হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। কিছুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
পেঁয়াজ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করি। কিন্তু গত সপ্তাহের শেষ দিনে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা করে বেড়েছে। বাজারে দেশীয় পাতা পেঁয়াজ ওঠায় মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমেছে। এ ছাড়া পেঁয়াজের দাম বাড়ায় এখন কী দামে বন্দর থেকে পেঁয়াজ কিনব আর কীভাবে বিক্রি করব তা নিয়ে চিন্তায় পড়েছি।’
স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বলেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলেও সম্প্রতি বৃষ্টি হওয়ায় নতুন পেঁয়াজ সেভাবে বাজারে আসছে না। যার কারণে সরবরাহ কমায় সেদেশের বাজারেই পুরোনো পেঁয়াজের দাম একটু বেড়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’
এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। সেই হিসেবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মোকামগুলোতে পেঁয়াজের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় প্রতিযোগিতা করে অনেকেই পেঁয়াজ কিনেছেন, সে কারণেও দামের ওপর প্রভাব পড়েছে। আগামী এক সপ্তাহ পেঁয়াজের এমন বাজার থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। তবে নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসা শুরু করলে আবারও দাম কমে আসবে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি কিছুটা কমেছে।
দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। কিছুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
পেঁয়াজ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করি। কিন্তু গত সপ্তাহের শেষ দিনে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা করে বেড়েছে। বাজারে দেশীয় পাতা পেঁয়াজ ওঠায় মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমেছে। এ ছাড়া পেঁয়াজের দাম বাড়ায় এখন কী দামে বন্দর থেকে পেঁয়াজ কিনব আর কীভাবে বিক্রি করব তা নিয়ে চিন্তায় পড়েছি।’
স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বলেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলেও সম্প্রতি বৃষ্টি হওয়ায় নতুন পেঁয়াজ সেভাবে বাজারে আসছে না। যার কারণে সরবরাহ কমায় সেদেশের বাজারেই পুরোনো পেঁয়াজের দাম একটু বেড়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’
এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। সেই হিসেবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মোকামগুলোতে পেঁয়াজের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় প্রতিযোগিতা করে অনেকেই পেঁয়াজ কিনেছেন, সে কারণেও দামের ওপর প্রভাব পড়েছে। আগামী এক সপ্তাহ পেঁয়াজের এমন বাজার থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। তবে নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসা শুরু করলে আবারও দাম কমে আসবে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি কিছুটা কমেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে