বিনোদন প্রতিবেদক, ঢাকা
হাড়কাঁপানো শীতে দর্শক মাতাতে প্রস্তুত জেমস। ঢাকার বাইরে বছরের প্রথম ওপেন এয়ার কনসার্টে গাইতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন নগরবাউল জেমস। ২৭ জানুয়ারির কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করা হয়েছে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা জানাতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে বিকেল থেকে। সংবর্ধনা শেষে মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে কণ্ঠশিল্পী অংকন ও মিলনের। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন জেমস। টানা এক থেকে দেড় ঘণ্টা জেমস গাইবেন তাঁর জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান শেষে সেদিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
২৬ জানুয়ারি সিলেটের মৌলভীবাজার জেলা সরকারি স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল আরও একটি কনসার্টের। এটাই হওয়ার কথা ছিল এ বছর জেমসের প্রথম ওপেন এয়ার কনসার্ট। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। জেমসের মুখপাত্র রবিন জানিয়েছেন, মৌলভীবাজারের কনসার্টটি আগামী মাসে হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন বছরে জেমসের কনসার্ট পরিকল্পনা নিয়ে রবিন বলেন, ‘লন্ডনের কনসার্ট শেষ করে জেমস দেশে ফিরেছেন। নির্বাচনও শেষ। এখন নতুন বছরের কনসার্টের পরিকল্পনা শুরু করেছি আমরা। মৌলভীবাজারের কনসার্টটি পিছিয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কনসার্ট দিয়ে জেমসের এ বছরের ওপেন এয়ার কনসার্ট শুরু হচ্ছে। আলোচনা চলছে আরও কিছু কনসার্ট নিয়ে, চূড়ান্ত হলে জানাব।’
ঢাকার বাইরে বছরের প্রথম ওপেন এয়ার কনসার্টে গাইতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন নগরবাউল জেমস। ২৭ জানুয়ারি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন জেমস, থাকবেন এক মাস। কিন্তু দর্শকশ্রোতা ও আয়োজকদের আগ্রহের সুবাদে সফর শিডিউল পরিবর্তন করতে হয়। এক মাসের বদলে জেমসকে থাকতে হয়েছিল দুই মাস। অংশ নিয়েছেন ২৫টি শোতে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ১০ বছর পর যুক্তরাজ্যে কনসার্ট করতে যান জেমস। ৩ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিজেনসিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের কনসার্টে অংশ নেন। কনসার্ট শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরে জেমস ১৯ জানুয়ারি অংশ নেন একটি ইনডোর কনসার্টে। রাজধানীর জাতীয় জাদুঘরে কনসার্টটির আয়োজন করেছিল ৩১তম বিসিএস ব্যাচ।
হাড়কাঁপানো শীতে দর্শক মাতাতে প্রস্তুত জেমস। ঢাকার বাইরে বছরের প্রথম ওপেন এয়ার কনসার্টে গাইতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন নগরবাউল জেমস। ২৭ জানুয়ারির কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করা হয়েছে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা জানাতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে বিকেল থেকে। সংবর্ধনা শেষে মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে কণ্ঠশিল্পী অংকন ও মিলনের। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন জেমস। টানা এক থেকে দেড় ঘণ্টা জেমস গাইবেন তাঁর জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান শেষে সেদিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
২৬ জানুয়ারি সিলেটের মৌলভীবাজার জেলা সরকারি স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল আরও একটি কনসার্টের। এটাই হওয়ার কথা ছিল এ বছর জেমসের প্রথম ওপেন এয়ার কনসার্ট। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। জেমসের মুখপাত্র রবিন জানিয়েছেন, মৌলভীবাজারের কনসার্টটি আগামী মাসে হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন বছরে জেমসের কনসার্ট পরিকল্পনা নিয়ে রবিন বলেন, ‘লন্ডনের কনসার্ট শেষ করে জেমস দেশে ফিরেছেন। নির্বাচনও শেষ। এখন নতুন বছরের কনসার্টের পরিকল্পনা শুরু করেছি আমরা। মৌলভীবাজারের কনসার্টটি পিছিয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কনসার্ট দিয়ে জেমসের এ বছরের ওপেন এয়ার কনসার্ট শুরু হচ্ছে। আলোচনা চলছে আরও কিছু কনসার্ট নিয়ে, চূড়ান্ত হলে জানাব।’
ঢাকার বাইরে বছরের প্রথম ওপেন এয়ার কনসার্টে গাইতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন নগরবাউল জেমস। ২৭ জানুয়ারি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন জেমস, থাকবেন এক মাস। কিন্তু দর্শকশ্রোতা ও আয়োজকদের আগ্রহের সুবাদে সফর শিডিউল পরিবর্তন করতে হয়। এক মাসের বদলে জেমসকে থাকতে হয়েছিল দুই মাস। অংশ নিয়েছেন ২৫টি শোতে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ১০ বছর পর যুক্তরাজ্যে কনসার্ট করতে যান জেমস। ৩ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিজেনসিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের কনসার্টে অংশ নেন। কনসার্ট শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরে জেমস ১৯ জানুয়ারি অংশ নেন একটি ইনডোর কনসার্টে। রাজধানীর জাতীয় জাদুঘরে কনসার্টটির আয়োজন করেছিল ৩১তম বিসিএস ব্যাচ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে