মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
পাহাড়ে বিগত সময়ে প্রান্তিক কৃষকের উৎপাদিত ভুট্টা বাজারজাত করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ফলে ইচ্ছা ও সুযোগ থাকা সত্ত্বেও চাষাবাদে অনাগ্রহ ছিল কৃষকের। কিন্তু বর্তমানে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন ডেইরি খামারে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা।
পরিপক্ব ভুট্টাগাছ ও ফল থেকে গো-খাদ্য হিসেবে তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ। চলতি মৌসুমে প্রায় ২০ হেক্টর জমিতে উৎপাদিত ভুট্টাখেত এখন ফুলে-ফলে ভরা।
জানা গেছে, পাহাড়ের জুমচাষিরা পরিপক্ব ভুট্টা সেদ্ধ করে, আবার অনেকে শুকিয়ে তা বাজারে বিক্রি করতেন। আর এখন উৎপাদিত ভুট্টা, গাছ, পাতা সবই আধুনিক পদ্ধতিতে সাইলেজ হিসেবে গো-খাদ্যে ব্যবহার বাড়ছে। এবার উপজেলার ২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন প্রান্তিক কৃষক। এ ছাড়া কিছু এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাষিরা পাহাড়ের উঁচু টিলায়ও ছোট পরিসরে ভুট্টা লাগিয়েছেন। ভুট্টাখেতে এখন ফুলে-ফলে ভরে গেছে। কোথাও কোথাও ফল কাটাও শুরু হয়েছে। এসব ফল সেদ্ধ করে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলার তিনটহরী একে অ্যাগ্রো ফার্মের মালিক মোহামদ ইকবাল হোসেন প্রায় ১৫ একর জমিতে এবার ভুট্টা চাষ করেছেন। তাঁর উৎপাদিত ভুট্টা এবং অন্য কৃষকের পরিপক্ব ভুট্টার ফল, কাণ্ড, পাতা কেজি হিসেবে কিনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গো-খাদ্য হিসেবে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ বানিয়ে গরুকে খাওয়াচ্ছেন, যার ফলে এখন ভুট্টাচাষিকে আর বাজারজাতে দুশ্চিন্তা করতে হচ্ছে না।
গত শনিবার বিকেলে তিনটহরী বিলে গিয়ে দেখা গেছে, একে অ্যাগ্রো ফার্মের মালিকের ভুট্টাখেত ফুলে-ফলে একাকার। এ সময় মালিকের তত্ত্বাবধায়ক মো. এমরান হোসেন বলেন, ‘এই বছর প্রায় ১৫ একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গাছ ঘন হওয়ায় ফলন কিছুটা কম হবে। ফার্মে সাইলেজের প্রচুর চাহিদা থাকায় অন্য কৃষকের উৎপাদিত ভুট্টাগাছ, পাতা ও ফল প্রতি কেজি তিন টাকা হারে আমরা ক্রয় করে থাকি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জনপদে ভুট্টা, কাণ্ড, পাতা অবাধ বিক্রির সুযোগ হওয়ায় কৃষকেরা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর উপজেলায় ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল প্রায় ১৮ হেক্টর। ভুট্টার ফল, গাছের কাণ্ড ও পাতা সবই এখন আধুনিক প্রযুক্তির বদৌলতে সাইলেজ বানিয়ে গো-খাদ্যে অবাধ ব্যবহারে চাষ বাড়ছে।
পাহাড়ে বিগত সময়ে প্রান্তিক কৃষকের উৎপাদিত ভুট্টা বাজারজাত করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ফলে ইচ্ছা ও সুযোগ থাকা সত্ত্বেও চাষাবাদে অনাগ্রহ ছিল কৃষকের। কিন্তু বর্তমানে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন ডেইরি খামারে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা।
পরিপক্ব ভুট্টাগাছ ও ফল থেকে গো-খাদ্য হিসেবে তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ। চলতি মৌসুমে প্রায় ২০ হেক্টর জমিতে উৎপাদিত ভুট্টাখেত এখন ফুলে-ফলে ভরা।
জানা গেছে, পাহাড়ের জুমচাষিরা পরিপক্ব ভুট্টা সেদ্ধ করে, আবার অনেকে শুকিয়ে তা বাজারে বিক্রি করতেন। আর এখন উৎপাদিত ভুট্টা, গাছ, পাতা সবই আধুনিক পদ্ধতিতে সাইলেজ হিসেবে গো-খাদ্যে ব্যবহার বাড়ছে। এবার উপজেলার ২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন প্রান্তিক কৃষক। এ ছাড়া কিছু এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাষিরা পাহাড়ের উঁচু টিলায়ও ছোট পরিসরে ভুট্টা লাগিয়েছেন। ভুট্টাখেতে এখন ফুলে-ফলে ভরে গেছে। কোথাও কোথাও ফল কাটাও শুরু হয়েছে। এসব ফল সেদ্ধ করে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলার তিনটহরী একে অ্যাগ্রো ফার্মের মালিক মোহামদ ইকবাল হোসেন প্রায় ১৫ একর জমিতে এবার ভুট্টা চাষ করেছেন। তাঁর উৎপাদিত ভুট্টা এবং অন্য কৃষকের পরিপক্ব ভুট্টার ফল, কাণ্ড, পাতা কেজি হিসেবে কিনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গো-খাদ্য হিসেবে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ বানিয়ে গরুকে খাওয়াচ্ছেন, যার ফলে এখন ভুট্টাচাষিকে আর বাজারজাতে দুশ্চিন্তা করতে হচ্ছে না।
গত শনিবার বিকেলে তিনটহরী বিলে গিয়ে দেখা গেছে, একে অ্যাগ্রো ফার্মের মালিকের ভুট্টাখেত ফুলে-ফলে একাকার। এ সময় মালিকের তত্ত্বাবধায়ক মো. এমরান হোসেন বলেন, ‘এই বছর প্রায় ১৫ একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গাছ ঘন হওয়ায় ফলন কিছুটা কম হবে। ফার্মে সাইলেজের প্রচুর চাহিদা থাকায় অন্য কৃষকের উৎপাদিত ভুট্টাগাছ, পাতা ও ফল প্রতি কেজি তিন টাকা হারে আমরা ক্রয় করে থাকি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জনপদে ভুট্টা, কাণ্ড, পাতা অবাধ বিক্রির সুযোগ হওয়ায় কৃষকেরা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর উপজেলায় ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল প্রায় ১৮ হেক্টর। ভুট্টার ফল, গাছের কাণ্ড ও পাতা সবই এখন আধুনিক প্রযুক্তির বদৌলতে সাইলেজ বানিয়ে গো-খাদ্যে অবাধ ব্যবহারে চাষ বাড়ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে