গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ দিন পর জাহিদ হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি সেনাসদস্য হিসেবে চাকরি পান। ৪ ফেব্রুয়ারি তাঁর যোগদানের কথা ছিল। জাহিদকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দরিদ্র বাবা-মা। কিন্তু তাঁর আগেই তিনি নিখোঁজ হন।
নিহত জাহিদের বাবা কৃষক আবুল কালাম জানান, বেলা ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তাঁরা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তাঁরা শনাক্ত করতে পারেননি। পরে লাশ দেখে এবং তাঁর ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি সেনাসদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাঁদের একবুক স্বপ্ন, সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য নিজ বাসা থেকে বের হন জাহিদ। ওই দিন থেকে নিখোঁজ হন জাহিদ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময় তাঁকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত মানবহীন এলাকার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে।
যেখান থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গার দূরত্ব তাঁর বাড়ি থেকে ৬ কিলোমিটার। অনেকেই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ দিন পর জাহিদ হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি সেনাসদস্য হিসেবে চাকরি পান। ৪ ফেব্রুয়ারি তাঁর যোগদানের কথা ছিল। জাহিদকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দরিদ্র বাবা-মা। কিন্তু তাঁর আগেই তিনি নিখোঁজ হন।
নিহত জাহিদের বাবা কৃষক আবুল কালাম জানান, বেলা ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তাঁরা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তাঁরা শনাক্ত করতে পারেননি। পরে লাশ দেখে এবং তাঁর ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি সেনাসদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাঁদের একবুক স্বপ্ন, সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য নিজ বাসা থেকে বের হন জাহিদ। ওই দিন থেকে নিখোঁজ হন জাহিদ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময় তাঁকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত মানবহীন এলাকার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে।
যেখান থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গার দূরত্ব তাঁর বাড়ি থেকে ৬ কিলোমিটার। অনেকেই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে