নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহীদ রেজা বাবু ফেসবুকে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। ২০২৪ বিপিএলে চট্টগ্রাম কতটা রানপ্রসবা ছিল, সেটিই ফুটে উঠেছে তাঁর পরিসংখ্যানে। অবশ্য চট্টগ্রাম সব সময়ই রানপ্রসবা। সিলেটে এবার তুলনামূলক কম রান উঠেছে। আর মিরপুর আছে আগের মতোই।
চট্টগ্রামে এবার ইনিংস গড়ে রান উঠেছে ১৬৬, সিলেটে সেখানে ইনিংসে গড়ে রান ১৩৮। মিরপুরে ইনিংস গড়ে রান ১৫০.৯১। তিন সেঞ্চুরির দুটিই হয়েছে চট্টগ্রামে। বাকিটা মিরপুরে। শেষ ভাগে চলে আসা বিপিএল চট্টগ্রামে যেভাবে রং ছড়িয়েছে, সেটি ধরে রাখার গুরুদায়িত্ব মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার কাঁধে। যদিও পরিসংখ্যানে চোখ রাখলে তাঁর ওপর আস্থা রাখা কঠিন! কিন্তু এবার উইকেট বিশ্রাম পায়নি, সূর্যের আলো সেভাবে পায়নি—দলগুলোকে এসব ‘অজুহাত’ দেওয়ার সুযোগ কম গামিনির।
আজ লিগ পর্বের শেষ দুটি ম্যাচে যে চার দল খেলবে, এর মধ্যে ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্সের একটাই চিন্তা, নিশ্চিত করতে হবে প্লে-অফ। তবে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসের এসব চিন্তা নেই, চট্টগ্রামেই তাদের শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ার। আর খুলনার বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স খেলতে নামবে টুর্নামেন্টটা ‘পজিটিভ নোটে’ শেষ করার লক্ষ্য। আগেই সিলেট চলে গেছে হিসাবের বাইরে।
বরিশাল কোচ মিজানুর রহমান আশাবাদী, চট্টগ্রামের মতো মিরপুরেও রান হবে, তাঁর দল শেষ চার নিশ্চিত করবে। মিজান গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘উইকেট বিশ্রাম পেয়েছে, আশা করি ভালো হবে। দেখা যাক কী হয়। খুলনার চেয়ে আমাদের নেট রানরেট ভালো, সে ভরসায় আছি। শুরুর দিকে টানা কিছু ম্যাচ হেরেছি, পরে ধারাবাহিক জিতলেও শুরুর হারের প্রভাব থেকে গেছে।’
বরিশালের নেট রানরেট +০.৪৩৪, খুলনার নেট রানরেট-০.৪০০। আজ বরিশাল হারলে তাদের ১২ পয়েন্টেই থেকে যাবে। সিলেটকে হারালে খুলনারও হবে ১২ পয়েন্ট। নেট রানরেটের সমীকরণে বরিশালকে টপকে যেতে খুলনার কঠিন পথ পাড়ি দিতে হবে। খুলনা অবশ্য সমীকরণ নিয়ে এত চিন্তা করছে না। দলের এক সদস্য শুধু জানালেন, তারা সমীকরণ ভুলে স্বাভাবিক খেলাটা খেলতে চান।
খুলনার চেয়ে বরিশালের প্রতিপক্ষ তুলনামূলক কঠিন—বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। প্রতিপক্ষ কে, এটি না ভেবে বরিশালের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ভরসা করছেন নিজেদের শক্তির ওপর, ‘কাল (আজ) আমাদের বড় দলের বিপক্ষে খেলা। এই পর্যায়ে এসে নির্ভার হয়ে খেলার কোনো জায়গা নেই। আমরা যত আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব, তত ভালো।’
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহীদ রেজা বাবু ফেসবুকে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। ২০২৪ বিপিএলে চট্টগ্রাম কতটা রানপ্রসবা ছিল, সেটিই ফুটে উঠেছে তাঁর পরিসংখ্যানে। অবশ্য চট্টগ্রাম সব সময়ই রানপ্রসবা। সিলেটে এবার তুলনামূলক কম রান উঠেছে। আর মিরপুর আছে আগের মতোই।
চট্টগ্রামে এবার ইনিংস গড়ে রান উঠেছে ১৬৬, সিলেটে সেখানে ইনিংসে গড়ে রান ১৩৮। মিরপুরে ইনিংস গড়ে রান ১৫০.৯১। তিন সেঞ্চুরির দুটিই হয়েছে চট্টগ্রামে। বাকিটা মিরপুরে। শেষ ভাগে চলে আসা বিপিএল চট্টগ্রামে যেভাবে রং ছড়িয়েছে, সেটি ধরে রাখার গুরুদায়িত্ব মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার কাঁধে। যদিও পরিসংখ্যানে চোখ রাখলে তাঁর ওপর আস্থা রাখা কঠিন! কিন্তু এবার উইকেট বিশ্রাম পায়নি, সূর্যের আলো সেভাবে পায়নি—দলগুলোকে এসব ‘অজুহাত’ দেওয়ার সুযোগ কম গামিনির।
আজ লিগ পর্বের শেষ দুটি ম্যাচে যে চার দল খেলবে, এর মধ্যে ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্সের একটাই চিন্তা, নিশ্চিত করতে হবে প্লে-অফ। তবে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসের এসব চিন্তা নেই, চট্টগ্রামেই তাদের শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ার। আর খুলনার বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স খেলতে নামবে টুর্নামেন্টটা ‘পজিটিভ নোটে’ শেষ করার লক্ষ্য। আগেই সিলেট চলে গেছে হিসাবের বাইরে।
বরিশাল কোচ মিজানুর রহমান আশাবাদী, চট্টগ্রামের মতো মিরপুরেও রান হবে, তাঁর দল শেষ চার নিশ্চিত করবে। মিজান গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘উইকেট বিশ্রাম পেয়েছে, আশা করি ভালো হবে। দেখা যাক কী হয়। খুলনার চেয়ে আমাদের নেট রানরেট ভালো, সে ভরসায় আছি। শুরুর দিকে টানা কিছু ম্যাচ হেরেছি, পরে ধারাবাহিক জিতলেও শুরুর হারের প্রভাব থেকে গেছে।’
বরিশালের নেট রানরেট +০.৪৩৪, খুলনার নেট রানরেট-০.৪০০। আজ বরিশাল হারলে তাদের ১২ পয়েন্টেই থেকে যাবে। সিলেটকে হারালে খুলনারও হবে ১২ পয়েন্ট। নেট রানরেটের সমীকরণে বরিশালকে টপকে যেতে খুলনার কঠিন পথ পাড়ি দিতে হবে। খুলনা অবশ্য সমীকরণ নিয়ে এত চিন্তা করছে না। দলের এক সদস্য শুধু জানালেন, তারা সমীকরণ ভুলে স্বাভাবিক খেলাটা খেলতে চান।
খুলনার চেয়ে বরিশালের প্রতিপক্ষ তুলনামূলক কঠিন—বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। প্রতিপক্ষ কে, এটি না ভেবে বরিশালের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ভরসা করছেন নিজেদের শক্তির ওপর, ‘কাল (আজ) আমাদের বড় দলের বিপক্ষে খেলা। এই পর্যায়ে এসে নির্ভার হয়ে খেলার কোনো জায়গা নেই। আমরা যত আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব, তত ভালো।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে