ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় জাল দলিল চক্র ও ভূমিদস্যুদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহুবার হোসেন, মশিয়ার রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমানসহ ক্ষতিগ্রস্তরা।
এ সময় বক্তারা বলেন, ‘জাল দলিল চক্রের মূল হোতা মাজেদুল, রণজিৎ, হাফিজুল ও ময়েন গং। তাঁরা জাল কাগজ তৈরি করে এলাকার নিরীহ মানুষের জমি দখল ও বিক্রি করছে। প্রতিবাদ করলে উল্টো মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।’
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, ‘টাকার বিনিময়ে তাঁরা জাল দলিল বানিয়ে অন্যকেও জমি দখল করে দিচ্ছে।প্রভাবশালী হওয়ায় এই চক্রের বিরুদ্ধে মামলা করেও লাভ হচ্ছে না।’
ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, ‘আমার ৭ একর সম্পত্তি জাল দলিল করে ৫ বছর ধরে দখল করে খাচ্ছে ভূমিদস্যুরা। আমার মতো অনেকের জমি-জমা এভাবে জোর করে খাচ্ছে তাঁরা।’
মহুবার হোসেন বলেন, ‘বর্তমান ও পুরোনো দিনের সব জাল কাগজপত্র, স্ট্যাম্প ও সিলমোহর আছে তাঁদের কাছে। এমনকি ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষরও নকল করে তারা। তাঁদের এই কাজে রংপুর সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত।’
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাফিজুল ইসলাম বলেন, ‘এসব মিথ্যা বানোয়াট। আমি রনজিৎ ভুইমালীর কাছে জমি কিনেছি। রনজিৎ ভুইমালীর সঙ্গে অনেকের জমি-জমা নিয়ে মামলা চলছে। তারাই এসব অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সম্প্রতি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আমলের শতাধিক সরকারি স্ট্যাম্প ও ১৬৫টি সিলসহ এ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। শিগগিরই পুরো চক্রটিকে আইনের আওতায় আনা হবে।
নীলফামারীর ডিমলায় জাল দলিল চক্র ও ভূমিদস্যুদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহুবার হোসেন, মশিয়ার রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমানসহ ক্ষতিগ্রস্তরা।
এ সময় বক্তারা বলেন, ‘জাল দলিল চক্রের মূল হোতা মাজেদুল, রণজিৎ, হাফিজুল ও ময়েন গং। তাঁরা জাল কাগজ তৈরি করে এলাকার নিরীহ মানুষের জমি দখল ও বিক্রি করছে। প্রতিবাদ করলে উল্টো মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।’
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, ‘টাকার বিনিময়ে তাঁরা জাল দলিল বানিয়ে অন্যকেও জমি দখল করে দিচ্ছে।প্রভাবশালী হওয়ায় এই চক্রের বিরুদ্ধে মামলা করেও লাভ হচ্ছে না।’
ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, ‘আমার ৭ একর সম্পত্তি জাল দলিল করে ৫ বছর ধরে দখল করে খাচ্ছে ভূমিদস্যুরা। আমার মতো অনেকের জমি-জমা এভাবে জোর করে খাচ্ছে তাঁরা।’
মহুবার হোসেন বলেন, ‘বর্তমান ও পুরোনো দিনের সব জাল কাগজপত্র, স্ট্যাম্প ও সিলমোহর আছে তাঁদের কাছে। এমনকি ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষরও নকল করে তারা। তাঁদের এই কাজে রংপুর সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত।’
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাফিজুল ইসলাম বলেন, ‘এসব মিথ্যা বানোয়াট। আমি রনজিৎ ভুইমালীর কাছে জমি কিনেছি। রনজিৎ ভুইমালীর সঙ্গে অনেকের জমি-জমা নিয়ে মামলা চলছে। তারাই এসব অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সম্প্রতি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আমলের শতাধিক সরকারি স্ট্যাম্প ও ১৬৫টি সিলসহ এ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। শিগগিরই পুরো চক্রটিকে আইনের আওতায় আনা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে