নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়াম ভাগাভাগি করে একসঙ্গে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের জিমন্যাস্টিকস ও কুস্তি দল। বিকেলের আলো কমতেই সেখানে শুরু লোডশেডিং।
লোডশেডিং চলার সময়েই গতকাল এক জিমন্যাস্ট বললেন, ‘লোডশেডিং হলে পাখা তো চলেই না, জেনারেটর চললেও বাতি জ্বলে অনেক পরে। প্রচণ্ড গরমের মধ্যেই আমরা প্রস্তুতি নিয়ে বার্মিংহামে যাচ্ছি।’
শুধু জিমন্যাস্টিকস কিংবা কুস্তি নয়, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি কেমন, দেখতে গিয়ে পাওয়া গেল অনেক অভিযোগ। আক্ষেপও কম নয়। বড় কোনো টুর্নামেন্টের আগে অনুশীলনের জায়গার সংকট, ভালো মানের কোচের অভাব নিয়ে বাংলাদেশি অ্যাথলেটদের অভিযোগ-আক্ষেপ সব সময় থাকেই। যতটা অনুশীলন করতে পেরেছেন, সেটা নিয়েও অবশ্য আশাবাদী কেউ কেউ। তাঁরা স্বপ্ন দেখছেন, পদক এলেও আসতে পারে।
প্রতিযোগিতার নাম কমনওয়েলথ বলেই যেকোনো একটি পদকের আশা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে বাংলাদেশের কোনো অ্যাথলেট সোনার পদক জিতবেন, সেই জোর আত্মবিশ্বাসটা পাওয়া যায়নি কারও কাছ থেকেই। বাংলাদেশের হয়ে কমনওয়েলথে সবচেয়ে সফল যে ডিসিপ্লিন, সেই শুটিংকেই নিরাপত্তার অজুহাতে বাতিল করে দেওয়া হয়েছে। একই কারণে বার্মিংহামে থাকছে না বাংলাদেশের আরেক ভরসার জায়গা আর্চারি। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার আশ্বাস দিয়ে আজ রাতে ইংল্যান্ডে রওনা দেবেন ৫ ডিসিপ্লিনের অ্যাথলেটরা। অ্যাথলেটিকস দল রওনা হবে ২৯ জুলাই। কুস্তির খেলোয়াড়েরা যাবেন ১ আগস্ট।
কমনওয়েলথকে সামনে রেখে চার মাসের প্রস্তুতি নিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। কোচ ছাড়া নিজের স্বল্প সময়ের প্রস্তুতিতে খুব বেশি খুশি নন মাবিয়া, ‘শুনছি ভারোত্তোলন নিয়ে সবাই খুব আশাবাদী। কিন্তু চার মাসের প্রস্তুতিতে পদক জয় কি সম্ভব?’ প্রস্তুতি নিতে সাত মাসের সময় পেয়েছেন কুস্তির খেলোয়াড়েরা। তবে ভারত-নাইজেরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো করা নিয়ে সন্দিহান খোদ খেলোয়াড়েরাই। নারী কুস্তিগির দোলা খাতুন বললেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের সুযোগ-সুবিধা অনেক কম। আমাদের অনুশীলনের নিজস্ব জায়গা হলে ভালো হতো। এনএসসির জিমনেসিয়ামে অনুশীলনের সময় শব্দ হয়েছে, যেটা মনোযোগে সমস্যা করেছে।’ অনুশীলনে নিজেদের জায়গা আর ভালো মানের বিদেশি কোচ নিয়ে আক্ষেপ আছে টেবিল টেনিস খেলোয়াড়দেরও। মালদ্বীপে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী খেলোয়াড় রামহিম লিয়ান বম বললেন, ‘আমরা তিন মাস একেক জায়গায় প্রস্তুতি নিয়েছি। আমরা চেষ্টা করব বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো লড়াই উপহার দেওয়ার।’
বক্সিংয়ের ক্যাম্পে খাবারের মান নিয়ে আছে প্রশ্ন। খাবারের জন্য দৈনিক ৬০০ টাকা ভাতা বরাদ্দ থাকলেও বক্সারদের ৩০০ টাকার খাবারও দেওয়া হতো না বলেও অভিযোগ আছে। কমনওয়েলথের ক্যাম্পে থাকা দেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা বললেন, ‘বক্সারদের যে খাবার খেতে হয়, সে সব এখানে নেই। সাধারণত বক্সারদের পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে খাদ্যাভ্যাস তৈরি করতে হয়, এ দেশে সেসব হয় না। ক্যাম্পে মাছ-মাংস খাওয়া হয় ঠিক আছে। তবে ২০১৪, ২০১৮ ক্যাম্পের তুলনায় এবারের খাবারের পরিমাণ অনেক হালকা হয়ে গেছে।’
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়াম ভাগাভাগি করে একসঙ্গে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের জিমন্যাস্টিকস ও কুস্তি দল। বিকেলের আলো কমতেই সেখানে শুরু লোডশেডিং।
লোডশেডিং চলার সময়েই গতকাল এক জিমন্যাস্ট বললেন, ‘লোডশেডিং হলে পাখা তো চলেই না, জেনারেটর চললেও বাতি জ্বলে অনেক পরে। প্রচণ্ড গরমের মধ্যেই আমরা প্রস্তুতি নিয়ে বার্মিংহামে যাচ্ছি।’
শুধু জিমন্যাস্টিকস কিংবা কুস্তি নয়, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি কেমন, দেখতে গিয়ে পাওয়া গেল অনেক অভিযোগ। আক্ষেপও কম নয়। বড় কোনো টুর্নামেন্টের আগে অনুশীলনের জায়গার সংকট, ভালো মানের কোচের অভাব নিয়ে বাংলাদেশি অ্যাথলেটদের অভিযোগ-আক্ষেপ সব সময় থাকেই। যতটা অনুশীলন করতে পেরেছেন, সেটা নিয়েও অবশ্য আশাবাদী কেউ কেউ। তাঁরা স্বপ্ন দেখছেন, পদক এলেও আসতে পারে।
প্রতিযোগিতার নাম কমনওয়েলথ বলেই যেকোনো একটি পদকের আশা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে বাংলাদেশের কোনো অ্যাথলেট সোনার পদক জিতবেন, সেই জোর আত্মবিশ্বাসটা পাওয়া যায়নি কারও কাছ থেকেই। বাংলাদেশের হয়ে কমনওয়েলথে সবচেয়ে সফল যে ডিসিপ্লিন, সেই শুটিংকেই নিরাপত্তার অজুহাতে বাতিল করে দেওয়া হয়েছে। একই কারণে বার্মিংহামে থাকছে না বাংলাদেশের আরেক ভরসার জায়গা আর্চারি। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার আশ্বাস দিয়ে আজ রাতে ইংল্যান্ডে রওনা দেবেন ৫ ডিসিপ্লিনের অ্যাথলেটরা। অ্যাথলেটিকস দল রওনা হবে ২৯ জুলাই। কুস্তির খেলোয়াড়েরা যাবেন ১ আগস্ট।
কমনওয়েলথকে সামনে রেখে চার মাসের প্রস্তুতি নিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। কোচ ছাড়া নিজের স্বল্প সময়ের প্রস্তুতিতে খুব বেশি খুশি নন মাবিয়া, ‘শুনছি ভারোত্তোলন নিয়ে সবাই খুব আশাবাদী। কিন্তু চার মাসের প্রস্তুতিতে পদক জয় কি সম্ভব?’ প্রস্তুতি নিতে সাত মাসের সময় পেয়েছেন কুস্তির খেলোয়াড়েরা। তবে ভারত-নাইজেরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো করা নিয়ে সন্দিহান খোদ খেলোয়াড়েরাই। নারী কুস্তিগির দোলা খাতুন বললেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের সুযোগ-সুবিধা অনেক কম। আমাদের অনুশীলনের নিজস্ব জায়গা হলে ভালো হতো। এনএসসির জিমনেসিয়ামে অনুশীলনের সময় শব্দ হয়েছে, যেটা মনোযোগে সমস্যা করেছে।’ অনুশীলনে নিজেদের জায়গা আর ভালো মানের বিদেশি কোচ নিয়ে আক্ষেপ আছে টেবিল টেনিস খেলোয়াড়দেরও। মালদ্বীপে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী খেলোয়াড় রামহিম লিয়ান বম বললেন, ‘আমরা তিন মাস একেক জায়গায় প্রস্তুতি নিয়েছি। আমরা চেষ্টা করব বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো লড়াই উপহার দেওয়ার।’
বক্সিংয়ের ক্যাম্পে খাবারের মান নিয়ে আছে প্রশ্ন। খাবারের জন্য দৈনিক ৬০০ টাকা ভাতা বরাদ্দ থাকলেও বক্সারদের ৩০০ টাকার খাবারও দেওয়া হতো না বলেও অভিযোগ আছে। কমনওয়েলথের ক্যাম্পে থাকা দেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা বললেন, ‘বক্সারদের যে খাবার খেতে হয়, সে সব এখানে নেই। সাধারণত বক্সারদের পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে খাদ্যাভ্যাস তৈরি করতে হয়, এ দেশে সেসব হয় না। ক্যাম্পে মাছ-মাংস খাওয়া হয় ঠিক আছে। তবে ২০১৪, ২০১৮ ক্যাম্পের তুলনায় এবারের খাবারের পরিমাণ অনেক হালকা হয়ে গেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে