চান্দিনা প্রতিনিধি
চান্দিনা উপজেলায় পৃথক দুটি হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন করা নৌকার দুই এজেন্ট আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মাইজখার ও বাড়েরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সকালে মাইজখার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লিটন প্রধানকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের অপর একটি পক্ষ। আহত যুবলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অপর দিকে একই দিন বিকেলে উপজেলার বাড়েরা ইউনিয়নের নৌকার এজেন্ট আল আমিনকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বিদ্রোহী প্রার্থীর নেতা–কর্মীরা। তিনি মাথায় ও পায়ে আঘাত পান। তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আল-আমিন উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ৫ জানুয়ারির ভোটের পর থেকে বিভিন্ন স্থানে নৌকার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘নৌকার পক্ষে কাজ করেছে। নৌকার এজেন্ট ছিলেন। এটাই লিটন ও আল-আমিনের অপরাধ। আমরা অপরাধীদের শাস্তি দাবি করছি। চান্দিনাজুড়ে নৌকার নেতা-কর্মী, সমর্থক, ভোটাররা এখন আতঙ্কে রয়েছেন। তাঁরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। পুলিশ আহতদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ৫ জানুয়ারি চান্দিনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতেই হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী। এগুলোতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
চান্দিনা উপজেলায় পৃথক দুটি হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন করা নৌকার দুই এজেন্ট আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মাইজখার ও বাড়েরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সকালে মাইজখার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লিটন প্রধানকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের অপর একটি পক্ষ। আহত যুবলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অপর দিকে একই দিন বিকেলে উপজেলার বাড়েরা ইউনিয়নের নৌকার এজেন্ট আল আমিনকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বিদ্রোহী প্রার্থীর নেতা–কর্মীরা। তিনি মাথায় ও পায়ে আঘাত পান। তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আল-আমিন উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ৫ জানুয়ারির ভোটের পর থেকে বিভিন্ন স্থানে নৌকার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘নৌকার পক্ষে কাজ করেছে। নৌকার এজেন্ট ছিলেন। এটাই লিটন ও আল-আমিনের অপরাধ। আমরা অপরাধীদের শাস্তি দাবি করছি। চান্দিনাজুড়ে নৌকার নেতা-কর্মী, সমর্থক, ভোটাররা এখন আতঙ্কে রয়েছেন। তাঁরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। পুলিশ আহতদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ৫ জানুয়ারি চান্দিনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতেই হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী। এগুলোতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৫ ঘণ্টা আগে