শুকিয়ে বস্তাজাত করে রাখেন। পরবর্তী সময়ে রাজশাহী, সৈয়দপুর ও নওগাঁ থেকে ক্রেতারা এসে সেগুলো নিয়ে যান। পরে ঢাকার পাইকারি ব্যবসায়ীরা সেগুলো সংগ্রহ করে দেশের বাইরে রপ্তানি করেন।
ব্যবসায়ীরা জানান, বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশ দিয়ে উন্নতমানের প্রসাধনী, ফুড সাপ্লিমেন্ট, ক্যাপসুলের ক্যাপসহ জরুরিসামগ্রী তৈরি করা হয়।
আঁশ সংগ্রহকারী ব্যবসায়ী সোমবারু মিয়া, রেজাউল ইসলাম ও মোজাফ্ফর হোসেন জানান, চার থেকে পাঁচ মণ আঁশ জমা হলে পাইকারেরা বাড়ি থেকে কিনে নিয়ে যান। প্রতি কেজি প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে করোনা মহামারির আগে এগুলো ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণেই এর দাম এখন কম।
ব্যবসায়ীরা আরও জানান, সরাসরি রপ্তানির সুযোগ না থাকায় তাঁরা কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না। ভবিষ্যতে যদি সরাসরি রপ্তানির সুযোগ পান, তবে আশানুরূপ লাভবান হবেন এবং ব্যবসার পরিধির সম্প্রসারণ ঘটবে বলে তাঁরা আশাবাদী।
পৌরবাজারের পাইকারি মাছ ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, স্থানীয় মাছ ব্যবসায়ীদের আঁশগুলো ফেলে না দিয়ে যত্নসহকারে জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। আগে সৈয়দপুর, নওগাঁ, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম থেকে পাইকারেরা এসে এগুলো নিয়ে যেতেন। কিন্তু এখন স্থানীয়ভাবেই তা সংগ্রহের ব্যবসায় অর্ধশত ব্যক্তি যুক্ত হয়েছেন। এটি তাঁরা সরাসরি বিদেশে রপ্তানি করতে পারলে লাভ অনেক বেশি হবে। এতে সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন।
বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার জানান, মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির বিষয়ে তিনি অবগত নন। তবে আঁশ বেচে যদি আয় হয় এটি একটি ভালো দিক। বিষয়টি ভালোভাবে জেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
দেশের মানুষের অন্যতম প্রধান খাবার মাছ। এখন বাজারে মাছ কেনার পর দোকানিরাই আঁশ পরিষ্কার করে দিয়ে থাকেন। সেই আঁশ সাধারণত ফেলে দেওয়া হলেও দিনাজপুরের ফুলবাড়ীতে তা থেকে মিলছে বাড়তি আয়। রপ্তানি করা হচ্ছে বিদেশে।
মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে প্রতিদিন দুই থেকে আড়াই মণ ভেজা আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে চীন, জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
ফুলবাড়ী পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, তাঁরা আগে মাছ কাটার পর আঁশগুলো ফেলে দিতেন। এখন তা জমা করে রাখছেন। উপজেলায় বর্তমানে মাছের ফেলে দেওয়া আঁশ সংগ্রহ ও কেনাবেচার কাজ করছেন ৫০ জনের মতো ব্যবসায়ী। এ ব্যক্তিরা হাটবাজার থেকে আঁশ সংগ্রহ করেন। এরপর সেগুলো বাড়িতে নিয়ে রোদে শুকিয়ে বস্তাজাত করে রাখেন। পরবর্তী সময়ে রাজশাহী, সৈয়দপুর ও নওগাঁ থেকে ক্রেতারা এসে সেগুলো নিয়ে যান। পরে ঢাকার পাইকারি ব্যবসায়ীরা সেগুলো সংগ্রহ করে দেশের বাইরে রপ্তানি করেন।
ব্যবসায়ীরা জানান, বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশ দিয়ে উন্নতমানের প্রসাধনী, ফুড সাপ্লিমেন্ট, ক্যাপসুলের ক্যাপসহ জরুরিসামগ্রী তৈরি করা হয়।
আঁশ সংগ্রহকারী ব্যবসায়ী সোমবারু মিয়া, রেজাউল ইসলাম ও মোজাফ্ফর হোসেন জানান, চার থেকে পাঁচ মণ আঁশ জমা হলে পাইকারেরা বাড়ি থেকে কিনে নিয়ে যান। প্রতি কেজি প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে করোনা মহামারির আগে এগুলো ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণেই এর দাম এখন কম।
ব্যবসায়ীরা আরও জানান, সরাসরি রপ্তানির সুযোগ না থাকায় তাঁরা কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না। ভবিষ্যতে যদি সরাসরি রপ্তানির সুযোগ পান, তবে আশানুরূপ লাভবান হবেন এবং ব্যবসার পরিধির সম্প্রসারণ ঘটবে বলে তাঁরা আশাবাদী।
পৌরবাজারের পাইকারি মাছ ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, স্থানীয় মাছ ব্যবসায়ীদের আঁশগুলো ফেলে না দিয়ে যত্নসহকারে জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। আগে সৈয়দপুর, নওগাঁ, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম থেকে পাইকারেরা এসে এগুলো নিয়ে যেতেন। কিন্তু এখন স্থানীয়ভাবেই তা সংগ্রহের ব্যবসায় অর্ধশত ব্যক্তি যুক্ত হয়েছেন। এটি তাঁরা সরাসরি বিদেশে রপ্তানি করতে পারলে লাভ অনেক বেশি হবে। এতে সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন।
বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার জানান, মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির বিষয়ে তিনি অবগত নন। তবে আঁশ বেচে যদি আয় হয় এটি একটি ভালো দিক। বিষয়টি ভালোভাবে জেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে