নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিভিন্ন টিকা কেন্দ্রে প্রায় সাত মাস ধরে ঘুরেছেন সত্তরোর্ধ্ব বাবুল মিয়া। তবে নিবন্ধন করতে না পারায় কোথাও করোনাভাইরাসের টিকা নিতে পারেননি তিনি। অবশেষে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে গতকাল রোববার টিকা নিলেন। টিকা নেওয়ার পর তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।
তাঁর মতো নগরীর পাহাড়তলীর ছিন্নমূল ঝাউতলা বস্তির প্রায় ৫০০ জন গতকাল দুপুরে টিকা পেয়েছেন। নিবন্ধনের কোনো ঝামেলা ছিল না। শুধু তাঁদের সঙ্গে নিয়ে আসতে হয়েছে জাতীয় পরিচয়পত্র।
প্রায় এক ঘণ্টা সেখানে লাইনে দাঁড়িয়ে টিকা পান পঞ্চাশোর্ধ সাবেকুন নাহার। বহুদিন পর বাড়তি ঝামেলা ছাড়া টিকা পাওয়ার আশায় এই দীর্ঘ অপেক্ষায়ও বিরক্ত হননি। টিকা নেওয়ার পর আজকের পত্রিকাকে বলেন, ‘মনে গইজ্জিলাম আঁরা করোনার টিকা ন পাইয়ুম। টিকা পাই বালা লাগের।’ এ জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে গত ১১ জুলাই আজকের পত্রিকায় ‘অ্যাপ বুঝি না, টিকা নেব কীভাবে?’ শিরোনামে চট্টগ্রামের বস্তিবাসীদের নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নিবন্ধন জটিলতার কারণে টিকা নিতে না পারার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি নজরে আসার পর অনেক বস্তিতে গিয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা টিকার জন্য নিবন্ধন করে দেন।
সরেজমিনে গতকাল ঝাউতলা ছিন্নমূল বস্তিতে দেখা যায়, বেলা দুটায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও এর আগেই থেকেই আসতে থাকেন বিভিন্ন বয়সের লোকজন।
চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চার দিনে প্রায় দুই হাজার বস্তিবাসীকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।
ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান বলেন, কেবল একটি তালিকা তৈরি করে টিকা দেওয়া হচ্ছে। কারও নিবন্ধন করা লাগেনি।
যাঁরা প্রথম ডোজ নিচ্ছেন তাঁদের নাম, বয়স লিখে একটি ফরম পূরণ করা হয়েছে। দ্বিতীয় ডোজের সময় নাম বললেই টিকা দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, চট্টগ্রামের সব বস্তিবাসীকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের সর্বশেষ বস্তিশুমারি অনুযায়ী, দেশে মোট বস্তির ১৬ শতাংশ বা ২ হাজার ২১৬টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। মোট পরিবার ১ লাখ ২৮ হাজার।
বিভিন্ন টিকা কেন্দ্রে প্রায় সাত মাস ধরে ঘুরেছেন সত্তরোর্ধ্ব বাবুল মিয়া। তবে নিবন্ধন করতে না পারায় কোথাও করোনাভাইরাসের টিকা নিতে পারেননি তিনি। অবশেষে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে গতকাল রোববার টিকা নিলেন। টিকা নেওয়ার পর তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।
তাঁর মতো নগরীর পাহাড়তলীর ছিন্নমূল ঝাউতলা বস্তির প্রায় ৫০০ জন গতকাল দুপুরে টিকা পেয়েছেন। নিবন্ধনের কোনো ঝামেলা ছিল না। শুধু তাঁদের সঙ্গে নিয়ে আসতে হয়েছে জাতীয় পরিচয়পত্র।
প্রায় এক ঘণ্টা সেখানে লাইনে দাঁড়িয়ে টিকা পান পঞ্চাশোর্ধ সাবেকুন নাহার। বহুদিন পর বাড়তি ঝামেলা ছাড়া টিকা পাওয়ার আশায় এই দীর্ঘ অপেক্ষায়ও বিরক্ত হননি। টিকা নেওয়ার পর আজকের পত্রিকাকে বলেন, ‘মনে গইজ্জিলাম আঁরা করোনার টিকা ন পাইয়ুম। টিকা পাই বালা লাগের।’ এ জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে গত ১১ জুলাই আজকের পত্রিকায় ‘অ্যাপ বুঝি না, টিকা নেব কীভাবে?’ শিরোনামে চট্টগ্রামের বস্তিবাসীদের নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নিবন্ধন জটিলতার কারণে টিকা নিতে না পারার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি নজরে আসার পর অনেক বস্তিতে গিয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা টিকার জন্য নিবন্ধন করে দেন।
সরেজমিনে গতকাল ঝাউতলা ছিন্নমূল বস্তিতে দেখা যায়, বেলা দুটায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও এর আগেই থেকেই আসতে থাকেন বিভিন্ন বয়সের লোকজন।
চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চার দিনে প্রায় দুই হাজার বস্তিবাসীকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।
ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান বলেন, কেবল একটি তালিকা তৈরি করে টিকা দেওয়া হচ্ছে। কারও নিবন্ধন করা লাগেনি।
যাঁরা প্রথম ডোজ নিচ্ছেন তাঁদের নাম, বয়স লিখে একটি ফরম পূরণ করা হয়েছে। দ্বিতীয় ডোজের সময় নাম বললেই টিকা দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, চট্টগ্রামের সব বস্তিবাসীকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের সর্বশেষ বস্তিশুমারি অনুযায়ী, দেশে মোট বস্তির ১৬ শতাংশ বা ২ হাজার ২১৬টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। মোট পরিবার ১ লাখ ২৮ হাজার।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১৫ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১৫ ঘণ্টা আগে