পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদে স্থাপন করা হয় প্রায় কোটি টাকা মূল্যের সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ)। গত চার বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে প্যানেলটি। দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
উপজেলা প্রশাসন বলছে, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিত ভাবে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় ২০১৩ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদজুড়ে ১০০টি প্যানেল স্থাপন করে। বসানো হয় ব্যাটারি ও আইপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি।
এতে ব্যয় হয় প্রায় ৮৩ লাখ ৫০ হাজার টাকা। এটি দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের অধিকাংশ দপ্তর বিদ্যুৎ সুবিধা পেত। কিন্তু কয়েক বছরের মাথা আস্তে আস্তে যন্ত্রাংশ নষ্ট হতে থাকে। প্রায় চার বছর আগে সোলার প্যানেলটি পুরোপুরি বিকল ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এটি দিয়ে একটি বাতিও জ্বলছে না।
গত ৪ বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা সোলার, ব্যাটারি, আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব।
হাসপাতালসহ উপজেলা সদরের সরকারি দপ্তরগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে সোলার সিস্টেমটি খুবই সহায়ক হতে পারে। তা ছাড়া এটি সচল হলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদে স্থাপন করা হয় প্রায় কোটি টাকা মূল্যের সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ)। গত চার বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে প্যানেলটি। দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
উপজেলা প্রশাসন বলছে, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিত ভাবে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় ২০১৩ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদজুড়ে ১০০টি প্যানেল স্থাপন করে। বসানো হয় ব্যাটারি ও আইপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি।
এতে ব্যয় হয় প্রায় ৮৩ লাখ ৫০ হাজার টাকা। এটি দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের অধিকাংশ দপ্তর বিদ্যুৎ সুবিধা পেত। কিন্তু কয়েক বছরের মাথা আস্তে আস্তে যন্ত্রাংশ নষ্ট হতে থাকে। প্রায় চার বছর আগে সোলার প্যানেলটি পুরোপুরি বিকল ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এটি দিয়ে একটি বাতিও জ্বলছে না।
গত ৪ বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা সোলার, ব্যাটারি, আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব।
হাসপাতালসহ উপজেলা সদরের সরকারি দপ্তরগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে সোলার সিস্টেমটি খুবই সহায়ক হতে পারে। তা ছাড়া এটি সচল হলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে