নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুংকে আবেগ বোধ হয় কমই স্পর্শ করে। অনূর্ধ্ব-২০ সাফ খেলতে বাংলাদেশে আসার পর এখনো পর্যন্ত তাঁর মুখে হাসি দেখা গেল না। ভদ্রলোক ভাঙা ভাঙা ইংরেজিতে আবেগশূন্য সোজাসাপটা কথা বলতেই বোধ হয় পছন্দ করেন। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে তাঁর কী প্রত্যাশা, সেটাও বলেছেন স্পষ্ট ভাষায়। গতকাল সংবাদ সম্মেলনে যেমন স্পষ্ট বললেন, ‘প্রতিশোধ নিতে চায় নেপাল’!
ইয়াম প্রসাদ প্রতিশোধ নেওয়ার কথা বলতেই পারেন। চার মাস আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে নেপালকে নিজেদের প্রথম নারী সাফ জিততে দেয়নি বাংলাদেশ। দুই মাস পর নভেম্বরে ঢাকা থেকে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতে দেশে ফিরলেও নেপাল কোচের কণ্ঠে বড়দের সাফে হারের জ্বালা স্পষ্ট। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারের ক্ষোভ তো আছেই। সব মিলিয়ে আজ সন্ধ্যা ছয়টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে তেতে থাকা এক নেপালকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল।
নেপাল কোচ যখন প্রতিশোধের কথা বলছেন, তখন কী ভাবছে বাংলাদেশ? মূল সাফ মিলিয়ে বয়সভিত্তিক সাফসহ এ পর্যন্ত টানা তিনটি শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেপাল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফের ফাইনাল বাংলাদেশ জিতেছিল এই নেপালকে হারিয়ে। ভারতকে এড়িয়ে সাফে এখন বাংলাদেশের নতুন প্রতিদ্বন্দ্বী নেপাল। সব মিলিয়ে এই দেশকে ভালো জানার সুবাদে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, ‘আমরা আগেও এই দলের সঙ্গে খেলেছি। নেপালের খেলা দেখেছি। পরিকল্পনা ওভাবে সাজানো হয়েছে। স্বাভাবিক খেলা খেলব এবং আক্রমণাত্মক ফুটবল খেলব। জিততেই খেলব।’
গ্রুপ পর্বে নিজেদের চাওয়া ভালোভাবেই পূরণ হয়েছে বাংলাদেশের। নেপালের বিপক্ষে জয় ছিল প্রত্যাশিত, শামসুন্নাহাররা জিতেছেন। ভারত-বাধা টপকে ভুটানকে উড়িয়ে পূরণ হয়েছে ফাইনালে খেলার আশা। তবে ফাইনালে যে নেপালকে পাচ্ছে স্বাগতিকেরা, সে দলটা পুরো পাল্টে গেছে মাত্র পাঁচ দিনের মধ্যে। বাংলাদেশের কাছে হারের তিন দিনের মধ্যে তারা হারিয়েছে ভুটান ও ভারতকে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতকে ৩-১ গোলে হারানোর পর নেপাল এখন ভালোই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। যদিও সেটি নিয়ে খুব বেশি চিন্তিত নন গোলাম রব্বানী ছোটন, ‘নেপাল ভালো ফুটবল খেলেছে এবং জিতে ফাইনালে উঠেছে। নেপালকে শক্তিশালী দল হিসেবেই দেখছি। ভারত ও আমাদের বিপক্ষে ওদের দুটি ম্যাচ বিশ্লেষণ করেছি, আমরা সেভাবেই নামব।’
স্বাগতিক বাংলাদেশকে ভয় পাচ্ছে না নেপালও। কোচ ইয়াম প্রসাদ একপ্রকার হুংকারই দিয়ে রেখেছেন। তিনি বললেন, ‘মাঠ, দর্শক এবং বাকি সবকিছুতে বাংলাদেশ এগিয়ে থাকবে। আমরা আগামীকাল (আজ) ভিন্ন কৌশলে খেলব। সবকিছু বদলাবে। আমরা বাংলাদেশের দুর্বল দিক জানি এবং তাদের সেই দুর্বল দিক আমাদের সুবিধা করে দেবে।’
নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুংকে আবেগ বোধ হয় কমই স্পর্শ করে। অনূর্ধ্ব-২০ সাফ খেলতে বাংলাদেশে আসার পর এখনো পর্যন্ত তাঁর মুখে হাসি দেখা গেল না। ভদ্রলোক ভাঙা ভাঙা ইংরেজিতে আবেগশূন্য সোজাসাপটা কথা বলতেই বোধ হয় পছন্দ করেন। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে তাঁর কী প্রত্যাশা, সেটাও বলেছেন স্পষ্ট ভাষায়। গতকাল সংবাদ সম্মেলনে যেমন স্পষ্ট বললেন, ‘প্রতিশোধ নিতে চায় নেপাল’!
ইয়াম প্রসাদ প্রতিশোধ নেওয়ার কথা বলতেই পারেন। চার মাস আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে নেপালকে নিজেদের প্রথম নারী সাফ জিততে দেয়নি বাংলাদেশ। দুই মাস পর নভেম্বরে ঢাকা থেকে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতে দেশে ফিরলেও নেপাল কোচের কণ্ঠে বড়দের সাফে হারের জ্বালা স্পষ্ট। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারের ক্ষোভ তো আছেই। সব মিলিয়ে আজ সন্ধ্যা ছয়টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে তেতে থাকা এক নেপালকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল।
নেপাল কোচ যখন প্রতিশোধের কথা বলছেন, তখন কী ভাবছে বাংলাদেশ? মূল সাফ মিলিয়ে বয়সভিত্তিক সাফসহ এ পর্যন্ত টানা তিনটি শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেপাল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফের ফাইনাল বাংলাদেশ জিতেছিল এই নেপালকে হারিয়ে। ভারতকে এড়িয়ে সাফে এখন বাংলাদেশের নতুন প্রতিদ্বন্দ্বী নেপাল। সব মিলিয়ে এই দেশকে ভালো জানার সুবাদে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, ‘আমরা আগেও এই দলের সঙ্গে খেলেছি। নেপালের খেলা দেখেছি। পরিকল্পনা ওভাবে সাজানো হয়েছে। স্বাভাবিক খেলা খেলব এবং আক্রমণাত্মক ফুটবল খেলব। জিততেই খেলব।’
গ্রুপ পর্বে নিজেদের চাওয়া ভালোভাবেই পূরণ হয়েছে বাংলাদেশের। নেপালের বিপক্ষে জয় ছিল প্রত্যাশিত, শামসুন্নাহাররা জিতেছেন। ভারত-বাধা টপকে ভুটানকে উড়িয়ে পূরণ হয়েছে ফাইনালে খেলার আশা। তবে ফাইনালে যে নেপালকে পাচ্ছে স্বাগতিকেরা, সে দলটা পুরো পাল্টে গেছে মাত্র পাঁচ দিনের মধ্যে। বাংলাদেশের কাছে হারের তিন দিনের মধ্যে তারা হারিয়েছে ভুটান ও ভারতকে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতকে ৩-১ গোলে হারানোর পর নেপাল এখন ভালোই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। যদিও সেটি নিয়ে খুব বেশি চিন্তিত নন গোলাম রব্বানী ছোটন, ‘নেপাল ভালো ফুটবল খেলেছে এবং জিতে ফাইনালে উঠেছে। নেপালকে শক্তিশালী দল হিসেবেই দেখছি। ভারত ও আমাদের বিপক্ষে ওদের দুটি ম্যাচ বিশ্লেষণ করেছি, আমরা সেভাবেই নামব।’
স্বাগতিক বাংলাদেশকে ভয় পাচ্ছে না নেপালও। কোচ ইয়াম প্রসাদ একপ্রকার হুংকারই দিয়ে রেখেছেন। তিনি বললেন, ‘মাঠ, দর্শক এবং বাকি সবকিছুতে বাংলাদেশ এগিয়ে থাকবে। আমরা আগামীকাল (আজ) ভিন্ন কৌশলে খেলব। সবকিছু বদলাবে। আমরা বাংলাদেশের দুর্বল দিক জানি এবং তাদের সেই দুর্বল দিক আমাদের সুবিধা করে দেবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে