বগুড়া প্রতিনিধি
বগুড়ায় করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪৩টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।
নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১ শতাংশে। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ উল হক।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৬ জন অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা আছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৮, মোহাম্মদ আলী হাসপাতালে ১২ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের গত বুধবার দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪ জন।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে সাজ্জাদ উল হক বলেন, মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। জনসমাগম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর যারা করোনার টিকা নেননি, তাদের দ্রুত টিকা গ্রহণ করতে হবে।
এদিকে বিশ্বজুড়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এর অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশেও। এর মধ্যে দেশে করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে বাড়াতে থাকায় সরকার আবারও বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তবে গতকাল দুপুরে বগুড়া শহর ঘুরে দেখা গেছে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। শহরের সাতমাথা মফিজ পাগলার মোড়, জলেশ্বরীতলা, খান্দার এলাকায় সড়কে দেখা গেছে তীব্র যানজট। যাত্রীবাহী পরিবহনগুলোতে গাদাগাদি করে বসে নিজ গন্তব্যে যায় মানুষ।
বগুড়ায় করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪৩টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।
নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১ শতাংশে। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ উল হক।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৬ জন অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা আছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৮, মোহাম্মদ আলী হাসপাতালে ১২ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের গত বুধবার দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪ জন।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে সাজ্জাদ উল হক বলেন, মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। জনসমাগম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর যারা করোনার টিকা নেননি, তাদের দ্রুত টিকা গ্রহণ করতে হবে।
এদিকে বিশ্বজুড়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এর অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশেও। এর মধ্যে দেশে করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে বাড়াতে থাকায় সরকার আবারও বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তবে গতকাল দুপুরে বগুড়া শহর ঘুরে দেখা গেছে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। শহরের সাতমাথা মফিজ পাগলার মোড়, জলেশ্বরীতলা, খান্দার এলাকায় সড়কে দেখা গেছে তীব্র যানজট। যাত্রীবাহী পরিবহনগুলোতে গাদাগাদি করে বসে নিজ গন্তব্যে যায় মানুষ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে