নেত্রকোনা প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর। নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এই দিনে নেত্রকোনা শহরের অজহর রোড এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহত হন আটজন। বোমার স্প্লিন্টারবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটি। এর মধ্যে সকাল ১০টা ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা শহর। এ ছাড়া কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, অজহর রোডে নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল, শহীদদের কবর জিয়ারত, শ্মশানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
পরে বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বোমা হামলায় নিহতরা হলেন-নেত্রকোনা উদীচীর সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, মোটরসাইকেল মেরামতকারী যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানি আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া ও ভিক্ষুক জয়নাল মিয়া। এ ছাড়া আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মোহাম্মদ কাফিও নিহত হন।
সেদিনের ভয়াবহ ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল ছিল উদীচীতে। সেদিন সকাল ৯টার দিকে সাংস্কৃতিক কর্মীরা উদীচী কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় তারা জানতে পারেন উদীচী ও শতদল নামে অপর একটি সাংস্কৃতিক সংগঠনের ভবনের পাশে একটি কসস্টেপ জড়ানো কৌটা এবং একটি হাতের লেখা চিঠি রয়েছে। পরে বোমাটিকে পাশেই থাকা বড় পুকুরে ফেলে দেওয়ার সময় বিস্ফোরিত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। কিন্তু তখন আত্মঘাতী এক বোমা হামলাকারী সাইকেলে করে এসে আরেকটি বোমা ফাটায়। এতে উদীচীর নেতা-কর্মীসহ আটজন নিহত হন।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় সবশেষ এ বছরের ১৫ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
উদীচী নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুত বিচার ও রায় কার্যকর হওয়ায় আমরা খুশি।
আজ ৮ ডিসেম্বর। নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এই দিনে নেত্রকোনা শহরের অজহর রোড এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহত হন আটজন। বোমার স্প্লিন্টারবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটি। এর মধ্যে সকাল ১০টা ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা শহর। এ ছাড়া কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, অজহর রোডে নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল, শহীদদের কবর জিয়ারত, শ্মশানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
পরে বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বোমা হামলায় নিহতরা হলেন-নেত্রকোনা উদীচীর সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, মোটরসাইকেল মেরামতকারী যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানি আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া ও ভিক্ষুক জয়নাল মিয়া। এ ছাড়া আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মোহাম্মদ কাফিও নিহত হন।
সেদিনের ভয়াবহ ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল ছিল উদীচীতে। সেদিন সকাল ৯টার দিকে সাংস্কৃতিক কর্মীরা উদীচী কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় তারা জানতে পারেন উদীচী ও শতদল নামে অপর একটি সাংস্কৃতিক সংগঠনের ভবনের পাশে একটি কসস্টেপ জড়ানো কৌটা এবং একটি হাতের লেখা চিঠি রয়েছে। পরে বোমাটিকে পাশেই থাকা বড় পুকুরে ফেলে দেওয়ার সময় বিস্ফোরিত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। কিন্তু তখন আত্মঘাতী এক বোমা হামলাকারী সাইকেলে করে এসে আরেকটি বোমা ফাটায়। এতে উদীচীর নেতা-কর্মীসহ আটজন নিহত হন।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় সবশেষ এ বছরের ১৫ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
উদীচী নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুত বিচার ও রায় কার্যকর হওয়ায় আমরা খুশি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে